নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

অলীক মোহ

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫০

মহাবঙ্গ সাহিত্য পরিষদ ট্রাস্ট এ আবৃত্তি করা কবিতা

#অলীক_মোহ
#নাসরীন_খান
অন্ধকার আকাশে ভেবেছিলাম
তুমি হবে আলোর ঝিলিক,
তারা হয়ে পথ দেখাবে,
তোমায় ছুঁয়ে ঘুচবে
আমার আঁধার সকল,
কিন্তু তুমি নিজেই হলে অমাবস্যা।

ভেবেছিলাম তুমি সুন্দরবন
আর আমি আত্মহারা এক হরিণী,
তোমার বুকে লুকিয়ে রব আজীবন
বাঘের খাবার হব না কোনদিন,
হঠাৎ নিজেই দমকা বাতাস হলে
সরিয়ে নিলে গোলপাতার আড়াল
সম্মুখে বাঘের হিংস্র থাবা
ছুটতে ছুটতে বেঁচে ফিরলাম।

ভেবেছিলাম তুমি হবে জলকুমার
তোমার ডানায় ভেসে সাগরে
খেলে করব, নাচব নানান ঢঙে,
সেই তুমি ভাসিয়ে নিয়ে গেলে
রাক্ষুসে হাঙ্গরের মুখোমুখি
প্রাণপণ যুদ্ধে লড়ে মুক্তি পেলাম।

কত স্বপ্নের বসবাস ছিল তোমাকে ঘিরে
গেঁথেছিলে কল্পনায় মিশে,
যখন চূড়ান্তে পৌঁছুতে গেলাম
তখনই আবিষ্কার করলাম,
তুমি আমার অলীক মোহ
মিছেই বুনেছি আবেগ আর ভালবাসা
তোমাকে ঘিরে অবিরত।।

পল্লবী, ঢাকা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




জীবনের মূখ্য একটি সময় চলে যায় আবেগ আর মোহে। জীবন বুঝতে পারার পর আর সময় নেই। শুভ কামনা রইলো বোন, কবিতায়+++

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:১২

নাসরীন খান বলেছেন: অশেষ ধন্যবাদ ভাই।

২| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা খুব সুন্দর কবিতা লিখেছেন।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩০

নাসরীন খান বলেছেন: অশেষ ধন্যবাদ প্রিয় ভাই।

৩| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবি আপনাকে ধন্যবাদ
সুন্দর কবিতা অবশ্যই।
খানসাবকে একটু কবিতা
শিখাবেন!!

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৪

নাসরীন খান বলেছেন: আপনার লেখা আমি পড়ি।বেশ গুছিয়ে,সুন্দর লেখেন খান সাব।আপনাকে শিখাব!
অনেক ধন্যবাদ।

৪| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: অলীক মোহও সুন্দর হয়।

২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৭

নাসরীন খান বলেছেন: হতেও পারে কখনো কখনো ।

৫| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নিজের সংগ্রাম নিজেকেই করতে হবে।সফল হলে অনেক কেই পাশে পাবেন,ব্যর্থ হলে অতলে তলিয়ে যাবেন।

৬| ২০ শে আগস্ট, ২০২০ রাত ৯:৩৯

নাসরীন খান বলেছেন: এখানে পুরটাই কল্পনা থেকে লেখা।উঠে তো দাঁড়াতেই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.