![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু মানুষ
ভাবছে সময়
যাচ্ছে চলে
অকাল বেলায়
কেউবা আবার
দাবার চালে
দিচ্ছে সময়
অলস খেলায়।
কিশোরী তার
চুলের খোঁপায়
দিচ্ছে জবা
খেলার ছুতোয়
স্বার্থ লোভী
সমাজ সেবক
ঠুকছে সেলাম
নেতার জুতোয়।
বাজার ঘুরে
বেজার মুখে
ফিরছে যে কেউ
খালি হাতে
কারোর আবার
নষ্ট খাবার
হচ্ছে কোন
কুকুর পাতে।
মৃত্যু পথের
যাত্রী টাকে
পাশ কাটিয়ে
যাচ্ছে যারা
তারাই আবার
সমাজ সেবক
ভালো কাজের
দিচ্ছে তাড়া !
অন্ধ প্রেমিক
যেমন করে
ঠকছে দিনে
ঠকছে রাতে
তেমন করেই
ওই প্রেমিকাও
ঠকবে দেখ
জীবন মাঠে।
ঠকছে বলে
ঠকবা না, তা
ভাবছো কেন
তুমি মিছে?
তোমার থেকেও
ভন্ড বাবা
ঠিক দাড়িয়ে
তোমার পিছে
জন্ম দিলো
জন্ম দাতা
সাক্ষী আছে
গাছের পাতা
চোখ ফুটিতেই
নারীর তরে
ট্রেনের নিচে
দিচ্ছো মাথা?
হায়রে অবুঝ
ওরে কাচাঁ
হবি যখন
বুড়ো চাচা
পান চিবিয়ে
গাল রাঙিয়ে
বলবি ওরে
আমায় বাঁচা।
ওরে দাদা
এদিক তাকা
ভিতরে মোর
ভীষণ কাঁদা
কোন সাবানে
করলে গোসল
মনটা আমার
হবে সাদা?
দিচ্ছো যাকাত?
পরছ নামাজ?
বুঝছি তুমি
ভিষণ যাতা
পাপ করেছ
শাপ কুড়িয়ে
ভর্তি তোমার
পুণ্য খাতা
গরুর দুধেও
করলে গোসল
হবেনা তোর
পয়সা উসুল
তাই বলি মন
মোর কথা শোন
এদিক ওদিক না ঘুরে চল
স্রষ্টার কাছে সব খুলে বল
দূর হয় যদি ক্লান্তি ...
আমি নিশ্চিত ... আমি নিশ্চিত ...
পাবে তোর মন শান্তি।
২| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১
বিলুনী বলেছেন: দারুন সুন্দর হয়েছে ছড়া
পড়ায় লাগল ভাল ।
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্য হলাম ।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ভাল লেগেছে অনেক +
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অশেষ ধন্যবাদ।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:০১
মাকার মাহিতা বলেছেন: ছড়া ছন্দে আমি মুগ্ধ।এক ডালা প্লাস দিলাম।রেখে দিয়েন।
ও হা, পোষ্ট প্রিয় তে রাখলাম।
শান্তিতে থাকুন সবসময়!
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৫
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ দিয়ে ধন্য হলাম। প্লাস গুলো জড়িতে নিলাম। দোয়া করবেন আমার জন্য। দোয়া থাকবে আপনার জন্যও।
৫| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন। লিখতে থাকুন অবিরাম।
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৬
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ জানায় আপনাকে। দোয়া করবেন আমার জন্য। দোয়া থাকবে আপনার জন্যও।
৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি তো এক্কেবারে সত্য বাবু হয়ে গেছেন! চমৎকার হয়েছে।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৫
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
৭| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো।
স্রষ্টার কাছেই থাকতে হবে আমাদের
২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০২
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই।
৮| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৪
যারীন তাসনীম আরিশা বলেছেন: অসাধারণ!! প্লাস দিলাম। +++
২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১
তারেক ফাহিম বলেছেন: ছড়া ভালো লাগলো দাদা প্লাস দিলাম।
তয় আমার না হিংসে হয় আমি কবে পারুম এত সুন্দর ছড়া লিখতে
২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: পারবেন ভাই, দোয়া করলাম আপনার জন্য। ধন্যবাদ আপনাকে।
১০| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬
শিবলী আখঞ্জী বলেছেন: খুব সুন্দর
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ।
১১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ। +
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ।
১২| ২৪ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
কথাকথিকেথিকথন বলেছেন:
ছড়ায় ছড়ায় শিক্ষণীয় কথা । ভাল লেগেছে ।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৯
মেহেদী হাসান তামিম বলেছেন: স্বরবৃত্ত ছন্দে কবিতাটি না হয়ে মাত্রাবৃত্ত তে লিখা হলে আরো ভালো হতে পারত বোধ হয়। তবে আপনার কবিতার প্রতিটি পর্ব মারাত্মক আবেগী।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৮
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: আপনার পরামর্শের জন্য ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০১
সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতা নিয়ে ছড়াটি মন ছুয়ে গেল।।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৯
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অনেক ধন্যবাদ।
১৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৮
মলাসইলমুইনা বলেছেন: কবিতা, প্রার্থনা আর সমর্পন সব একসাথে হয়ে গেছে আপনার কবিতায়।আর তাতেই কবিতার নির্বাণ প্রাপ্তি। ভালো লেগেছে কবিতা খুব।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্য হল আমার কবিতাটি।
১৬| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৪
ফ্রিটক বলেছেন: সুন্দর লিখেছেন।
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৭| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৯
শাহ্জাদা আল- হাবীব বলেছেন: অসাধারণ!!
২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
১৮| ২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
২৫ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৭
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ।
১৯| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮
শামছুল ইসলাম বলেছেন: ছড়ায় ছড়ায় আত্মশুদ্ধি!!!
খুব ভালো হয়েছে।
++++
২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২২
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ শামছুল ভাই।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছড়ায় ভাল লাগা
আত্মসমর্পনেই শান্তি!
শুধূ ধর্মে নয়, প্রেমে, কামে, সংসারে সবকুলে
+++