![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রুদ্ধ ভাবনা
ভেবেছিস কি তুই?
তোর হাতের পুতুল আমি, নাক ফুঁড়ানোর সুই?
-পুরোটাই ফাজলামি!
ভাবছিস কি এখন?
মরে গেছি পচে গেছি, সবই কপালের লিখন?
-নাহ্, কটা রাত কেঁদেছি।
পোড়াকবিতা
দোষ কি সব আমার ছিল?
তাই হবে হয়ত, এ হয়ত জন্মপাপ
না চাইতেই তাই দিয়েছ আমৃত্যু অভিশাপ ।
বুকের ছাতিতে মনের কাদামাটিতে
ফেলে গেছ প্রেমের পোড়া ছাপ ।
ফেরাচ্ছ অতীতে বারবার –আবার
(শুধু বলে যাও) কি দোষ ছিল আমার ?
অসমাপ্ত যাত্রা
কি বলছ -চোখ লাল?
না না আজ খাইনি তোমার শপথ
এ কেবল তোমার নেশা চোখ জুড়ে,
সস্তা নেশায় কিংবা ভোলার আশায়
ওসব আমি ছুঁইনি।
তোমায় চোখ দিয়ে ছোঁব বলে
আজ দাঁড়িয়েছি সেদিনের সে রাস্তায়,
একসাথে চলেছিলাম মনে পড়ে?
পথ একই আছে; তোমায় অথবা দিক হারিয়ে
গন্তব্যে আজো যাইনি।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮
নয়ন কিংবা আসিফ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:০৭
অপূর্ণ রায়হান বলেছেন: বিদ্রোহী প্রেমিকের জ্বালাময়ী কবিতা !! +++++
ভালো থাকবেন
২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৯
নয়ন কিংবা আসিফ বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৪
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো কবিতায় ।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