নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

আমরা এবং আমাদের নৈতিকতা

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭

সনামধন্য একটা প্রেসে চাকুরি করে সেলিম সাহেব। আর কিছু পারুক না পারুক প্রত্যেক বছর আশে পাশের স্কুল পরীক্ষার প্রশ্ন আউট করতে ভুল করেন না তিনি।এ কারনে ৮০০০ টাকা বেতন পেয়ে ও বাড়ি গাড়ি কোন কিছুর অভাব নেই তার। এইত গত বছর একটা ফ্ল্যাট কিনলেন ( অবশ্য কিছু টাকা বাকি আছে)। তবে ব্যপার না। এ বছর একটা পাবলিক পরীক্ষা এলেই ওটা পরিশোধ হয়ে যাবে। কিন্তু ব্যপার হল, এবছর টাকার পরিমান দ্বিগুন দিতে চেয়ে ও সেলিম সাহেবের কাছে থেকে ৫ম শ্রেনীর পরীক্ষার প্রশ্ন পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, কেউ যেন PSC এর প্রশ্ন ফাস না করতে পারে এজন্য তিনি ৩ সদস্যের একটা কমিটি ও গঠন করেছেন। অথচ তার অর্ধেক দিলেই তার কাছে থেকেই মিলছে JSC পরীক্ষার প্রশ্ন!! খোজ নিয়ে জানা গেল, এবার তার মাত্র ছেলে PSC পরীক্ষায় অংশ নিচ্ছে। তাই এত কঠোরতা!! উপরের চরিত্র টা পুরোই কাল্পনিক।।



--- গত ২৩ নভেম্বর কুয়েট এডমিশনের দিন আমাদের স্টলে আসা এক ছাত্রী কে পরীক্ষা সম্পর্কিত কিছু টিপস বলছিলাম।হটাৎ করে পাশে আর একজন অভিভাবক আর ছাত্র আসার সাথেই এই ছাত্রীর অভিভাবক তাদের এমনভাবে হাত দিয়ে সরিয়ে দিলেন,মনে হল তার সম্পতি তে ভাগ বসাতে এসেছে তারা। পরে উনি তাদের কে কাছে ভিড়তেই দিলেন না!



---যে বয়সের ছেলে মেয়ের খেলার ছলে PSC পরীক্ষা দেওয়ার কথা । কিছু অসাধু এতগুলো ছোট ছোট বাচ্চা দের জীবন নিয়ে খেলে PSC এর প্রশ্ন আউট করছে । যদি সেখানে তাদের সন্তানরা পরীক্ষা দিত তখন দেখা যেত প্রশ্ন ফাস রোধে তারাই একটা কমিটি খুলে বসে আছে। নিজের সন্তান বলে কথা। জীবনের প্রথম পাবলিক পরীক্ষাতেই যখন এই বাচ্চাদের শেখানো হচ্ছে “প্রশ্ন আউট কোন ব্যপার না”। তাহলে অন্যান্য পাবলিক পরীক্ষাতে এই ছাত্রছাত্রী রা আর কতটুকুই পড়বে নিজ মনে?? কারন তারা তো সেই ছোট বেলা থেকেই জানে প্রশ্ন পাওয়া তো ব্যপার না। তাহলে আর পড়াশুনা করে কি হবে???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.