নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নিরাপদ ব্লগার! ভাবতে ভালই লাগছে!

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

ফালতু মিয়া

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিবাগী;- পথে পথে আমি ফিরি তার লাগি; দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হয়েছে মোর; আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর, আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি, যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি; সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান; কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,- আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল-মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখি, তারি মুখখানি, কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। পল্লী কবি জসিম উদ্দিনের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার প্রোফাইল বৃত্তান্ত শেষ করলাম

ফালতু মিয়া › বিস্তারিত পোস্টঃ

ডাইলখোরদের জন্য সুসংবাদঃ আর চোরাই পথে নয়, এখন ডাইল আসবে বন্দর দিয়ে;)

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৪

সক্কাল বেলা আমি ডাইল খোরদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি। আর ভাবনা নয়। বিডিআর, র‌্যাব পুলিশের জন্য যারা নিয়মিত ডাইলের দেখা পেতেন না, তারা এখন নিশ্চিন্তে থাকেন। ভারতের সাথে বাংলাদেশের দুটি সমুদ্র বন্দর ব্যবহারের জন্য চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে সীমান্ত পথ দিয়ে ডাইল আমদানীর সব ধরণের সংকট কেটে গেল। এখন থেকে সমুদ্র পথ দিয়েই ডাইল আসতে পারবে। :Pআশা করা যায় একই সাথে সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের মতো ডাইলের দামও কমে যাবে। :Dএতে জন জীবনে স্বস্তি নেমে আসবে। :((ডাইলের জন্য আপনাকে বেশী পয়সা গুণতে হবে না। হাতের কাছে সহজেই পেয়ে যাবেন মেইড ইন ভারত ডাইল। /:)



আরেকটি সুসংবাদ হলো মাননীয় প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার জন্য ইন্দিরা গান্ধি শান্তি পুরস্কার পেয়েছেন। পত্রিকায় দেখলাম লিখেছে, পুরস্কার পেয়ে তিনি নাকি খুবই আবেগাপ্লুত হয়েছেন। আমরা যারা ডাইলখোর তারাও আনন্দে আত্নহারা হয়ে গেছি। দীর্ঘিদিনের ডাইল সমস্যা সমাধানের জন্য দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নিয়ে তিনি দুটি সমুদ্র বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছেন। শান্তি পুরস্কারের চেয়ে এই চুক্তির জন্য আমরা বেশী খুশী হয়েছি। জয় শেখ হাসিনা, জয় শান্তি পুরস্কার।

মন্তব্য ৬২ টি রেটিং +২৫/-১১

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:২৭

ইমন সরওয়ার বলেছেন: ডাইল খাইয়ে জাতিরে ভাসিয়ে দিন। মাতাল সব মাতাল, রাষ্ট্র মাতাল, মন্ত্রী এমপিরা তো আছেই। তাহলে একটু ডাইল খইলে তেমন মাতাল হয় না কেউ।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩২

ফালতু মিয়া বলেছেন: সবার উপরে ডাইল সত্য তাহার উপরে নাই, সেই ডাইল পাইতে আর কোন সমস্যা নাই।

২| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩২

নুভান বলেছেন: চায়না আর বেনিয়া ব্রিটিশের আফিম যুদ্ধের কথা মনে আছে?

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩৫

ফালতু মিয়া বলেছেন: নারে ভাই, সেসব মনে করতে চাই না। ডাইল সহজ পথে আসতেছে এতেই আমি খুশী।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫১

রাজর্ষী বলেছেন: ডাইল, চকলেট , সিগারেট, ঝিম...। গলামলা শুকায়া গেলো।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৩

ফালতু মিয়া বলেছেন: গলা শুকাইবো ক্যা? ডাইলে গলা ভিজানোর সুবন্দোবস্ত হইতাসে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৩

সাপিয়েন্স বলেছেন: ফেনসেডিল ব্যবহার সংক্রান্ত অভিযোগ একদা ঘনিষ্ঠ অনুচর মতিউর রহমান রেন্টুর 'আমার ফাঁসী চাই' বইয়ে বহু আগে পড়েছিলাম। বইটা নিষিদ্ধ করা হয়েছিল প্রথম আওয়ামী আমলে। তবে সেই বইয়ের কিছু তথ্য অসত্য ছিল বলে আমি নিজেই জানি। অনেক রাজনীতিবিদই চাপের সময় একটু-আধটু মাদকের সাহায্য নেন বলে জানা যায়।

