নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

বিদগ্ধ কবিতার শরীর

০৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:২২

বিদগ্ধ কবিতার শরীর
নাসরীন খান


কবিতা আজ লাশের কফিনে বন্দী
বিদগ্ধ কবিতার শরীর
ভন্ড আার নষ্টদের দখলে তার
চারণভূমি।
ধর্ষিত আজ কবিতার কুমারী শরীর
হায়েনার খপ্পরে,
কোলের শিশু,বৃদ্ধ মা টিও যখন
ধর্ষিত৷ হয় লোলুপ পশুত্বের অগ্নিবাণে।
সমাজের দেয়ালে খসে খসে
ভীতিকর নির্জনতা
ত্রাস আর সংঘাতের মন্ত্রে।
হাহাকারে কাঁদে কবিতার বুক
আকাশ সেই লাশের আভরণ
ওখানেও দূষণের প্রলেপ
কবি জিম্মি, জিম্মি মানবতা।
কবিতার লাশ দাফন হবে!
পবিত্র সে জায়গা কোথায়?
কাস্তে,কুড়াল, বেয়নেটে ধরেছে মরিচা
লড়াকু শরীর হতাশাচ্ছন্ন,
কলমের জোরে চলছে না আর
তেজের বারুদে ক্ষীণতা।
কবি যুঝতে পারে না,
তাই কফিনে পঁচছে
বিদগ্ধ কবিতার শরীর।
তবে-----
কবিদেরও আছে তেজস্বী মন
বারুদ হতে জানে কবিতা,
অগ্নিবৃষ্টি ঝরাতে পারে কবি।
ঢেলে কেরোসিন, দেশলাইয়ের কাঠিতে
জ্বালিয়ে অমানুষ দের করতে পারে
ভস্মীভূত লেলিহান শিখায়।
তারপর গড়তে পারে এক পৃথিবী
বিদ্বেষ হীন,বিভেদ হীন,
বিবেকবান আর নিরেট মানুষদের -
নিয়ে হবে জঞ্জাল হীন পদযাত্রা।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২০

খায়রুল আহসান বলেছেন: বারুদ হতে জানে কবিতা- প্রয়োজনে তাই হোক!

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৩

নাসরীন খান বলেছেন: হুম তাই হওয়া উচিৎ।ধন্যবাদ।

২| ০৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:



জানি না, আপনার কবিতায় লাশ টাশ আসছে কেন? লাশ টাশ শব্দ থাকলে আমার ভালো লাগে না।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৬

নাসরীন খান বলেছেন: নুসরাত,তনুরাতো লাশই হয়েছিল।কবিতা হলে দোষ কি? তাদের বেদনায় হলই না হয়!

৩| ০৮ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৭

নাসরীন খান বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।

৪| ০৯ ই নভেম্বর, ২০২০ রাত ১:৩০

নেওয়াজ আলি বলেছেন: বেশ ভালো লাগলো

১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪৮

নাসরীন খান বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ ভাই।

৫| ১৭ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩১

ফয়সাল রকি বলেছেন: বড়োই তেজস্বী কবি মন আপনার!

১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১২

নাসরীন খান বলেছেন: হুম।মাঝে মাঝে তেজস্বী হতে হয় কবিদের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.