নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

মুক্ত মনা! সংকীর্ণতা, নাকি গোয়ার্তমি

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৯


নাসরীন খান
ধরুন! কোন গ্রহে করোনা ভাইরাসের বসবাস ছিল। সেখানে কেউ গিয়েছে। মানুষ? না তাতো হতে পারেনা।তাহলে এলিয়েনদের মধ্যকার কেউ। পৃথিবী সৃষ্টি হয়েছে কত বছর? এতকাল করোনা কোথায় ছিল? এলিয়েন দের ছাড়া পৃথিবীতে আসবে কি করে।সেই এলিয়েন এর পৃথিবীর কোন মেয়ে অথবা ছেলের সাথে গভীর প্রেম হয়েছে। কারন দূরে থাকলেতো এটি মানব শরীরে প্রবেশ করে তাকে আক্রান্ত করতে পারবে না।এটলিস্ট হাতটার স্পর্শ তো লাগতে হবে! তারা পাশাপাশি হেঁটেছে, গল্প করেছে, হাত ধরাধরি করেছে।এটা বলে নেয়ার অপেক্ষা রাখেনা সে চীনের উহানের কন্যা অথবা সুপুরুষ ছিল। তাই উহান এই করোনার উৎপত্তিস্থল। তারপর পৃথিবীতে ছড়িয়ে এই বেহাল দশা।
এই যে গল্পটা বল্লাম এটা সত্যি অন্তত তাদের কাছে যাঁরা নিজেদের কে মুক্তমনা, বৈজ্ঞানিক, আর অতি স্মার্ট মনে করেন।আপনাকে! বলছি।এত বিজ্ঞান আর যুক্তিতে গিয়ে মুক্তমনা খ্যাতাব পেয়ে নিজেকে পণ্ডিতদের কাতারে নিয়ে পৌঁছে গেছেন।
এই যে ভাইরাসটি তার আবিস্কারক কে? বিজ্ঞান পারল না এত দিনেও এটা খতম করার ঔষধ দিতে? কোথায় ছিল এই প্রাণীটি?
বিজ্ঞান আর যুক্তিতে সব চলে না।মানুষ হার মেনে তার দৌরাত্ম দেখছে।হাজার হাজার জীবন কেঁড়ে নিচ্ছে। বিশ্ব আজ পর্যুদস্ত।
কি ব্যখ্যা এর? যদি পৃথিবী কারো অধিনে না হতো,তাহলে সব ক্ষমতা তো আমাদেরই থাকার কথা ছিল।এইটা চিন্তা করার আরতো বাকি কিছুই নেই। নাকি আপনি সংকীর্ণতায় ভুগছেন?
কারো অধিনে ! এটা মানতে ইচ্ছে করছে না জোর করে।অফিসে, খেলার মাঠে, প্রতিটি জায়গায় তো আপনি কারো না কারো অধিনে থাকছেন?
ভাবুন! এই আজগুবি ভাইরাসটি কারো সৃষ্টি। কোন প্রাণ এমনিতেই জন্মায় না। নিজেকে নিয়ে ভাববার সময় হয়েছে। সৃষ্টি এমনিতে হয় না তার কর্তা অবশ্যই থাকতে হয়।যেমন আপনার শিশুটিকে জন্ম দিয়েছেন আপনি।আপনাকে আপনার বাবা মা।এমনি যেতে যেতে আদম আর হাওয়া। তাহলে তাদের সৃষ্টিকর্তাতো কেউ আছেন।এটাই বিজ্ঞান, এটাই যুক্তি। না মানলে সংকীর্নতা।কারন করোনা আপনার চোখে একেবারে তাজা উদাহরণ। গোয়ার্তমি করে নিজের প্রতি, স্রষ্টার প্রতি সৃষ্টির প্রতি আর অন্যায় না করি আমরা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি শুরুতেই লিখেছেন, "ধরুন"।

কোন কিছু "ধরতে" হয়, যাহা "এখনো " প্রমাণিত নয়; হয়তো, উহাকে ক্রমেই লজিক্যালী প্রমাণিত করা হবে। করোনা প্রমাণিত ভাইরাস, ইহাকে ভর করে আপনি যে বিষয়ে লিখতে চেয়েছেন, "ধরেন", গ্রহ-উপগ্রহ, এলিয়েন ফেলিয়েন এনে, আপনার লেখার বারোটা বাজিয়েছেন।

২| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:১৮

নাসরীন খান বলেছেন: ধরেন কথাটা তাদের জন্য যারা সব কিছুতে বিজ্ঞান খুঁজতে গিয়ে ক্লান্ত্আর বেঁহুশ।আবিস্কারক হিসেবে নিজেদের বাহবা দেন।তার নিজের আবিস্কারককে অস্বিকার করেন।

৩| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


নাসূেবষ্ট বলেছেন, " ধরেন কথাটা তাদের জন্য যারা সব কিছুতে বিজ্ঞান খুঁজতে গিয়ে ক্লান্ত্আর বেঁহুশ।আবিস্কারক হিসেবে নিজেদের বাহবা দেন।তার নিজের আবিস্কারককে অস্বিকার করেন। "

-বিজ্ঞান হচ্ছে, আপনারই লব্ধ জ্ঞান, ইহা নিউটেনের নয়, আপনার নিজস্ব; ইহা যদি দুর্ল হয়, লেখার কোন মুল্য থাকার কথা নয়।

৪| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৩

নাসরীন খান বলেছেন: সব কিছুতে বিজ্ঞান থাকতেই হবে?আপনার মন সেটাকে কিভাবে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করবেন?কিছু কিছু ক্ষেত্রে তার ব্যাখ্যা আমার কাছে স্রেফ অনুভব আর অনুভূতি।আল্লাহ সবাইকে বুঝার তৈফিক দিন।

৫| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: আহা জীবন!
বেঁচে থাকতে তুমি মানুষ।
মরে গেলে-
তোমার পরিচয়
তুমি লাশ।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:১৬

নাসরীন খান বলেছেন: মি শুধু লাশ?তাহলে খাই দাই আর ঘুমাই।মানবিকতা,পাপ,ভাল,মন্দ এরতো মূল্য নাই।

৬| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২০

নেওয়াজ আলি বলেছেন: বিপদে পড়লে আল্লাহকে চিনি।

১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২০

নাসরীন খান বলেছেন: যে বলে না সে বিপদেপড়লেও বলে না।তবু চেষ্টা ।বুঝের শক্তি দিন আল্লাহ।

৭| ১৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৮

নতুন নকিব বলেছেন:



আপনার কোনো পোস্টে সম্ভবত: এই প্রথম আসা। সালাম জানবেন।

কিছু মানুষকে বুঝাতে পারবেন না। তারা সবকিছু বুঝেও না বুঝার ভান করেন। তাদের দায়িত্ব তাদের উপর ছেড়ে দেয়াই শ্রেয়।

অনেক ভালো থাকবেন। শুভকামনা সবসময়।

৮| ২৮ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৪৬

নাসরীন খান বলেছেন: স্বাগতম।ওয়ালাইকুম সালাম।আসলেই ঠিক তবুও চেষ্টা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.