নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট থাকতে পছনদো করি

নাঈম ফয়সাল নয়ন

সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা বলার চেষ্টা করি

নাঈম ফয়সাল নয়ন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুরোগ

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

যে রোগে জন্ম, সে রোগেই মৃত্যু। জন্মরোগ যার হয়েছে মৃত্যু রোগে সে আক্রান্ত। যেদিন তুমি মায়ের গর্ভে এসেছো সেদিন তুমি একা আসোনি, তোমার সাথে তোমারই পরম বন্ধু মৃত্যুকেও সাথে করেই এনেছ। সে এসেছে আবার তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। তুমি, আমি, আমরা সবাই যার যার এই বন্ধুকে সাথে নিয়েই ঘুরছি!! আমরা সবাই মৃত্যু রোগে আক্রান্ত!! অথচ কোন মূমূর্ষ রোগীকে আমরা বলি মৃত্যু পথযাত্রী!! কেন? আমরা সবাই কি মৃত্যু পথযাত্রী নই? পার্থক্য শুধু কদিন আগে আর পরে। এতো সুন্দর রূপ, যৌবন, ত্বক, পেশি এগুলো প্রতিদিন কি একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে না? দিন দিন কি ক্ষিন্ হচ্ছেনা চোখের দৃষ্টি? হারিয়ে যাচ্ছেনা শরীরের শক্তি? চোখের নিচে, গালে, গলার চামড়ায় কি পরছেনা ভাজ? কলবের কালি কি আসোলেই আমাদের বয়স কমিয়ে রাখছে? প্রতিদিন কি আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিনা মৃত্যুর দিকে?
যে জজ একজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে কলমটা দুমড়ে ফেলল সেই জজ কি একদিন গ্রহণ করবে না মৃত্যুর স্বাদ?
যে খুনি তিল তিল করে যন্ত্রণা দিয়ে একজন কে খুন করল, সে কি কোনদিন জানবে না মৃত্যু যন্ত্রণা কি জিনিস?
যে রাজা আজ সিংহাসনের দাপটে নিজেকে ঈশ্বর দাবি করছে সেও কি ছটফট করবে না মৃত্যু যন্ত্রণায়?
সোনার তাজমহলে ঘুমিয়ে আছে যে কোটিপতি, মৃত্যু কি কড়া নাড়বে না তার দরজায়?
তবে?
তবে কেন?
তবে কেন এত হানাহানি, মারামারি? কিসের এত অহংকার আমাদের?
তবে কেন এই পৃথিবী, এই ধন সম্পদ, ক্ষমতার প্রতি এতো মায়া? এত লোভ?
তবে কেন ভাই হয়ে ভাইয়ের রক্তে গোসল করা?
তবে কেন এই রূপ, এই যৌবন ধরে রাখার এত এত মিথ্যা প্রচেষ্টা?
তবে কেনো এত রংচঙে সাজগোজ? টাইট ফিটিং সেক্সি পোশাক?
তবে কেন এত প্রতারণা? কেন এত ধর্ষণ?
তবে কেন স্বামী কে ঠকিয়ে পর পুরুষের সাথে বিছানা বৈঠক?
তবে কেন ঘরে বউ থুয়ে নিশিদ্ধ পল্লীতে আনাগোনা?
তবে কেন এত অন্যের সমালোচনা? আত্মসমালোচক তো দেখিনা ?
মনেরেখ, তুমি রাজা বাদশা বা আরো কিছু যাই হওনা কেন আজ থেকে বেশিনা!! মাত্র ১০০ বছর আগে তোমার কোন অস্তিত্ব ছিলনা, কোন বাহাদুরী ছিলনা, কোন ক্ষমতা ছিলনা, কোন মাতব্বারি ছিলনা!!! ঠিক তেমনি আজ থেকে ১০০ বছর পরেও না তোমার কোন ক্ষমতা থাকবে, না থাকবে বাহাদুরী, না থাকবে তোমার অস্তিত্ব!!!
তবে কেন হে বিবেকবান মানুষ?? তবে কেন হে জ্ঞানী মানুষ??

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


আপনি নতুন কিছু আবিস্কার করেছেন, মানুষ এসব তো জানতো না।

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৮

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: গাজী ভাই, আপনি কি জানতেন ? আমি তো আপনার মত বন্ধুদের জন্যই লিখেছি । ভুল টুল হয়ে থাকলে মূর্খ মনে করে মাফ করে দিয়েন ভাই ।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৪

তারেক ফাহিম বলেছেন: সবাই জানে তবে পোষ্টটি পড়ে একবারের জন্য হলেও স্মরণ হবে মৃত্যুনামক বন্ধুর কথা।

০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৯

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ জন্মে, জীবন যাপন করে, প্রকৃতিক নিয়মে তার মৃত্যু হয়; এগুলো নিয়ে ভীত হওয়ার কিছু নেই। মানুষ মরতে চাহে না, কিন্তু প্রকৃতির নিয়মে তাকে চলে যেতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.