জাফ্লং সীমান্তে গিয়ে দেখলাম কয়লার পাশাপাশি ডাইল আনার ব্যবসা বেশ জমে উঠেছে। ওপারে অসংখ্য খুপড়িতে আদান-প্রদান।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৭

ফালতু মিয়া বলেছেন: হাজার হাজার বোতল নেতানেত্রীরা সেবন করেন তা মানি না। আমজনতা এসব না খাইলে এত দাম কেন এসবের? এবার আশা করি একটা সংকট দুর হলো।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৭

ইমন সরওয়ার বলেছেন: সমস্যা আছে, ছাত্রজীবনে হোস্টেলে প্রচুর ডাইল খাইছি। তা কেবল রঙই ছিল। এখন সোনার ছেলেরা ঘনডাইল খাইবো।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৯

ফালতু মিয়া বলেছেন: ছাত্র জীবনের ডাইল ভুলে যান, এখন খাবেন মেইড ইন ভারত ডাইল।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৯

ইমন সরওয়ার বলেছেন: আরেকটি কথা। এই পুরস্কার রাজাকার কারজাইও পেয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:০০

ফালতু মিয়া বলেছেন: আফগান পেরসিডিন্ট? কন কি? তা তো জানতাম না:( :(

৭| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:০৩

বিডি আইডল বলেছেন: B-)

নিউইয়র্ক সিটি পুলিশের ট্রাফিক এজেন্ট দেওয়ান হাফেজ কায়সারকে ‘ডাইল’ (ফেনসিডিল- ইন্টারনেটে অর্ডার দিয়ে নিউইয়র্কে আনা হয়) বিক্রির অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে হাজতে নেয়া হয়েছে। ৮ জানুয়ারি কুইন্সের পুলিশ তাকে গ্রেফতার করেছে। এর আগেই তিনি বিষয়টি আঁচ করতে পেলে ট্রাফিক এজেন্টের চাকরিতে ইস্তফা দেন বলে সংশি্নষ্ট সূত্রে বার্তা সংস্থা এনা জানতে পেরেছে। যশোর অঞ্চলের ইমিগ্র্যান্ট এবং জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডে বসবাসরত দেওয়ান কায়সার দীর্ঘদিন থেকেই সংঘবদ্ধ একটি মাদক ব্যবসায়ী (ডাইল) চক্রের সাথে জড়িত বলে কম্যুনিটিকে কানাঘুষা চলছিল। কয়েক সপ্তাহ আগে উত্তর আমেরিকায় সর্বাধিক প্রচারিত ঠিকানা পত্রিকায় সর্বপ্রথম অনুসন্ধানী এক প্রতিবেদনে নিউইয়র্কের বখাটে তরুণ-তরুণীদের উচ্ছ্বন্নে যাবার সাথে ডাইল ব্যবসার জমজমাট পরিস্থিতির তথ্য উলে্নখ করা হয়। এক বোতল ফেনিসিডিলের সাথে ঘুমের বড়ি এবং পানি মিশিয়ে কয়েকটি বোতলে ভরে প্রতিটি ৩০ ডলার করে বিক্রির তথ্যও প্রকাশিত হয়েছিল ঐ সংবাদে। কিন্তু সিটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কর্মরত বাংলাদেশীও যে এই চক্রের সাথে জড়িত তা কেউ কল্পনাও করতে পারেনি। দেওয়ান কায়সারের গ্রেফতারের পর কম্যুনিটি বিস্ময়ে হতবাক হয়েছে। এরফলে মূলধারায় কম্যুনিটির ইমেজ আরেক দফা প্রশ্নবিদ্ধ হলো। হাসান আশকারীর মহানুভবতার ফলে আমেরিকা তথা গোটা বিশ্বে যখন বাংলাদেশীদের প্রশংসা উচ্চারিত হচ্ছে ঠিক তেমনি সময়ে দেওয়ান কায়সারের এহেন আচরণে কম্যুনিটি ক্ষুব্ধ। দেওয়ান কায়সারের সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে কম্যুনিটিতে। কেননা এরা শুধু ইমেজ বিপন্নকারী নয়, নানা কারণে হতাশাগ্রস্ত লোকজনকে অকাল মৃত্যুর পথেও ঠেলে দিচ্ছে অবৈধ ব্যবসার মাধ্যমে। জানা যায়, গত কয়েক বছরে নিউইয়র্ক পুলিশে ট্রাফিক এজেন্ট হিসেবে কয়েক শত বাংলাদেশী যোগদান করেছেন। পেশাগতভাবে তাদের সুনামও ছড়িয়ে পড়েছে।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৪

ফালতু মিয়া বলেছেন: ধন্যবাদ তথ্যগুলো শেয়ার করার জন্য। আমরা বাঙ্গালীরা পারি না এমন কাজ নেই। আমার আগের পোষ্টে এই বিষয়েই লিখেছি।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:১২

বাঙ্গাল বলেছেন: আজকের ফেইসবুক স্ট্যাটাসঃ একরাতের ট্রানজিটঃ বাংলাদেশের ভিতরে ভারত!

