নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট থাকতে পছনদো করি

নাঈম ফয়সাল নয়ন

সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা বলার চেষ্টা করি

নাঈম ফয়সাল নয়ন › বিস্তারিত পোস্টঃ

হেসে যাই

১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫২

হেসে যাই আমি, হেসে যাই
লুটপুটিয়ে হেসে যাই

আস্তে করে, আপন সেজে
ধীরে ধীরে লোক ঠকিয়ে
যখন কোন ভন্ড প্রেমিক
প্রেমিকার বুকে ব্যথা দেয়

তাইনা দেখে হাসি পায় মোর
হেসে যাই আমি হেসে যাই।

দশ মাসের ওই কষ্ট ভুলে
যখন তারে জন্ম দিলে
সেই শিশুটি বৃদ্ধালয়ে
বৃদ্ধকালে দেয় পাঠিয়ে

সেটাও দেখে হাসি পায় মোর
হেসে যাই আমি হেসে যাই।

বিয়ের আগে বাসতে ভালো
বিয়ের পরে বউটা কালো !!
অফিসের ওই চাকরানীকেও
লাগছে নাকি ভিষণ ভালো?

বুঝেছি হায়, মুখ টিপে তাই
হেসে যাই আমি হেসে যাই।

ঘুষের টাকায় ওই ভুড়িটা
বেলুন টা কেও হার মানিয়ে
ধীরে ধীরে হঠাৎ যেদিন
ফটাৎ করে যায় ফেটে যায়

খুশির চোটে লম্ফ দিয়ে
হেসে যাই আমি হেসে যাই।

হইছে কি ভাই? সুখ মনে নাই?
যাচ্ছো অন্ধ পল্লীতে?
মনের ভুলেও স্ত্রী কে
দেখিনি তো ফুল দিতে!!

লজ্জাই আমি মরে যাই ভাই
হেসে যাই তবু হেসে যাই।

দিন গড়িয়ে বিকাল নামে
বিকাল শেষে সন্ধ্যা
জন্মিলে তব মৃত্যু হবে
মানবে না সে বন্ধ্যা

এর পরেতেও মদের গ্লাস
লোক দেখানো মিথ্যা বিলাস
সত্যি বড় হাসি পাই মোর

হেসে যাই তাই হেসে যাই
খিলখিলিয়ে হেসে যাই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০

প্রামানিক বলেছেন: চমৎকার

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫

নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.