নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

#বৃদ্ধাশ্রম

১৯ শে জুন, ২০২০ রাত ১০:৪১

কত কাল আগের কথা
তোর জন্মের খুশিতে পাড়ায় -
তোর বাবা একমন রসগোল্লা বিলিয়েছিল
ক্ষমতা ছিলনা আনবার,ধার নিয়েছিল।
তোর বেড়ে উঠা উপভোগ করতাম দুজনে
আস্তে আস্তে মস্ত বড় হলি
বিত্তে,যশে ছাড়িয়ে গেছিস বহুদূর
যাপিত জীবনে বিলাসিতার ছাপ
দশের কাছে আদর্শ আর বিনয়ীর উদাহরণ
কিন্তু----
মানুষ কি হতে পেরেছিস আদৌ?
তোকে ঘর দিয়েছিলাম, দিয়েছিলাম পরিবার
যে পরিবারে তুই ছিলি সাত রাজার ধন!

আজ আমার পরিবার নেই, নেই আপন ঘর
বয়সের ভারে অকেজো, ঝাপসা চোখের আলো
তোর মুখখানি তবুও খুঁজি নিশিদিন
কবে আসবি আমায় নিতে?
চোখের কোণে পানি জমে আঁচলেে মুছি বারবার
আমার আদরের খোকা ভাল আছিসতো?
তুই ছেড়ে আছিস কেমন করে?
আমার আত্মা তবু দোয়া করে,ভাল থাকিস তুই
মৃত্যুর পর লাশটা নিতে আসবিতো?
নাকি বেওয়ারিশ হব

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২০ রাত ১১:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মা-বাবা বৃদ্ধ হয়ে গেলে হয়ে যান আপদ, 'বৃদ্ধাশ্রম' কোনো কোনো সন্তানের জন্য আপদমুক্ত হওয়ার একটা উত্তম সুযোগ এনে দিয়েছে। অবস্থাপন্ন সন্তানেরাই এটা করে থাকে।

লেখা ভালো লাগলো।

সকল বৃদ্ধ মা-বাবার জন্য শুভ কামনা

১৯ শে জুন, ২০২০ রাত ১১:০৮

নাসরীন খান বলেছেন: বড়লো, আর গরীব বলে কথানয় সবাই করছ। আমি অনেক মায়েদের সাথে কথা বলে জেনেছি।তারা যা খুশি করুক আমরা যেন না করি সেই প্রত্যাশা।ধন্যবা।

২| ২০ শে জুন, ২০২০ রাত ১২:০৫

সেলিম আনোয়ার বলেছেন: বৃদ্ধাশ্রম না থাকলে অনেকে বিপদে পড়ে যাওয়ার আশঙকা আছে । মুসলিম পরিবার ব্যবস্থায় এমন হওয়ার কথা নয় । প্রত্যেক সন্তানের উপর মাতাপিতার যে হক সেটি আদায় করলে এমন হওয়ার সুযোগ দেখছি না ।

২৩ শে জুন, ২০২০ ভোর ৫:১৮

নাসরীন খান বলেছেন: আমি যেটির ছবি দিয়েছি ওখানে কুড়িয়ে পাওয়া মাদের রাখা হচ্ছে।বেশির ভাগই দরিদ্র পরিবারে। কথা বললে চোখে পানি আসে।

৩| ২০ শে জুন, ২০২০ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: আমি কি কোনো দিন পারবো আমার বাবা মাকে বৃদ্ধাশ্রম ফেলে আসতে?

আমার পক্ষে সম্ভব না।

২৩ শে জুন, ২০২০ ভোর ৫:২০

নাসরীন খান বলেছেন: সেটাই কামনা আমাদে। সেজন্যই এমনটি দেয়া,লেখা।

৪| ২০ শে জুন, ২০২০ রাত ২:০৭

নেওয়াজ আলি বলেছেন: আজ যারা মা বাবা ছুড়ে ফেলছে তাদের জন্য সেটা অবশ্যই অপেক্ষা করছে

২৩ শে জুন, ২০২০ ভোর ৫:২১

নাসরীন খান বলেছেন: হুম আগে বোধদয় হলে নিজের রক্ষ।

৫| ২০ শে জুন, ২০২০ সকাল ৭:২১

বিজন রয় বলেছেন: সমাজের এক করুণ ছবি তুলে ধরেছেন?

কোন সন্তানের পক্ষে ওটা কিভাবে সম্ভব ভেবে পাই না।

০৮ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৩

নাসরীন খান বলেছেন: হে সবায় পারে না

৬| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাত পা থাকলেই মানুষ হওয়া যায়না।
মানুষ হতে হলে মান ও হুস থাকতে হয়।
আমদের হুসও নাই মান ও নাই তাই আমরা
আমাদের কর্তব্য ভুলে যাই। অমানুষ হই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.