নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

অভিবাদন তোমাদের

০৫ ই মে, ২০২০ সকাল ৮:৪০



নাসরীন খান

মুক্তিযুদ্ধের গল্প শুনেছি পূর্ব প্রজন্মের মুখে
যোদ্ধাদের গল্প,বেঁচে ফেরা মানুষদের গল্প।
সেই গল্প শুনতে শুনতেই যোদ্ধাদের প্রতি,
শহীদদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, গর্ব বোধ।
আজ বড্ড অনুভব করছি তাদের ত্যাগ,
কি সাহস! আর অদম্য মনোবলে ছিল তাঁদের।

আজ আবার যোদ্ধাদের পূনরুজ্জীবন দেখছি
কোষের আবরণে অদৃশ্য করোনা শত্রুর বিরুদ্ধে,
ডাক্তার, নার্সরা সম্মুখে, সংগে পুলিশ, সেনাবাহিনী,
সাংবাদিক, লাশ দাফন কারি,স্বেচ্ছাসেবক সবাই।
তোমাদের অভিবাদন,শ্রদ্ধা, ভালবাসা
না! এই শব্দগুলোরও উর্ধ্বে তোমরা।

অদেখা এক শত্রুর বিরুদ্ধে লড়ছ নিশিদিন
নিশ্চিত আক্রান্ত হওয়ার শংকা নিয়ে,
ঘরে রেখে আসা স্বজনদের নিরাপদ দূরত্বে রেখে,
কোলের শিশুটিকি চুমু হীন রেখে,
বুকে আগলে আহলাদ মিটাতে পারনা কতদিন?
চোখের কোনের পানির রেখা মুছে শক্ত আভরণে
আপাদমস্তক একজন যোদ্ধা তোমরা।
এরি নাম মানবতা,এরি নাম দায়িত্বশীলতা।

ইতিহাসের পাতায় তোমাদেরও নাম রবে
হে বীর যোদ্ধা, অভিবাদন তোমাদের শতবার।।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২০ সকাল ১১:৪১

রাফা বলেছেন: সেই যুদ্ধের ছায়া এই যুদ্ধেও আছে। কিন্ত ৭১-এর জনতা যতটা একতাবদ্ধ ছিলো এখন সেটা নেই। যদি থাকতো যুদ্ধ জয়টা খুব সহজ হয়ে যেত।
মোটামুটি ভাবটা প্রকাশিত ।ধন্যবাদ,না.খান।

০৬ ই মে, ২০২০ সকাল ৯:৪৭

নাসরীন খান বলেছেন: হুম!!!!!!!!!!ধন্যবাদ

২| ০৫ ই মে, ২০২০ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৬ ই মে, ২০২০ সকাল ৯:৪৯

নাসরীন খান বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই মে, ২০২০ দুপুর ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা এখন দখলে আছে

৪| ০৬ ই মে, ২০২০ সকাল ৯:৫০

নাসরীন খান বলেছেন: কেনো নয়!!!!ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.