![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রসঙ্গ ১ঃ হোয়াটস অ্যাপ,ভাইবার-ট্যাঙ্গো বন্ধ
প্রসঙ্গ ২ঃ ১ টাকা, ২ টাকার নোট থাকবেনা
প্রসঙ্গ ৩ঃ হরতাল-অবরোধ, পেট্রোল বোমায় নিহত মানুষ
প্রতিক্রিয়াঃ ধর্ষণ যখন নিশ্চিত, তখন উপভোগ করাই শ্রেয়!
ফেসবুকে কিংবা ব্লগে জ্বালাময়ী পোস্ট দিয়ে যদি এগুলা সল্ভ হইত তাইলে একখানা জ্বালাময়ী পোস্ট অবশ্যই প্রসব করতাম। রাজপথে তরতাজা প্রাণ ঝড়ে যাচ্ছে তাতেই কারো কিছু যাচ্ছে-আসছে না, অনলাইনে লোক দেখানো কুমিরাশ্রু বর্ষণে কি লাভ বলেন?
অফটপিকঃ কুকুর যখন পাগল হয়ে যায় তখন সেটাকে মেরে ফেলাই উত্তম। সবচেয়ে দুঃখের বিষয় এইখানে, আমরা যখন তা না করে ঘরে বসে গম্ভীর মুখে গবেষণা করি,বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে?
দয়া করে, আমাকে এইটার উত্তর জিজ্ঞাসা করে লজ্জা দিবেন না, আপনাকে আপনার প্রানপ্রিয় ফেসবুকের দোহাই লাগে।
আমিও আপনার মত সুবিধাবাদী-স্বার্থপর-অকৃতজ্ঞ একজন বাংলাদেশিই রয়ে গেছি এখনো, মানুষ হয়ে উঠতে পারিনি।
দুঃখিত, আমি আজ বাতাসে লাশের গন্ধ পাই না। চলে ফেরা জিন্দালাশেরা কোন কিছু অনুভব করেনা।
বাতাসে লাশের গন্ধ – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় ?
বাতাসে লাশের গন্ধ ভাসে
মাটিতে লেগে আছে রক্তের দাগ।
এই রক্তমাখা মটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়।
এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী,
স্বাধীনতা – একি হবে নষ্ট জন্ম ?
একি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল ?
জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন।
বাতাশে লাশের গন্ধ
নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দুলে মাংসের তুফান।
মাটিতে রক্তের দাগ -
চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়
এ চোখে ঘুম আসেনা। সারারাত আমার ঘুম আসেনা-
তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার,
নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ
মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস্য শরীর
ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমুতে পারিনা, আমি
ঘুমুতে পারিনা…
রক্তের কাফনে মোড়া – কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে
সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা।
স্বাধীনতা, সে আমার – স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন -
স্বাধীনতা – আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।
ধর্ষিতা বোনের শাড়ী ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।
©somewhere in net ltd.