নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাসরীন খান

নাসরীন খান

প্রত্যেক সৃষ্টিরই আলাদা সৌন্দর্য রয়েছে।প্রয়োজন সৃজনশীল মন।

নাসরীন খান › বিস্তারিত পোস্টঃ

গ্রাম্য ষোড়শী

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৭

#গ্রাম্য_ষোড়শী
#নাসরীন_খান
০৮/০৯/২০২১

আজ তোমার চোখে যেন
কোন মায়াবী স্বপন,
আধো হাসির হিল্লোল মনে
প্রেমের বীজ বপন।

বেল বেট পাড়ের শাড়ি
অঙ্গের শোভা বাড়ে,
পূবালী বাতাস খেলে যায়
চুলে নয়ন কাড়ে।

আকাশ যেন মায়াবী আলোয়
বিকেল করছে রঙিন,
তার ছায়ায় রূপে ঢেলেছে
হলদে আভা অমলিন।

জংলী ফুলে জড়িয়ে খোপা
লাগছে যেন অপ্সরা,
কলসি কাখে জল ভরিতে
ঘাটে চলেছো ত্বরা।

রেশমি চুড়ি ঝনঝন বাজে
কানে লাউয়ের ফুল,
কোমড়ে শোভিত বকুল ফুলের
বিছার বাহারি দোল।

এই! তুমি কি সেই ষোড়শী
আঁকতাম যার ছবি,
তুলির আঁচড়ে খোঁজতাম যাকে
মিলেছে কেমনে সবি!!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৮

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: আপনার নামটা বাংলা সিনেমার এভারগ্রিন যুগের কুটনি নাসরিনের সাথে মিলে গেল।

কবিতা লিখেন তো ভালই।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৩২

নাসরীন খান বলেছেন: মানে কি?

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: বাহ, ছড়ার ছন্দে ভালোই তো এঁকেছেন ষোড়শী গ্রাম্যবালার ছবি! + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.