নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা অম্লান

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩০

তোর পাশের গভীর ক্ষত
যদি পারতাম সারাতাম তত।
ধৈর্যের সাথে বসবাস করে
এগুতে হবে আপ্রাণ লড়ে।
একদিন হবে বিজয়ের চিহ্ন
সকল না পাওয়া হোক ভিন্ন।
ভালো পথের নিশানা তোর
ডেকে আনুক আলোর ভোর।
হতাশা,ক্লেদ,দুঃখ,বেদনা,জরা
পুষিলে তবে! প্রাণ যায় মরা।
আকাশের বিশালতা অন্তরে
পোষে তারে মনের বন্দরে।
আঘাতের রেখায় হয়োনা মলিন
জাগাও আশা হোক কষ্ট বিলীন।
তোর জন্য থাকুক দোয়ার ভরসা
একলা না হোস কখনো সহসা।
শুরুটা সকলের এমনটাই হয় জেনো
তবে তার তরে দুঃখ কর কেনো?
আভরণ হোক সততায় শুভ্র
উঠুক ভালে বিজয়ের রুদ্র।
রাজমুকুট না ছড়ায় যদি দ্যুতি
জন্মুক সগৌরবে বাঁচার আকুতি।
তোর জন্য ভালবাসা রবে চিরকাল পাশে
ভারাক্রান্ত হৃদয় মুক্তির দোয়ারে যেন হাসে।।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২১

খায়রুল আহসান বলেছেন: আশা ও ভালবাসার কবিতা ভাল লেগেছে। + +

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪১

নাসরীন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২৫

রাজীব নুর বলেছেন: সুন্দর। ভাষা সুন্দর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪২

নাসরীন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৯

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আশাবাদী কবিতা। ভালো লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৩

নাসরীন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪০

মেহেদি_হাসান. বলেছেন: অসাধারণ!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৩

নাসরীন খান বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: সবার মন্তব্যে একই কথা "অনেক ধন্যবাদ" কপি-পেস্ট করে না বলে পৃথক কিছু কথা যোগ করলে সেটা আরও বেশি আন্তরিক হিসেবে গণ্য হতো, শোভনও হতো। আশাকরি, এর পরে প্রতিমন্তব্যের সময় বিষয়টি ভেবে দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.