নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলস সময়

হৃদ যমুনার জল

সাধারন...

হৃদ যমুনার জল › বিস্তারিত পোস্টঃ

কুড়িগ্রামের কেউ আছেন অথবা আশেপাশের কেউ??

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

২২তারিখ রাত এ কুড়িগ্রাম যাব।লালমনি এক্সপ্রেস এ লালমনিরহাট হয়ে কুড়িগ্রাম।ওই দিকের কেঊ আছেন যোগাযোগ ও অন্যান্য তথ্য দিতে সহায়তা করতে পারেন??

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

পড়ন্ত বিকাল বলেছেন: লালমনিরহাট থেকে বাসে করে কুড়িগ্রাম চলে যান।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০০

গোয়েন্দাপ্রধান বলেছেন: প্রথম ভুল কর্ছেন লালমনি তে টিকেট কেটে মিনিমাম ৫ ঘ লেট কর্বে । ক গ্রা এ কই জাবেন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০

হৃদ যমুনার জল বলেছেন: টিকেট হয়ে গেছে!!ভাবলাম রিলাক্স এ যাবো তাই ট্রেন এ যাওয়ার ভাবনা।নাগেশরী উপজেলায় যাবো।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

ভোরের সূর্য বলেছেন: ট্রেনের টিকিট না কেটে থাকলে ভাল।আর লালমণি এক্সপ্রেসের টিকিট কেটে থাকলে এখনই ফেরত দিন।প্রথম কথা লেট আর ২য় হচ্ছে অনেক দেরি করে পৌছাবে।ভাল হয় বাস এ গেলে।রাতে/দিনে অনেক বাস আছে লালনিরহাট বা কুড়িগ্রাম।ভাড়া ৫০০টাকা।৮ঘন্টা লাগবে।এস আর,নাবিল,টি আর,হানিফ,শ্যামলী বাসগুলো ওদিকে যায়।গাবতলি হয়ে গেলে কল্যাণপুরে এসব বাসের টিকিট পাবেন আর মহাখালী উত্তরা হয়ে গেলে উত্তরার আযমপুরে বিএনএস সেন্টারের পাশে অথবা আব্দুল্লাপুরে কাউন্টারে টিকি্ট পাবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২

হৃদ যমুনার জল বলেছেন: টিকেট হয়ে গেছে!!ভাবলাম রিলাক্স এ যাবো তাই ট্রেন এ যাওয়ার ভাবনা।ফেরার সময় ট্রেনে আসা যাবে?রংপুর বা নীলফামারী হয়ে?এত সময় বাস এ ভালো লাগেনা বসে থাকতে!

