নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাভিদ আরমান শিফাত

-----

নাভিদ আরমান শিফাত

Loading ... ╔════════════════╗ ║█████████████99% ║ ╚════════════════╝ নিজের সম্পর্কে ঢাক ঢোল পেটানো উচিৎ না।যদি এখানে আমি নিজের সম্পর্কে কিছু বলতে যাই,তাহলে হয়তোবা শুধু আমার ভাল দিক গুলোই বেশি বলে ফেলব।কারন মানুষ স্বভাবতই নিজের প্রশংসা শুনতে ভালবাসে। তাই নিজের সম্পর্কে কিছুই বলতে যাব না। আমার বলা ''আমি'' আর বাস্তবের ''আমি'' এক না ও হতে পারে। প্রতিটা মানুষ চেতন বা অবচেতন মনে নিজেকে সবচেয়ে '' ঠিক '' ভাবতে ভালবাসে।তাছাড়া নিজের ভুল,অপরাধ বা দোষ নিজের চোখে খুব কম ই পড়ে। তাই নিজেকে নিয়ে কিছু বলতে চাইনা। আমার সাথে যারা মিশবে তারা আপনা আপনি আমাকে জানতে পারবে, আমার নিজের থেকে ও ভাল বলতে পারবে আমার সম্পর্কে।

নাভিদ আরমান শিফাত › বিস্তারিত পোস্টঃ

নববর্ষ ফ্যাক্ট ।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

নিচের উদ্দীপক ভালো ভাবে পড় এবং প্রশ্নের উত্তর দাও...
...
মফিজ একজন মধ্যবিত্ত সরকারি চাকুরীজীবী...ছেলেমেয়ে নববর্ষ উপলক্ষে ইলিশ খাওয়ার বায়না ধরল... বাচ্চাদের বায়না রাখতে স্ত্রী তার জমানো কিছু টাকা (১০,০০০/- টাকা) মফিজ সাহেবকে দিলেন।... মফিজ সাহেব নিজের জমানো ১৫০০০/- টাকা যোগ করে মোট ২৫ হাজার টাকা নিয়ে বাজারে গেলেন ইলিশ কিনতে... বাজারে অনেক ঘোরাঘুরির পর এত অল্প দামে এক কেজি ইলিশ মাছ না পেয়ে, গান গাইতে গাইতে মফিজ সাহেব একটা আস্ত গরু কিনে বাসায় ফিরলেন...
...
ক) “পহেলা বৈশাখ” কাকে বলে?

উঃ যেদিনটিতে লক্ষ লক্ষ ইলিশের প্রান বিষর্জন যায়।
...
খ) “ইলিশ মাছ” কাকে বলে?

উঃ যে মাছ বাজারের চেয়ে টিভিতে বেশি দেখা যায়, যা “পাচার” করে প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জন করা যায় এবং যা বড়লোকদের স্বপ্ন এবং গরীবদের দূঃর্স্বপ্ন, তাকেই ইলিশ মাছ বলে।
...
গ) "এক প্লেট, এক ইলিশ"-- প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের করনীয় কি?

উঃ প্রতি বছর নববর্ষের আগে বিনা সুদে দীর্ঘ মেয়াদী “ইলিশ লোন” চালু করা... এবং সে টাকার ইন্টারেষ্ট স্বরূপ একটা করে জাটকা ইলিশ নদীতে ছাড়া।।
...
ঘ) ইলিশ কিনতে না পেরে মফিজ সাহেব কোন গান গাইতে শুরু করেছিলেন?

উঃ “আমায় ভাসাইলি রে , আমায় ডোবাইলি রে... ইলিশের না পাইয়া আমি, গরু পাইরে...”
...
ঙ) কিভাবে নববর্ষের সময় ইলিশের চাপ কমানো যায়?

উঃ ইলিশের ঘ্রান সমৃদ্ধ সেন্ট, পারফিউম, বডি স্প্রে চালু করে... যাদের অন্য মাছ কেনার সামর্থ আছে, তারা সেই মাছের উপর আতর মেরে ইলিশ বলে চালিয়ে দিতে পারেন... আর অন্য মাছ কেনার সামর্থ্য না থাকলে ও সমস্যা নাই, বডি স্প্রে শরীরে এবং ডান হাতে মেরে বের বুক ফুলে হন... ইলিশের তীব্র ঘ্রানে দেখবেন রাস্তায় বারবার ইলিশের দাম জিজ্ঞাসা করছে...
...
অবশেষে পরীক্ষা হল থেকে বেরিয়ে ছাত্র পড়াশুনা বাদ দেওয়ার সীদ্ধান্ত নিল নিলো এবং ইলিশের বিজনেস শুরু করল...

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯

গেম চেঞ্জার বলেছেন: সৃজনশীল হইছে। খারাপ লাগে নি। শেষের লাইনটা না দিলেও হতো।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩

নাভিদ আরমান শিফাত বলেছেন: ধন্যবাদ :)

২| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
হেহেহ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.