নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়ন কিংবা আসিফ

যতদিন যাচ্ছে নিজের কাছে নিজে ততই অচেনা হচ্ছি | মনটারে কোনো ভাবেই পোষ মানাতে পারছি না ,তল খুঁজে পাচ্ছি না | তাই আপনাদেরও কিছু জানাতে পারছি না।

নয়ন কিংবা আসিফ › বিস্তারিত পোস্টঃ

ধন্যবাদ, ফুয়াদ ভাই.... আমাদেরকে গালি দেয়ার সুযোগ করে দেয়ার জন্য

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৭

এই লেখাটা লিখব কি লিখবনা অনেকক্ষন ভেবেছি। জানি লিখাটা পোস্ট করলে আমার জন্ম, আমার বাপ-মার জন্ম এই গুলি নিয়া প্রশ্ন চলে আসবে। রাজাকার, দেশদ্রোহী, নাস্তিক(আজকালকার কমন গালি), বেজন্মা... ইত্যাদি ইত্যাদি ভদ্র গালির পাশা-পাশি খাটি বাংলায় আমাকে গালি খেতে হতে পারে। এইটাই স্বাভাবিক। কারন, অনলাইনে আমরা ইচ এন্ড এভ্রিওয়ান হিমালয় পর্বত কিসিমের দেশপ্রেমিক। আর অনলাইন এখন ফুয়াদকে মন খুলে গালি দিয়ে নিজের দেশপ্রেম জাহির করছে। তাই সুস্থ মস্তিষ্কে ফুয়াদকে সাপোর্ট করে আমি কিছু গালি আশা করব না সেটাতো ঠিক না, তাইনা ?



চলেন দেখে আসি কিছু ফেসবুকিয়-অনলাইন দেশপ্রেমঃ





বাহ!আপনি, আমি ,সমগ্র অনলাইনবাসি তো চমৎকার মানুষ, আদর্শ দেশপ্রেমিক। বাংলাদেশ নিয়া কেউ কিছু লিখলেই ঝাপায়া পড়ি। কত্তবড় সাহস দেশ “ফাক” করবে? আমাদের মত সাধু পুরুষ, মহান দেশপ্রেমিক থাকতে এইটাকি পসিবল নাকি?



আচ্ছা আমরা কি অনলাইনে এতই সাধু নাকি? তাইলে নিচের নোংরামি গুলো কে করে? গুগল নিশ্চিত আমাদের শত্রু, নাইলে এগুলি কি দেখায়!







এর দায়ভার কিভাবে অস্বীকার করতে পারবেন? মোস্ট ইম্পরটেন্টলি, কাকে গালি দেয়া যায় বলেন তো ? আমাদের তো গালি দেয়ার জন্য একটা ফিগার লাগবে তাই না ? ফুয়াদ একলা আর কত গালি খাবে? শেষ পর্যন্ত আর আপনাদের গালি আর নিতে পারে নাই , পোস্ট সরায়া দিছে? এইবার খুশি? হয়ত আমাদের গালির জন্যেই রাগের মাথায় দেশ ছেড়ে চলে যাবার কথাটা সিরিয়াসলি নিয়ে নেবে বেচারা।



ভাই গালি দিতে ইচ্ছা হইলে দিয়েন প্রব্লেম নাই, কিন্তু তার আগে একটু মনযোগ দেন, বুঝার চেষ্টা করেন আমার পয়েন্টটা। নিচের প্রশ্ন গুলি দেখেন কাইন্ডলি। প্রশ্ন তিনটা হলেও উত্তর অনলি একটা।



১। বাংলাদেশকে নিয়া সবচেয়ে খারাপ কথা কারা বলে?



২। বিদেশের কাছে এদেশের ভাবমূর্তি কারা বেশি ছোট করে?



৩। কোন দেশি মানুষ বিদেশে যাওয়ার সবচেয়ে বেশি স্বপ্ন দেখে? এবং কোন দেশি মানুষ বিদেশে গেলে মাতৃভূমির টান অবজ্ঞা করে সেখানেই মাটি কামড়ে পড়ে থাকে?