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৯

ভোরের সূর্য বলেছেন: ভাই আপনাকে আবারো অনুরোধ করবো আপনি@বাসে যান।টিকিটফেরত দিন আপনার লস হবেনা।এমনো ও হতে ট্রেনের যাত্রা বাতিলও হতে পারে আর লেট হওয়ার ব্যাপার টা আছেই.আমি ঠিক বুঝতে পারছিনা যে আপনি পরামর্শ চাচ্ছেন এবং ভাল পরামর্শ দেয়া হল কিন্তু আপনি ট্রেনে যাওয়াই স্থির করলেন কারন টিকিট আগেই কাটা হয়েছে তাহলে আর ট্রেনের টিকিট কেটে পরামর্শ চাওয়ার কি দরকার ছিল? আপনি নাগেশরী উপজেলায় যাবেন.আপনি যদি হাত ঘুরিয়ে ভাত খেতে চান তাহলে বলার কিছু নাই কিন্তু যারা নাগেশরীতে যান তারা সরাসরি বাসে চলে যান.আপনাকে ট্রেন রুট টা বলি আগে.ট্রেন লালমণিরহাট যাবে.আপনি যদি নাগেশরীতে যেতে চান তাহলে আপনাকে কুরিগ্রাম যেতে হবে আগে.সেক্ষেত্রে @আপনাকে লালমণিরহাটে নেমে তারপর লোকাল বাসে কুড়িগ্রামে আসতে হবে দেড় ঘন্টা সময় লাগবে.অথবা লালমণিরহাটের আগে তিস্তা নামের একটা স্টেশন আছে(যদি থামে)ওখানে নেমে লোকাল বাসে কুড়িগ্রামে আসতে হবে সময় লাগবে ৪০মিনিট.এরপর কুড়িগ্রাম থেকে ভুরুঙামারি উপজেলার বাসে উঠতে হবে যেটা নাগেশ্বরি উপজেলার উপর দিয়ে যাবে এবং আপনার নাগেশ্বরি পৌছাতে সময় লাগবে ১ঘন্টা.আর বাসে বসবেন রাত ৯:৩০ এ আর নাগেশ্বরি পৌছাবেন সকাল ৭।৮ টার মধ্যে.মাঝে ওরা বগুরার শেরপুরে থামবে ৩০মিনিটের মতন.অনেক কমফোর্টৈবল জার্নি.বাস রুট হচ্ছে এখান থেকে রংপুর.ওখানে যেয়ে ২টি ভাগ হবে.একটা রাস্তা উত্তর পশ্চিমে চলে যাবে সৈয়দপুর(৪০কিলো),নীলফামারি,দিনাজপুর,ঠাকুরগাঁয়ের দিকে আরেকটা রাস্তা উত্তর চলে যাবে লালমণির হাট,কুড়িগ্রামের দিকে.রংপুর থেকে তিস্তা ব্রিজ পার হয়ে বড়বাড়ি নামক জায়গায় রাস্তা ২ভাগ হয়ে একটা গেছে একটা লালমণির হাটের দিকে আরেকটা গেছে নেমে তারপর লোকাল বাসে কুড়িগ্রামে আসতে হবে দেড় ঘন্টা সময় লাগবে.অথবা লালমণিরহাটের আগে তিস্তা নামের একটা স্টেশন আছে(যদি থামে)ওখানে নেমে লোকাল বাসে কুড়িগ্রামে আসতে হবে সময় লাগবে ৪০মিনিট.এরপর কুড়িগ্রাম থেকে ভুরুঙামারি উপজেলার বাসে উঠতে হবে যেটা নাগেশ্বরি উপজেলার উপর দিয়ে যাবে এবং আপনার নাগেশ্বরি পৌছাতে সময় লাগবে ১ঘন্টা.আর বাসে বসবেন রাত ৯:৩০ এ আর নাগেশ্বরি পৌছাবেন সকাল ৭।৮ টার মধ্যে.মাঝে ওরা বগুরার শেরপুরে থামবে ৩০মিনিটের মতন.অনেক কমফোর্টৈবল জার্নি.বাস রুট হচ্ছে এখান থেকে রংপুর.ওখানে যেয়ে ২টি ভাগ হবে.একটা রাস্তা উত্তর পশ্চিমে চলে যাবে সৈয়দপুর(৪০কিলো),নীলফামারি,দিনাজপুর,ঠাকুরগাঁয়ের দিকে আরেকটা রাস্তা উত্তর চলে যাবে লালমণির হাট,কুড়িগ্রামের দিকে.রংপুর থেকে তিস্তা ব্রিজ পার হয়ে বড়বাড়ি নামক জায়গায় রাস্তা ২ভাগ হয়ে একটা গেছে একটা লালমণির হাটের দিকে আরেকটা গেছে কুড়িগ্রামের দিকে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

হৃদ যমুনার জল বলেছেন: ভাই ধন্যবাদ।টিকেট ফেরত দিয়ে দিব।ভেবেছিলাম আশেপাশে ২/১টা জেলা ঘুরব তাই লালমনিরহাট হয়ে যাবার ইচ্ছা ছিলো কিন্তু এত ঝামেলা হলে সিদ্ধান্ত বদলাতেই হবে দেখছি।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯

