নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়ন কিংবা আসিফ

যতদিন যাচ্ছে নিজের কাছে নিজে ততই অচেনা হচ্ছি | মনটারে কোনো ভাবেই পোষ মানাতে পারছি না ,তল খুঁজে পাচ্ছি না | তাই আপনাদেরও কিছু জানাতে পারছি না।

নয়ন কিংবা আসিফ › বিস্তারিত পোস্টঃ

এমন কেন হয়?

২১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪৯



কিছু কিছু দিন আর প্রায় সব রাতগুলো এমন কেন হয় ?
অকারন মন খারাপ, বিষাদ আর সুখের অসুখ।
কি দরকার! কোন দরকার নেই, নেই প্রয়োজনের জয়
তবুও কিসের আশায়, কার ভালবাসায় হচ্ছি আমি ভাবুক ।

কয়েকটা দিন আর অনেকগুলো রাত এমনটাই হয়
ব্যস্ততার মুখোশে ঢাকা মনটাকে অবশ করে দেয়া।
যা ভুলেছি, শিকেয় তুলেছি তাই আবার পূনর্জন্মের ভয়
ভীড়ের মাঝে একলা থাকার কথা মনে করে নেয়া।

কুকুরছানা দিন ক'খানা আর রাত শালিটা সব সময় এমনি হয়
রোদটাকে কে আমার উপর বিন্দু করে আতশ কাচে ?
জোছনায় জোর করেই ডোবায়, কিন্তু না ... মারতে নয়
সম্মোহনের বিষে গেঁথে, কষ্টগুলো আমায় ঘিরেই নাচে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৭

খেলাঘর বলেছেন:

এটা কি সাহিত্য, নাকি কমপ্লেইন?

২১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

নয়ন কিংবা আসিফ বলেছেন: কোনটাই না, এটা অখাদ্য-পদ্য।

আর সাহিত্যে বুঝি কমপ্লেন করা নিষেধ আছে ? সুনীল গঙ্গোপাধ্যায়ের "কেউ কথা রাখেনি" পড়েননি ?

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: যা ভুলেছি, শিকেয় তুলেছি তাই আবার পূনর্জন্মের ভয়
ভীড়ের মাঝে একলা থাকার কথা মনে করে নেয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.