নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা

০১ লা মার্চ, ২০২১ রাত ১২:৩৫

সামরিক শক্তিতে পরাজিত তুমি
আজ শুধবে তোমার ক্ষত
লক্ষ জনতার হাহাকারের ঢল
ধ্বণিত মিয়ানমার।
শয়তানের বন্দনা আর অহমিকার
তাবেদার ছিলে শয়তানী বলয়ে।
ঘুচবে এখন তোমার শক্তিবল,
জনতা পারেনি রুখতে গুনাহ
বেশামাল করেছ বসুন্ধরা।
সুচি তুমি শুননি বেগুনাহের আর্তনাদ,
কোলের শিশুটিকেও পুড়িয়েছ
ধর্ষিত করেছ পৃথিবীর বুক।
দেখেছ অন্তর চক্ষুর আগল দিয়ে
অনুভূত হয়নি বিবেকে দরজায়
লক্ষ আর্তনাদেও।
আজ এসেছে সময়,প্রায়শ্চিত্ত কর
জনতা পারেনি কিন্তু
সামরিক শক্তিতে আজ পরাজিত তুমি।
ভাবনি একদিন কাঠগড়ায় উঠবে।
পর্যুদস্ত হওয়ার আগে
ভাবনায় আসেনি বড় কঠিন
হিসেবের স্থান,
একটি মৃত্যুরও দিতে হবে জবাব।
তোমার নিপীড়নে হয়েছিল স্বদেশী উৎখাত
নাফ নদী হয়েছিল লাশের সাক্ষী
সাক্ষী আমার শিরোনামহীন এই কবিতা।
আমরা তাঁদের ভাই- বোন
কোটি জনতার দাবী আজ
মৃত্যুদন্ড চাই তোমার।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ১:০৯

মেহেদি_হাসান. বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৪

নাসরীন খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

২| ০১ লা মার্চ, ২০২১ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১৫

নাসরীন খান বলেছেন: রাজীব ভাই, অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.