ভোরের সূর্য বলেছেন: আপনি লালমণির হাট যান কোন সমস্যা নাই কিন্তু ট্রেনে না।অনেকেই বাধ্য হয়ে ট্রেনে যায় বা যাদের বাড়ি ঐ অঞ্চলে।আপনি সরাসরি বাসে লালমণির হাট যেতে পারেন।আবার ওখান থেকে আমার বলে দেয়া মত আপনি কুড়িগ্রাম হয়ে নাগেশ্বরি যেতে পারেন লোকাল বাসে।আবার আপনি সরাসরি বাসে নাগেশ্বরি যেতে পারেন ঢাকা থেকে।ফেরার সময় নাগেশ্বরি থেকে লালমণির হাট যেতে পারেন(রাস্তা ভাল নয়)।তারপর লালমণি থেকে সরাসরি বাসে ঢাকায়। আপনি আসলে যেসব জায়গায় যেতে চান সেসব জায়গা সব এক লাইনে নয়।ফেরার সময় লালমণি থেকে বাসে রংপুর আসতে পারেন।রংপুরে অনেক কিছু দেখার আছে(জমিদার বাড়ি,ভিন্নজগত)।রংপুর থেকে বাসে সৈয়দপুর চলে যেতে পারেন সেখান থেকে আবার নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরতে পারেন বা বাসে।(এই ট্রেন টি ভাল)আবার সৈয়দপুর থেকে দিনাজপুর যেতে পারেন।সেখানে রামসাগর,কান্তজি মন্দির,স্বপ্নপুরি দেখে বাসে বা একতা বা দ্রুতযান ট্রেনে ঢাকায় ফিরতে পারেন।ঝামেলা কিছু না। আসলে আপনি যেভাবে ট্রেন রুট পছন্দ করেছেন সেটাই সমস্যা।তবে আপনি অবশ্যই সরাসরি বাসে নাগেশ্বরি যাবেন তার পর ফেরার সময় ভেঙ্গে ভেঙ্গে আসলেন।যেখানে যাবেন ওনারাই নিশ্চয় আরো ভাল বলে দিতে পারবেন।আপনি কি দেখতে চান বা যেতে চান বল্লে আপনাকে ভাল রুট প্লান বলে দিতে পারতাম।তবে আমি মোটামুটি বলে দিয়েছি সব।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৯

হৃদ যমুনার জল বলেছেন: ধন্যবাদ আপনাকে।দিনাজপুর,নিলফামারী,রংপুর ভিন্নজগত ঘোরা হয়েছে।কুড়িগ্রাম,পঞ্ছগড় যাওয়া হয়নি।কুড়িগ্রাম আর লালমনিরহাট কি আছে ঘোরার বললে/প্ল্যান দিলে সুবিধা হয়।নাগেশরী তে একদিন কাজ তাই ওটা কেন্দ্রে রাখলেই ভালো।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

ভোরের সূর্য বলেছেন: উল্লেখযোগ্য তেমন কিছু দেখার নাই।বিকালে কুড়িগ্রামের টি বাধ দেখতে ভাল লাগবে আর লালমণির হাটে দেখার জন্য নিচের লিংকটি দেখুন।
http://www.lalmonirhat.gov.bd/tourist_spot

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

ভোরের সূর্য বলেছেন: লালমনির হাটে তিস্তা ব্যারেজ(জায়গাটির নাম ডালিয়া),তিন বিঘা করিডোর এবং বুড়িমারি স্থল বন্দর দেখতে পারেন।কাকিনার জমিদার বাড়ির কথা শুনেছি কিন্তু ঐ জায়গাটি দেখা হয়নি তাই আপনাকে বিশেষ কিছু বলতে পারছিনা।
পঞ্চগড়ে গেলে অবশ্যই তেতুলিয়া যাবেন এবং উপজেলা ডাকবাংলোটা দেখবেন।এটা করোতোয়া নদীর পাশেই একদম নদী লাগোয়া উচু জায়গায় অবস্থিত।নদীর অপর পাড়েই ভারত।জায়গাটা সত্যি মনোরম।তেতুলিয়া হাটের দিকে যাবেন ওটাও নদীর পাড়ে অপর দিকে ভারত এবং একটা ব্রিজ আছে বা বাধ(ঠিক মনে নাই)।আর তেতুলিয়া থেকে অল্পদুরেই বাংলাবান্ধা স্থলবন্দর ও বাংলাদেশের শেষ সীমানা।এখানে তেমন কিছু দেখার নাই তবে আকাশ পরিস্কার থাকলে ভারতের পাহাড় গুলো দেখতে পারবেন।তেতুলিয়াতে কিছু চা বাগানও আছে।দেখে নিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.