উত্তরঃ আমরা, যারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক।



দয়া করে এই উত্তরের জন্য আমার কাছে লিঙ্ক বা তথ্যসূত্র চাইবেন না। আমি দিতে পারব না।



দেয়ার দরকার আছে বলেও মনে করিনা। কারন, বাসে যাতায়াত করার সময় একদিন হলেও আপনার কানে ভেসে এসেছে, “এইজন্যেই এই চুলের দেশের কোন উন্নতি হয় না। সব শালা মাদারচো* খালি নিজেরটা বুঝে”



অথবা, কদিন আগের থার্টি ফার্স্ট নাইটে পার্টিতে কাউকে বলতে শোনেন নাই, “মামা দুইটা বোতল জাস্ট কিন্না ব্যাগে ঢুকাইলাম আর ঘাড় ঘুরাইয়া দেখি পুলিশ। টাকা তো দিতে হইছেই বোতল গুলাও লয়া গেছে। এমন একটা *দার দেশে থাকি মন্ত্রি-এম্পিরা মদ খাইয়া টিভিতে ভাষন দিয়া যায় আর আমাগো হাতে বিড়ি দেখলেই পাড়া-প্রতিবেশীর খাড়ায়া যায়।“



অথবা, ধানমন্ডি বসে আছেন গার্লফ্রেন্ড নিয়ে এমন সময় বেদে মেয়েগুলি এসে জোড় করে চাদা নিয়ে যাওয়াতে গার্লফ্রেন্ডের বিরক্তি প্রকাশ কখনো শোনেন নি? “ধুর! মানুষ থাকে এই দেশে।” আপনি তখন সান্ত্বনা দিতে গিয়ে বলেন নি? “সোনামনি, মাইন্ড কইরো না। জানোই তো এই দেশের প্রধান অকুপেশন ভিক্ষাবৃত্তি... সব শালা ভিক্ষুক! ... জানি এখন অস্বীকার করবেন। বলবেন, এই সব পারসোনাল বেপার ক্যান লিখতেছি! কারন, ইটস গেটিং মোর এন্ড মোর পারসোনাল। ইটস টাইম টু থ্রো এওয়ে আওয়ার ফেক-এনোনিমাস-দেশপ্রেমিক-সুশীল বুলশিট।



অস্বীকার করবেন একটা বারও কি আপনার সামনে হতাশায়-গাজা-ধরা বেকার বড় ভাই আক্ষেপ করেনি? “এই দেশের নাম বাংলাদেশ না রাইখা ফরেনদেশ রাখলে মনে হয় ভালো হইতরে। ঘুষের টাকা জোগাড় করতে একটা কিডনি বেইচা দেয়ার কথা মাথায় আসত না আর”। তাকে ওয়ার্কিং ভিসায় মালয়শিয়া যাওয়ার প্লানটা কিন্তু আপনারই দেয়া। ভুলে যাই, আমরা অনলাইনে আসলে সব ভুলে যাই।



আপনি হরতালের ভিতরে জান হাতে করে বাসা-অফিস-বাসা করেন আর বাসায় এসে ফেবুতে পোস্ট দেন, “সাত-সমূদ্র তের নদী পাড়ি দিয়ে বাসায় আসলাম... বউয়ের মুখ দেখে সব কষ্ট দূর হয়ে গেল”। কোনদিন চিন্তা করছেন পিকেটারদের ছোড়া ইটটা যদি আল্লাহ না করুক তার সুন্দর মুখটা বিকৃত করে দেয় তাইলে আপনি হয়ত সেদিন ফেসবুকে বাংলাদেশ বা বাংলাদেশিদের নিয়ে কিছু লিখবেন না কিন্তু হাজার টাকা বাজি যে ডাক্তার বন্ধুটা আপনার বউয়ের চিকিৎসা করছিলো তাকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে কয়বার আপনি “দুচলাম না এই চুলের দেশ” বলেছেন।



