নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

ন্যায্য দাবি

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫


আমি দাবি নিয়ে এসেছি সকলের কাছে
অন্ন, বস্ত্র,বাসস্থান,শিক্ষা নিশ্চিতের।
রাস্তায় উলঙ্গ ছেলেটি আজো দাঁড়িয়ে কাঁদে
পলিথিনর ছাদের নীচে ঘুমোচ্ছে
হাজার প্রাণ!
ডুকরে উঠে তাদের ব্যাথাতুর হৃদয়।
অগ্নি বানে জর্জরিত বাল্য বধূরা
ভাষাহীন প্রতিবাদ চোখে,মুখে,
নিরক্ষর আব্দুল জমি খুইয়ে দিশে হারা
মাতবরের চালে বন্দী জীবনের চাকা।
শালিসহীন কাঁদে কত সখিনার মায়
যার মেয়েটিকে সদ্য পাচার করা হয়েছে।
করোনার করাল গ্রাসে নিভু নিভু হৃদযন্ত্র
এখুনি দমটা উড়াল দিবে খাঁচা ছেড়ে,
হাসপাতালের ভর্তিযুদ্ধে হেরে।
মানবাধিকার সকলের ন্যয্য দাবি
হতাশা,কান্না, অশিক্ষা, বস্ত্রহীনদের।
স্বাধীনতা! তুমি কার জন্য,কেন এসেছিলে?
রাস্তায় ফেস্টুন আর মিছিল দেখতে!
ডুকরে কাঁদছে কোটি মানব
মানবাধিকার সকলের ন্যায্য দাবি।।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতা এসেছিলো শেখ সাহবে, জেনারেল জিয়া, এরশাদ ও তাদের বউদের জন্য ও শেখ হাসিনার জন্য এসেছিলো।

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

নাসরীন খান বলেছেন: হুম।চিন্তার বিষয় গাঁজি ভাই।

২| ১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২০

রোকনুজ্জামান খান বলেছেন: মনের কথা গুলোই লিখেছেন। আমাদের মৌলিক চাহিদা গুলো নিশ্চিত না করে উল্টো বানিজ্য করা হচ্ছে। স্বাস্থ্য ক্ষেতে অনিময়ম, শিক্ষা ও সরকারি চাকরিতে ঘুষ বানিজ্য, আর বাসস্থান যারা হারিয়েছে তাদের স্থান রাস্তায়।

১০ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

নাসরীন খান বলেছেন: সত্যি দুঃখজনক। পরিবর্তন আসুক সেই কামনায় থাকি না হয়।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ভাবময় লেখনী ।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৪৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: দাবি না করে দাবি বাস্তবায়ন কি করে করা যায় সেই চিন্তা করতে হবে সকলকে।আর কত দাবি করবো।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫১

মাহিরাহি বলেছেন: বছরে পাচার এক লাখ কোটি টাকা

৬| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:০২

মুরাদ বেগ বলেছেন: মনের কথাগুলো বললেন।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭

রাজীব নুর বলেছেন: দরিদ্র দেশ। কিচ্ছু করার নেই।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৮

রামিসা রোজা বলেছেন:

আমাদের এই ন্যায্য দাবী মনে হয় পূরণ হওয়ার না ,
তারপরও আশা রাখি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.