![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।
ছোট বেলায় দেখতাম কারোর বয়স অনেক বেশি হয়ে গেলে বা খুব বেশি অসুস্থ হয়ে পরলে বাসায় হুজুর ডেকে এনে তওবা পড়ানো হত। সেই লোকটা কিছুদিন পর মারা গেলে ভাবতাম, কাওকে তওবা পড়ালেই অথবা সবার কাছে থেকে নিজের ভুল ত্রুটি ক্ষমা অর্থাৎ শেষ বিদায় নিলেইসে মারা যায়!! বড় হয়ে বুঝতে পারলাম , শেষ বিদায় বা সবার থেকে বিদায় নেওয়া মানেই মরে যাওয়া নয় বরং মানুষের কাছে থেকেজীবনের সকল ভুলের ক্ষমা নেওয়ার একটা অসিলা মাত্র।
এখন আর শুধু বৃদ্ধ মানুষ কে নয়। শিশু হতে যুবক সবাইকে বাড়ি থেকে বের হওয়ার সময় তওবা পড়ে পরিবারের সবার কাছে থেকে শেষ বিদায় নিয়ে বের হতে হয়।বাড়ি থেকে বের হওয়ার সময় প্রার্থনা করে একটি স্বাভাবিক মৃত্যুর আর সুষ্ঠুভাবে বাড়ি ফিরে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানায় অক্ষত অবস্থায় বাড়ি ফেরার জন্য। অবশ্য এতে একটা পজিটিভ দিক সৃষ্টি হয়েছে, তা হল- আগে মানুষ সুষ্ঠুভাবে বাড়ি ফিরে ও আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলে যেত, এখন অবশ্য এ ভুল কেউ করে না!! :v
-- একটি দিন বাইরে কাটিয়ে অক্ষত অবস্থায় ফেরা আর কেয়ামতের একটা দিন কাটানো এখন সমান অবস্থা প্রায় ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
জনাব মাহাবুব বলেছেন: এখন আমাদের জীবনের কোন নিরাপত্তা নেই।
ভালো লিখেছেন।++++++++++++++++