আমি জানি আপনি আবার অস্বীকার করবেন। কারন, আমরাতো এমনি তাইনা? “বাং-গা-লি কুনুদিন নিজের দোষ স্বীকার করছে নাকি, এই দেশে মানুষ সৎ থাকে খালি সুযোগ না পাইলে” এই কথাটা নিশ্চয় পরিচিত লাগছে তাইনা? আপনি কি শিওর কোন দুষ্টুমি করে ধরা খাবার পরে আপনার পিতা অথবা স্কুলের স্যারের কাছে এই কথাটা শোনেন নাই?? নাকি আপনার নয় বছর পরে বিয়ে করতে দেশে ফেরা মামার মুখে শুনেছেন?? না, আপনি এবারো অস্বীকার করবেন। স্বীকার করলেতো আমাদের ডুয়েল স্ট্যান্ডার্ড ধরা খেয়ে যাবে। মুখোশ খুলে যাবে। দেশপ্রেমের মুখোশ।





আচ্ছা এখন আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন কাইন্ডলি? এইযে আমরা ভণ্ডামি-সুশীলতা-দেশপ্রেমের মুখোশ পড়ে থাকি এইটাতে কি লাভ? দেশপ্রেম দেখানোর জন্যে আরেক জনের “ফাকের” দিকে তাকায়া থাকি ক্যান আমরা? ফুয়াদের “Fuck this bloody hell hole” আমাদের গায়ে আগুন জ্বেলে দেয়, ওরে গালি দেয়া আমাদের পবিত্র অনলাইন অ্যাভাটার এর জন্য ফরজে আইন হয়ে যায়। সত্যিই কি তাই ?



একবারো কি গালি দেয়ার আগে বেচারার এই লাইনের শেষের আশ্চর্যবোধক চিহ্নটায় কতটুকু হতাশা, আক্ষেপ আর দুঃখমেশানো ছিলো তা ভাবার চেষ্টা আপনার ছিলোনা ? “We were just out doing groceries!” . অথবা, “This place is beyond repair. I am done here” এই লাইনটা লিখার পিছনে কোন স্বপ্নভঙ্গের ছায়া, আশাহত মানুষের দীর্ঘশ্বাস অনুভব করার চেষ্টা করবেন কি একটু?





আর ভাই একটা সামান্য মানুষের কথায় আমাদের দেশপ্রেম যদি একটু বেড়ে যায় তাহলে তো আমাদেরই লাভ তাইনা। স্টপ বিয়িং এ অনলাইন হিপোক্রিট এন্ড স্টপ ফেকিং ইউর সিজনাল লাভ ফর দিস কান্ট্রি। এই বাংলাদেশ একাত্তরে লাখো শহীদের পবিত্র রক্তে জন্মানো। এই দেশ তার প্রেমিক চিনে, এই রকম সুশীল দেশপ্রেমিক বাংলাদেশ োদেনা।





পুনশ্চঃ পোস্ট উপরে শেষ, এই অংশ ইগ্নোরেবল।



আমি বাংলাদেশি। বিশ্বাস করেন ভাই, আমি একজন গর্বিত বাংলাদেশি। সাকিব আর মুশফিকের সাথে সাথে সেদিন আমিও কাঁদছিলাম, আশেপাশে কে আছে, কেউ দেখছে কিনা কিছুই কেয়ার করি নাই। হাউমাউ করে কাঁদছিলাম।

কোন বিদেশী বন্ধু যখন নাক সিটকায়, অবজ্ঞা করে মাথায় আগুন ধরে যায়। কাউরে কোনদিন ছাইড়া কথা বলি নাই। কতদিন অনলাইনে অযথা তর্ক করছি আল্লামালুম।



I am not another hypocrite, neither another brick in the wall. And trust me, the honorable freedom fighters were not any “random online hypocrite”; not a single one of them. Or, those who really love Bangladesh and attend the responsibilities or duties towards Bangladesh can’t be hypocrite.



Yeah there were some hypocrites in ’71 too, most of them resurfaced after ’71 so damn rich, pretending they had found gold mine during the liberation war; some of them became Razakar. And I hate them. I always hated Razakars and now started to hate hypocrites. I fucking hate them. I really do.







মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০২

বিষন্ন পথিক বলেছেন: বাংলাদেশ আহ বাংলাদেশ !
ভন্ড দেশপ্রেমিকে আর নোংরা রাজনীতিবিদদের পা চাটা নপুংশকে ভরা।
মাফা রাজনীতিবিদের জন্য শিক্ষিত অনলাইন সমাজ জীবন দিয়ে দেবে, আমার ভোট আমার ভোট বলে খান*র পোলাদের ক্ষমতা দিয়ে তারপর সারাবছর পাছা ডলবে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

নয়ন কিংবা আসিফ বলেছেন: কেউ হাল ছেড়ে বলেই ফেলে, ” This place is beyond repair. I am done here” :(

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৩

নতুন বলেছেন: ভাই ফুয়াদ দেশটাকে নিয়া এতো বড় কথা বলেছে তার জন্য তাকে তিরস্কার পেতেই হবে...

কিন্তু যারা তিরস্কারের ভাষা হিসেবে চ ভ ম ইত্যাদি শব্দ ব্যবহার করেছে তাদের নিতি বোধে কমতি আছে অবশ্যই...

এজন্যই আমাদের দেশের এই অবস্তার জন্য ভন্ডামীকেই দায়ী করি..

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

নয়ন কিংবা আসিফ বলেছেন: একজন বাংলাদেশি কেন নিজের দেশ সম্পর্কে খারাপ কথা লিখেছে তা না ভেবেই আমরা যখন তাকে দোষারোপ করে নিজের দেশপ্রেম জাহির করি তখন কিন্তু তার এই দেশ সম্পর্কে ধারণা উঁচু হয়ে যায় না। এইটা আমরা কবে বুঝবো ?

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

খাঁটি বাংলাদেশি বলেছেন: খোঁদার কসম এরা হচ্ছে অসুস্থ!!

হুজুগের বাঙালীর জাত বলে কথা, পারে শুধু অপরের দোষ খুঁজতে আর বড় বড় কথা আর লেখা, নিজের দোষের পিছনে কারোর গবেষণা নাই!

এরাই যেমন মাথা তুলে নাচে, তেমনি এক রাত লাগেনা দাঁত ক্যালায়ে আছাড় মারতে ।
Bloody cheap sentimental!

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮

নয়ন কিংবা আসিফ বলেছেন: হুজুগের বাঙালীর জাত বলে কথা, পারে শুধু অপরের দোষ খুঁজতে আর বড় বড় কথা আর লেখা, নিজের দোষের পিছনে কারোর গবেষণা নাই!

---- আপনার এইলাইনটাতেও কিন্তু অনেকের চুলকানি বেড়ে যেতে পারে।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫০

নীল আকাশ ২০১৪ বলেছেন: গালি যারা দেয়, তারা তাদের বাবা-মায়ের মুখে এসব গালাগালি শুনেই বড় হয়। এদেরকে এত গুরুত্ব দিয়ে দেখার কিছু নেই। আপনারা যারা এসব গালিগালাজে বিব্রত বোধ করবেন, তারা চেষ্টা করবেন আপনাদের অধীনে থাকা (আপনার ছেলেমেয়ে হোক আর কর্মচারীই হোক) কেউ যেন কোন গালাগালি করতে না পারে।

রিকশাওয়ালার মুখেও যদি একটা গালি শোনেন, শক্তি থাকলে একটা থাপ্পড় দিন অথবা শক্ত করে একটা ধমক দিন। একজন তাহলে বুঝতে পারবে, গালি দেওয়াটা কত বড় একটা অপরাধ

০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৭

নয়ন কিংবা আসিফ বলেছেন: আসলে কিছুই লাগে না ভাই, নিজের বিবেকটাকে কাজে লাগালেই হয়। কেউ হয়ত ছোট বেলায় পরিবেশের কারনে না বুঝে গালাগালিতে অভ্যস্ত হতে পারে। কিন্তু বুঝতে শিখলে তা নিজে থেকেই বন্ধ করে দেয়া যায়। যাইহোক, আপনার কথাটা ভালো লেগেছে। ধন্যবাদ।



৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

ক্ষতিগ্রস্থ বলেছেন: নিজের গায়ে না লাগা পর্যন্ত আমরা এড়িয়ে যাই, নিজে ক্ষতিগ্রস্থ হলে তখনই আমরা গ্রাহ্য করা শুরু করি। ফুয়াদের ক্ষেত্রেও সেটা হয়েছে, এবং তা অস্বাভাবিক কোন বিযয় না। তবে তার প্রতিক্রিয়া ছিল তীব্র। সেটা অধিকাংশের ভাল লাগার কথা না। ফুয়াদের কষ্টগুলো ফুয়াদের মত করে সবার বোঝারও কথা না। তাৎক্ষণিকতার পরে ফুয়াদের দুঃখ প্রকাশের মধ্যেই ব্যাপারটার ইতি হওয়া উচিত ছিল, সেটা হয়নি, দুঃখজনক। দেশপ্রেম দেখানোর জন্য কুতসিৎ গালাগাল দুর্ভাগ্যক্রমে সাম্প্রতিক সময়ে আমাদের সমাজে একসেপটেড হয়ে গেছে। সেটা ব্লগে, ফেসবুকে সবখানে। মন্ত্রী, এমপিরা যখন সংসদে বসে গালাগাল করেন, প্রমোটেড হন, তখন গুগলে 'বাংলা' সার্চে যা যা প্রম্পটড হওয়ার কথা তা-ই তো হচ্ছে। গালাগাল, অসহিঞ্নুতা, উগ্রতা, দাঙ্গাবাজি আর অশ্লীলতা একসূত্রে গাঁথা এবং তা ক্রমেই আমাদের জাতিমানসে প্রকট হচ্ছে।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

নয়ন কিংবা আসিফ বলেছেন: আমি যে কথাটা এতগুলো শব্দেও গুছিয়ে বলে উঠতে পারিনি আপনি কত সুন্দর করে বলে দিলেন! আপনার প্রত্যেকটা দাড়ি-কমা-সেমিকোলনে সহমত জানালাম।

অগনিত ধন্যবাদ আপনাকে। স্যালুট আপনার স্বচ্ছ দৃষ্টিভঙ্গীকে।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

আমি অথবা অন্য কেউ বলেছেন: আমার একটা পোস্টের কিছু লাইন তুলে দেই,

একটা দেশের ম্যাপ, একটা পতাকা অনেক যত্নে লালন করা একটা স্বপ্নের মত, একটা জীবনের মত। যেটাকে যত্ন করতে হয়, যার মন ভালো রাখতে হয়, সম্মান দিতে হয়। নিজেদের জন্য নিজের মাঝে এতো ঘৃনা পুষে রাখতে হয়না প্রো ভারতীয়, প্রো পাকিস্তানী ইত্যাদি নাম ধারন করে। প্রো বাংলাদেশী হয়ে প্রো বাংলাদেশী আরো হাজার হাজার মুখ খুঁজে পাওয়াটা অনেক অনেক আনব্দের। আমি স্বপ্ন দেখি হাজার হাজার কোটি কোটি প্রো বাংগালী ভর্তি একটা দেশের। যারা দেশটাকে পাল্টে দেবে নিজেদের জন্যই, নিজেদের পরিচয়ের আর সম্মানের জন্যই।

গালাগালি করার আগে আমরা নিজেরা ভেবে দেখি যে আমরা এমন কি করে ফেলছি দেশের জন্য, এরপর নিজেকে শুধরে অন্যকে গালি দেয়া যেতেই পারে, তবে নিজের রুচি কতটা নীচ, তা খুব বেশি ভালো মানের গালি দিয়ে না বোঝানোই ভালো।

পোস্ট ভালো ছিল।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

নয়ন কিংবা আসিফ বলেছেন: একটা দেশের ম্যাপ, একটা পতাকা অনেক যত্নে লালন করা একটা স্বপ্নের মত, একটা জীবনের মত। যেটাকে যত্ন করতে হয়, যার মন ভালো রাখতে হয়, সম্মান দিতে হয়।

ধন্যবাদ এই লাইনটার জন্য। আরো ধন্যবাদ এই অধমের অখাদ্য লেখা পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.