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৭

ফালতু মিয়া বলেছেন: যাই বলুন, এখন আধুনিক কালে কোন দেশ দখল করার দরকার নেই। তাদের আধিপত্য বিস্তার করার জন্য এক অর্থনীতিই যথেষ্ট। ভারতের বেলায় তো সকল রাস্তাই খোলা।

অভাগা দেশটার জন্য মনটা গুমরে কেঁদে উঠে।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: খবর শোনার পর থেকেই চা'এ চিনি কম কম লাগে। :) :)

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৮

ফালতু মিয়া বলেছেন: :(( :((

১০| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৮

লালসালু বলেছেন: B-) :D :)

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৯

ফালতু মিয়া বলেছেন: আপ্নেও আমার মতো ডাইলখোর নাকি? এতো খুশী যে:(

১১| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৯

হতবুদ্ধি বলেছেন: ভাই, বিড়ির কোন খবর আছেনি???

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩১

ফালতু মিয়া বলেছেন: পাতার বিড়ি? সমস্যা নাই, হেইডাও পাইবেন।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৩

ধীবর বলেছেন: আয় হায়... কন কি? দুর মিয়া, এত সুখের খবর এত্ত লেটে দিলেন? আহা... জয় হাসিনা, জয় সোনিয়া আম্মা, জয় সিং মামা, জয় প্রনব দাদা... জয় জয়, জয় ভারত মাতা।

লুটিবো ডাইল সেবিবো সুখে।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭

ফালতু মিয়া বলেছেন: ঘুমাইয়া ছিলাম ভালই ছিলাম, জাইগা দেখি ডাইল নাই :(( :((

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৮

সামিউর বলেছেন: ইমন সরওয়ার বলেছেন: ডাইল খাইয়ে জাতিরে ভাসিয়ে দিন। মাতাল সব মাতাল, রাষ্ট্র মাতাল, মন্ত্রী এমপিরা তো আছেই। তাহলে একটু ডাইল খইলে তেমন মাতাল হয় না কেউ।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭

ফালতু মিয়া বলেছেন: :((

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৪

এস এইচ খান বলেছেন: যে ভাদা, ভাকুগুলা মাইনাস দিল ওরা মনে হয় ডাইল একটু বেশী খাইছে, কি বলেন?। ভাইজান, বি ডি আর তো এমনিতে শেষ করা হয়নি। ডাইরেক্ট ঢোকার জন্যইতো এ ম্যাসাকার। গতকাল সীমান্ডে একজন গরু ব্যবসায়ীকে হত্যা করা হল, অথচ মূর্খমন্ত্রী এখন দাদাগো দেশে হানিমুনে আছে।

এটা রিভার্স গেম, আউয়ামীরা সব সময় বলে বেরায়, হেন্দুস্তান অনেক বড় দেশ, শক্তিশালী দেশ, ওরা মুতে দিলে আমরা বংগপসাগরে ভেসে যাব অতএব মুখ কামড়ে থাক (?) ডাইল, ইন্ডিয়ান মাইয়া, ইন্ডিয়ান টিভি, ইন্ডিয়ান মাল, ভাদা, ভাকু, ইন্ডিয়ান পয়সায় চলা পত্রিকা, হেন্দু¯তানের খুদ কুড়া খাওয়া বুড়া গুড়া সুশীল (ভাল নাপিত), ব্যবসায়ী, রাজনীতিবিধ, সীমান্তে হত্যাকান্ড, বেরুবাড়ী, আংগারপোতা, তালপট্রি, বিশেষ চেতনাধারী, ফারাক্কা, টিপাইমুখ। এসব মিলিয়ে যখন চরম ভাবে লেজে গোবরে অব¯হা হবে তখন ভাদা ভাকুররা বলবে, কি আর করা, চল এত ঝামেলা পোহানোর চেয়ে বরং ২৪নং প্রদেশের ঘোষণা দেই, মূখ্যমন্ত্রীর আসনটাসহ।


