নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নহীন যৌবন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

নাসরীন খান


যৌবনের উত্তালতা বুঝিনি
কেননা সংসার নামক নিয়তির-
বাঁধনে বন্দি ছিলাম,
অর্থ তখন স্বাধিনতা দেয়নি
বেঁধে রেখেছিল আষ্টেপিষ্টে
গাঁ বাচানো উন্মাদনা বা আল্লাদ
কোনটিই ছিলনা ধনীর দুলালির মতন
বুঝেছি জীবন কত কঠিন
বাস্তবতার বাইরে রঙিন ফানুস
কল্পনায় হাতছানি দেয়নি
নিরেট সত্য যা তাই ছিল নিয়তি
জীবনের ঘানিকোঠায় ছিলনা
আবদারের চেতনাবোধ
দেখেছি নিষঠুরতার চরম
মেয়ে বলে অবহেলা
তবুও হাল ছাড়িনি
সুদূর সুরম্য নয় ,কোন রকমে বাঁচতে
গঞ্জনা আর তিরস্কারে
তবু এগিয়ে যাওয়া
তাতেও স্বস্তি ছিলনা
পরিকল্পনাহীন জীবনের চাকা
ঘুরে ঘুরে ক্লান্ত যখন
তখন যৌবন পেরিয়ে গেছে
শক্ত খুঁটি ছিলনা নোঙর করার
হায়রে ! জীবন তরী
পিছনে শুধু গ্লানি আর হতাশা
স্বপ্নহীন যুবতি এক
স্থিরতার আশে চলছিল যৌবন।
যৌবনের উত্তালতা বুঝিনি
কেননা সংসার নামক নিয়তির-
বাঁধনে বন্দি ছিলাম,
অর্থ তখন স্বাধিনতা দেয়নি
বেঁধে রেখেছিল আষ্টেপিষ্টে
গাঁ বাচানো উন্মাদনা বা আল্লাদ
কোনটিই ছিলনা ধনীর দুলালির মতন
বুঝেছি জীবন কত কঠিন
বাস্তবতার বাইরে রঙিন ফানুস
কল্পনায় হাতছানি দেয়নি
নিরেট সত্য যা তাই ছিল নিয়তি
জীবনের ঘানিকোঠায় ছিলনা
আবদারের চেতনাবোধ
দেখেছি নিষঠুরতার চরম
মেয়ে বলে অবহেলা
তবুও হাল ছাড়িনি
সুদূর সুরম্ম নয় ,কোন রকমে বাঁচতে
গঞ্জনা আর তিরস্কারে
তবু এগিয়ে যাওয়া
তাতেও স্বস্তি ছিলনা
পরিকল্পনাহীন জীবনের চাকা
ঘুরে ঘুরে ক্লান্ত যখন
তখন যৌবন পেরিয়ে গেছে
শক্ত খুঁটি ছিলনা নোঙর করার
হায়রে ! জীবন তরী
পিছনে শুধু গ্লানি আর হতাশা
স্বপ্নহীন যুবতি এক
স্থিরতার আশে চলছিল যৌবন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৭

ধ্রুবক আলো বলেছেন: ভালোই লিখেছেন, জীবন কঠিন অনেক....

শুভ কামনা....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৪

নাসরীন খান বলেছেন: আমার ব্লগে স্বাগতম।ধন্যবাদদ

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবে লেখনিতে সফল হয়ে উঠুন, এই কামনা করি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

নাসরীন খান বলেছেন: আমার লেখায় আপনাকে স্বাগতম। অনেক কধন্যবাদ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪

সিগনেচার নসিব বলেছেন: ভাল হয়েছে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৫

নাসরীন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.