নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

কালো আঙ্গুর [গল্প]

২৮ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:১১

কালো আঙ্গুর (গল্প)
নাসরীন খান
একদিন অনাড়ম্বর আয়োজনে শ্রাবণের আকদ এর অনুষ্ঠান হলো।অনাড়ম্বর বলছি সেজন্য কারণ খুব কাছের আত্মীয়-স্বজনদের নিয়ে হচ্ছে । ওর প্রেমিক আসিফ এর সাথে। তাদের প্রেমের বয়স প্রায় সাত বছর।আসিফের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পছন্দ নয় তাই সাদামাটা আয়োজন। শ্রাবণের দাদু নেত্রকোনা থেকে এসেছেন। উনার বংশের বড় নাতনির বিয়ে বলে কথা।শ্রাবণের হবু জামাই এর জন্য সে একটা আংটিও কিনেছেন।
আসিফ কে ওর দাদু আগে কখনো দেখেনি।আজই প্রথম দেখবে।ওর দাদু ওদের সম্পর্কের কথাও জানে না।উনি গ্রামের খুব সাধারণ একজন।তার কাছে প্রেম বিষয়টি খুব লজ্জার।
যাক যথাসময়ে বরপক্ষ এলেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে এবার পরিচয় পর্ব।দাদুকে আসিফের সাথে পরিচয় করে দেয়া হল।দাদুর সাথে কথা বলে আসিফ বাসর ঘরে প্রবেশ করল।ইতিমধ্যেই আসিফের বাড়ীর সকলে বিদায় নিলেন।
পাশের ঘরে বসেই শ্রাবণের দাদু মিষ্টিমুখ করছিলেন।শ্রাবণের রুম থেকে শুনা যাচ্ছিল সব কথা।শ্রাবণের বড় ফুফুর ছেলে দাদুকে জিজ্ঞেস করলেন
- নানু! জামাই কেমন দেখলা
- আর কইসনা! আমার নাতির কালা চুলডি ওর গায়ের উপর পরলে জামাইরে দেহাই যাইত না।আমার ছেরা এমন জামাই পছন্দ করছে আমার দুধের মতন নাতনিডার লাইগ্যা।বিয়ার শাড়ি ডা আনছে হেইডার পাইরডাও কালা, জামাইডার মতন।
শ্রাবণ আর আসিফ দুজনেই শুনতে পেল কথাগুলো। ওরা দুজনেই হাসছে।
পরদিন সকালে আসিফ বাইরে যাবে।শ্রাবণ তাকে গেইটে গিয়ে বিদায় দিয়ে রুমে ঢুকল।খানিকক্ষন পর আসিফ ফিরে আসল।হাতে একটা প্যাকেটে কিছু এনেছ।সাথে পান,সুপুরি ইত্যাদি।আসিফ শ্রাবণকে বল্ল প্যাকেটের জিনিসগুলো বের করো ধুয়ে আনতে।শ্রাবণ খাবার ঘরে ঢুকে ব্যাগ থেকে বের করে দেখল কালো আঙ্গুর রয়েছে।সেগুলো পরিষ্কার করে আসিফের কাছে আনল।আসিফ সেগুলো দাদি শ্বাশুড়ির কাছে নিয়ে গিয়ে বলল,
- দাদু,তোমার জন্য এগুলো এনেছি,খেয়ে বল কেমন লাগে?
দাদু কয়টা তুলে খেলেন।
আসিফ তাকে জিজ্ঞেস করল,
- দাদু,কেমন খেতে?
- অনেক মজা আছে ভাই।
তখন আসিফ বলল,দাদু কালো হলেই তা খারাপ হয় না।
দাদু রীতিমতো জিহ্বায় কামড় দিয়ে বলল,
- আল্লাগো! তুমি আমার কথা হুনছিলা কাইল।আমারে লজ্জা দিলা!
উপস্থিত সকলে হেসে উঠল।
শ্রাবণের দাদু এই ঘটনা এখনো মনে করে লজ্জা পায়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫০

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এটা মজার অভিজ্ঞতা হতে পারে, গল্প না।

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৩

নাসরীন খান বলেছেন: গল্প হলে সমস্যা আছে কি?

২| ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৯

নীল আকাশ বলেছেন: আকঁত না, নিকাহ না আকদ হবে।
আসিফ কি ঘর জামাই নাকি বিয়ের পর মেয়ের বাসায় বাসর ঘরে ঢুকেছে?
বেশ কিছু বাংলা বানান ভুল হয়েছে। গল্প লেখার সময় শুদ্ধ বানান ব্যবহার করুন।
লেখার মাঝে তাড়াহুড়া করবেন না। এক জায়গায় লিখলেন দাদু, আরেক জায়গায় দাদী শ্বাশুড়ি? ঘটনা কি?

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪০

নাসরীন খান বলেছেন: নেত্রকোনায় দাদু বলা হয় দাদীকেই।আকদ এর অনুষ্ঠানে [যদি বিয়ের অনুষ্ঠান হতে দেরী হয়]ছেলে মেয়ের বাড়ীতেই নরমালি থাকে তার মানে ঘরজামাই নয়।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: সুন্দর প্রচেষ্টা, কিছু জায়গায় সম্ভবত অনিচ্ছাকৃত ভুল হয়েছে তা ঠিক করে নিবেন।
যাইহোক, আমিও একজন কালো আঙুর :)

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

নাসরীন খান বলেছেন: কালো আঙ্গুরের জন্য শুভকামনা।আর বানানগুলো সঠিক করা যাচ্ছে না কারন নেত্রকোনা ঘ ঝ ঢ ঠ ভ এর উচ্চারণ ওরা লোকালি যাবলেন তাই লেখা হয়েছে এখানে

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: পড়ে ভালো লাগলো।
আপনার কি কোনো বই প্রকাশ হয়েছে?

৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

নাসরীন খান বলেছেন: কবিতার বই প্রকাশ হয়েছে রাজীব ভাই।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৩১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:৪৬

নাসরীন খান বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.