চলেন শ্লোগান তুলি,
রাজাকার নিপাত যাক, মাগার ভাদা ভাকুতে দেশ ভরে যাক।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫৮

ফালতু মিয়া বলেছেন: ডাইলে দেশ ভরে যাক।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৮

ফিরোজ-২ বলেছেন: চলেন শ্লোগান তুলি,
রাজাকার নিপাত যাক, মাগার ভাদা ভাকুতে দেশ ভরে যাক।

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৩

ফালতু মিয়া বলেছেন: ডাইলে দেশ ভরে যাক।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:১০

অলস ছেলে বলেছেন: ডাইল খাইয়া টাইল হৈতে মঞ্চায়

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৪

ফালতু মিয়া বলেছেন: টাইল হৈতে আর কি বাকি আছে!

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৩

হেমায়েতপুরী বলেছেন: ধুর ডাইল খাওন লাগবো ক্যান। সিডুইফিড্রিন আর ডেক্সটোমেথরফেন সিরাপের লগে কুন একটা বারবিচুরেট বা বেনজোডায়াজেপিন গ্রুপের ট্যাবলেট ঘুটা দিয়া খাইলেই হয়। দাম পড়বো সব মিলাইয়া ৫০ টেকার নিচে /:) /:) :-< |-)

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৫

ফালতু মিয়া বলেছেন: ফেন্সী যে আরও কমে পাইবেন :P :P

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৭

েহলাল খান বলেছেন: হতবুদ্ধি বলেছেন: ভাই, বিড়ির কোন খবর আছেনি???

হা হা হা

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৭

ফালতু মিয়া বলেছেন: হতবুদ্ধির মাতাটা গেছে গা , এই দিনে কেউ বিড়ি টানে?

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০১

হামানিদস্তা বলেছেন: B-) B-) B-)

১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৮

ফালতু মিয়া বলেছেন: =p~ =p~

২০| ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১১

রেজা শাহ্‌ বলেছেন: ভাই,ডাইল আসব বুঝলাম ।অফকফ,ফেনারগন, তুসকা কবে আসবো।?

১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২২

ফালতু মিয়া বলেছেন: তুসকায় নেশা হয় না। নেশার জন্য চাই ডাইল..

২১| ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৬

আমাজোন বলেছেন: জয় জাতির আপা, জয় জাতির ভাগিনা, জয় ভাদা, জয় ভাকু.........................আজ সকালে শরীর চর্চা কেন্দ্রে ব্যায়াম করতে গিয়ে দেখি শেখ মুজিবের এক বিশাল ছবি টাঙ্গানো আছে। চিন্তা করছি কোন দিন আবার সরকারী নোটিশ জারী হবে প্রতিটি নাগরিকের বেডরুমে, রান্নাঘরে, টয়লেটে, ড্রইংরুমে, বাথরুমে শেখ মুজিবের ছবি টাঙ্গানো লাগবে। দশ টাকা কেজি চাল পাওয়া না গেলে কি হবে। যেহেতু এখন ডাইল আসবে বন্দর দিয়ে তাই অবশ্যই ডাইল (ফেন্সি ডাইল) পাওয়া যাবে দশ টাকা করে রাস্তায় রাস্তায়............

১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

ফালতু মিয়া বলেছেন: জয় বাংলা।

২২| ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৯

একজন আমি বলেছেন: ধীবর বলেছেন: আয় হায়... কন কি? দুর মিয়া, এত সুখের খবর এত্ত লেটে দিলেন? আহা... জয় হাসিনা, জয় সোনিয়া আম্মা, জয় সিং মামা, জয় প্রনব দাদা... জয় জয়, জয় ভারত মাতা।

লুটিবো ডাইল সেবিবো সুখে।

১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০২

ফালতু মিয়া বলেছেন: লুটিবো ডাইল সেবিবো সুখে- হা... হা... হা

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৬

ফ্লাইওভার বলেছেন: আমিও খুশি হইলাম

১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৩

ফালতু মিয়া বলেছেন: আপ্নেও আমার মতো ডাইল মারেন নাকি?

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৫

আরিফুর রহমান বলেছেন: এজতেমায় হুজুর গুলাও কি বন্দর দিয়া আমদানী হইবো? ;)

১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৮

ফালতু মিয়া বলেছেন: সেইডা তোমার ভাল জানা থাকার কতা।

২৫| ১৩ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

মিআমি বলেছেন:
ও, ভাই এ...........রা ।
এ ডাউল টা কি?

