নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

#দূর্ভেদ্য শব্দ রাজির কবি

১৫ ই জুন, ২০২০ ভোর ৪:১৭



কবিতার চরণে দূর্ভেদ্য শব্দরাজির আনাগোনা

জটিল সমীকরণ, গোলক ধাঁধা মাত্র

অভিধান ঘেঁটে সমাধানের চেষ্টা

আসলের ভিতর রহস্যময়ের প্রাচীর

হযবরল একমূর্তিতে আত্মসমর্পণ

কাঠিন্যে বাঁধা নিস্প্রভ কবিতা।

আমি মাটি আর মানুষের হতে চাই

সহজ,সরল সমীকরণ খু্ঁজি তাই

এঁটো সোঁদা বৃষ্টিতে ঘ্রাণ নেই জীবনের

কাব্যিক পরমানন্দে।

একেবারে পথে কুড়ানো পংক্তিতে বুনি

জীবনের ফেলে আসা অতীত, বর্তমান

আমি সাধারণের কবি হতে চাই।

নিশ্বাসে সজীব গাছদের ঘ্রাণ যেন

বিশালতায় আকাশ, তারার সাক্ষী

নদীর বুকে ঢেউ খেলানো নৌকো

একেবারে সাধারণ চড়বে তাতে।

জোছনায় পাটি পেতে গল্প শোনাব

কিশোরীর হাতের কাঁচের চুড়ির শব্দে

মগ্নতাকে সাক্ষী করে কাশফুলে হাঁটব।

আমি সাধারণের কবি হব

দূর্ভেদ্য জগৎ আমার নয়।।

১৪/৬/২০২০

পল্লবী, ঢাকা

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ ভোর ৪:৫৪

নেওয়াজ আলি বলেছেন: ছোট কিশোরী হিরা মনি ধর্ষণ ও হত্যার তেমন প্রতিবাদী লেখা আসেনি ।

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৩

নাসরীন খান বলেছেন: তা ঠিক তবে এর আগে কিছু কবিয় তা তুলে ধরেছ। তাই দিলাম না অন্য সময় দিব।

২| ১৫ ই জুন, ২০২০ ভোর ৫:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগলো। বাক্যগুলো পাশাপাশি বসলে আরেকটু ভালোলাগতো হয়তো।

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৪

নাসরীন খান বলেছেন: হয়তবা তাই।

৩| ১৫ ই জুন, ২০২০ ভোর ৬:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভালো লাগলো

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৪

নাসরীন খান বলেছেন: ধন্যবাদ।

৪| ১৫ ই জুন, ২০২০ ভোর ৬:৫৩

অজানা তীর্থ বলেছেন: কবিতার মূলভাব যদি কবিতায় প্রকাশ পেত তাহলে এই কবিতার স্বার্থকতা খুঁজে পেতাম। কবিতা লিখার সময় কিছু নিয়ম মানতে হয় শুধু লাইনের পর পর লাইন বাক্য দিয়েও কবিতা হয় তবে সব কিছুর নান্দনিকতা আছে। লিখতে থাকুন সময়ের সাথে সব মিলিয়ে যাবে।

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২১

নাসরীন খান বলেছেন: Hum

৫| ১৫ ই জুন, ২০২০ সকাল ৯:৫৬

হাসান মাহবুব বলেছেন: +
নাম ঠিক হয়েছে অবশেষে?

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৭

নাসরীন খান বলেছেন: আমি কাঠিন্য কে এড়িয়ে সহজের কবিহতে চেয়েছি তাই এমন বলা।মন বল কথা!

৬| ১৫ ই জুন, ২০২০ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন: দূর্ভেদ্য নয় শ্রুতিমধুর কবিতা চাই।

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৮

নাসরীন খান বলেছেন: ঠিক আছে তাই চেষ্টা

৭| ১৫ ই জুন, ২০২০ সকাল ১১:৪০

সাইন বোর্ড বলেছেন: কবিতার ভাষা সহজ সরল হওয়া এখন সময়ের দাবী ।

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৮

নাসরীন খান বলেছেন: আমিও তাই চা।

৮| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৯

নাসরীন খান বলেছেন: ধন্যবা।

৯| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:১৫

সাহাদাত উদরাজী বলেছেন: +

১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৯

নাসরীন খান বলেছেন: সাথে থাকু।

১০| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: কেমন আছেন আপা?

কঠিন কবিতার দিন শেষ।

ভাল লেগেছে।

১৯ শে জুন, ২০২০ রাত ১০:৩২

নাসরীন খান বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই।
দিন শেষ বলি না আমি।আমি সহজ লিখে সাধারণদের কবি হতে চাই।

১১| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । +

১৯ শে জুন, ২০২০ রাত ১০:৩২

নাসরীন খান বলেছেন: সাথে আছেন জোনে ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.