নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

অতীত ও মিতালি

০১ লা জুন, ২০২০ দুপুর ১:০৫

অতীত ও মিতালি

নাসরীন খান

হাসিখুশি মুখখানা মনে পড়ে খুব
ভীষন সাংসারিক, অবয়বে খাঁটি গৃহিণী
চলছিল বেশ,তাঁর আতিথ্য ছিল উপভোগ্য
সদালাপি কি পর কি আপন ধন্য সকলে।
বুকের গভীরে ছিলাম এই আমি
কত গল্প,কত আড্ডা চলত দিনভর
ভালবাসার এক জলন্ত শিখা জ্বলত
অতীত নিয়ে কত কথা, হালকা হওয়ার আশে
উপদেশগুলি আমার জীবনে পাথেয় যেন।
আজ নিষ্প্রাণ এক দেহ,নিশ্চল
একটা মানুষ কিভাবে বেঁচে আছে এমনতর
শুধু বুকের খাঁচাটি জানান দেয়
' এইতো প্রাণটা আছে এখনো'
কি অক্লান্ত শেবায় স্বামী ধনটি তাঁর কাছে
যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত
মুখের ভাষাও নেই,
দুটো মানুষের যেন একটাই জীবন হয়ে গেছে
একজন সচল থেকেও নিরব সেবাদাত্রী স্বামীটি
সংসার,অফিস বাচ্চাদের সঠিক পথ দেখানো
সবি সামলে নিচ্ছে প্রাণটাকে পুঁজি করে।
তোমার অবিন্যাস্ত চুলে সিঁথি কেটে দেখে,
কেমন দেখতে লাগত তোমায়!
এইতো চলছে তাঁর রোজনামচা।
ভাবতে ভাবতে হয়ত তাঁর চোখ ভিঁজে যায়
তুমি বুঝতেও পার না,কত কষ্ট যে তোমাকে
এত ভালবাসা আর সেবা দিচ্ছে।
কারো কারো জীবন এমনই হয়
যন্ত্রণা আর বিষাদে ঘেরা
চোখের সামনে শুধু প্রাণটা আছে তোমার
হয়ত এটাই সান্ত্বনা।।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:১৩

নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য প্রকাশ।

০১ লা জুন, ২০২০ দুপুর ২:১২

নাসরীন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:২৪

ডাকঘর সাহিত্য পত্রিকা বলেছেন: আচ্ছা ভাইয়া কাহারো জানা থাকলে
শুভাকাঙ্ক্ষী এমন কেহ আছেন কি? কি সমস্যা হতে পারে
পোষ্ট করছি তো করছি কিন্তু ব্লগের কোন অংশেই প্রকাশ দেখছিনা। তবে কি ব্লগে আসা বন্ধ করে দিবো? জানাবেন প্লীজ।

০১ লা জুন, ২০২০ দুপুর ২:১৫

নাসরীন খান বলেছেন: আপনি কি আগেও লিখেছেন?

০১ লা জুন, ২০২০ দুপুর ২:১৮

নাসরীন খান বলেছেন: আপনার আজকের লেখাটিওতো দেখলাম।

৩| ০১ লা জুন, ২০২০ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৭ ই জুন, ২০২০ রাত ৮:২০

নাসরীন খান বলেছেন: অনেকধন্যবাদ ভা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.