তয় একটা সত্য কতা কই ! কমো...

আমার এক বন্ধু বিদেশ থেকে আমাকে তার বোন মালিবাগ সিএনবি গোডাউন সেখানে কয়টা বাসা আছে, সেখানে যেতে বলে । আমি ওখানে পৌচ্ছে রাস্তাই এক মুদি দোকানে জিজ্ঞাসা করলে , সে বলে সোজা চলে যান, সোজা গিয়ে আমি দেখতে পাই মস্তবড় এক গেট এবং তা বন্ধ । ফিরে এসে আবার জিজ্ঞাসা করলে সে বলে ওখানেই তো বাসা । আবার যাই , কিন্তু বাসা আর দেখতে পাচ্ছিনা । সামনে মানে বামে একটা গলির মত দেখা যাচ্ছে । আবার ফিরে আসি, তখন সে আমাকে একটা ছেলের সাথে এবারে পাঠায়, তার সাথে আমি চলছি গেট পর্যন্ত যাবার পর সে বামের গলি দিয়ে সামনে এগুতে থাকে , তারপর একটু আগে বাড়তে দেখতে পাই ছোট ছোট অনেক ঘর , সে খানে সব বয়সের লোকেরা কি জানি করছে ? তা আমি একটু দেখে কয় কিলো মিটার বে গে দৌড় যে দিয়েছিলাম আল্লায় জানে । পড়ে আবার দোকানে এসে তাকে বলি ভাই আপনি কোথায় আমাকে পাঠাইয়াছিলেন ? তখন সে বলে আমাকে বলে ক্যান আপনি ডাল খ্যাতে আসেন নাই ? আমি বলি অ্যা....... ডা ল... :-P :-P

১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৯

ফালতু মিয়া বলেছেন: যাক, তাও ভাল যে ডাল খেতে হয়নি।

কানে কানে বলি- রাজশাহীতে কিন্তু ডাইল খুব সহজ প্রাপ্য। রা.বির মন্নুজান হলের পিছনের রাস্তা দিয়ে যাচ্ছিলাম একদিন দেখি প্রচুর বোতল স্তুপাকারে পরে আছে। আমাদের হলের বাথরুমেও পাওয়া যেত, তবে সেগুলো ছিল খালি বোতল। :(( :((

২৬| ১৩ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:২৭

বিপ্লবের_অপেক্ষায় বলেছেন: এরপর থেকে ঘরে ঘরে শুধু ডাইল পাওয়া যাবে।

১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১১

ফালতু মিয়া বলেছেন: :P :P

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৪৬

রাজর্ষী বলেছেন: দেওয়ান হাফেজ কায়সার কুলাংগারকে ক্রসফায়ার করে দেওয়া উচিৎ।

১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৬

ফালতু মিয়া বলেছেন: বিদেশে কি ক্রসফায়ার আছে? থাকার কথা না।

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৭

মোসাজস বলেছেন: দেশ গোল্লায় যাক ডাইলের ব্যাবস্হা হলেই হয়।

১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৩

ফালতু মিয়া বলেছেন: :P :P

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২০

ফয়সালরকস বলেছেন:
হুইনাই গলামলা শুখাইয়া আসতেছে! নিশ্চয়ই পেট বোতলে পাওয়া যাইবো! ইশশশশ!

কতদিন ডাইল খাইনা...ছোট থাকতে সেই ১৯৮১ সালে ডাইল খাইছিলাম। দাম ছিল ৭.৫০টাকা। বাপের কাছে একবার চটকানা খাইছিলাম... ভুলক্রমে বোতল ভাইঙ্গা ফালাইছিলাম। এতটাকা দাম দিয়া কেনা বোতল আমি ভাংছিলাম!!!!

অহন দাম কত হইতে পারে???
(এত মাইনাস আইলো ক্যান?)

১৪ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪২

ফালতু মিয়া বলেছেন: মাইনাস দিলেন তাই আইলো! এইডা ব্যাপার না। আমি তো আশা করতাছি ১০টাকার বেশী হইব না।

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৫

ফ্লাইওভার বলেছেন: এ বানদন যাবে না চিরে

১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৭

ফালতু মিয়া বলেছেন: হায় পিরীতি বিষমও পিরীতি খাইলো জাত কুল মান।

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

শাহনাজ খান বলেছেন: ডাল নিয়ে আর কোনো সমস্যাই থাকবেনা।

১৮ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৬

ফালতু মিয়া বলেছেন: ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.