![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হায়নার সাথে বায়না করে
ছিনিয়ে এনেছি মুক্তি
ভেঙেচুড়ে সব তোমাকেই দেব
অলিখিত এই চুক্তি!
তোমাকেই দেব কন্ঠমনিকা
তোমাকেই দেব দৃষ্টি,
তোমার মাঝেই বিলিয়ে দেব
সুধা অমৃত সৃষ্টি।
এপারেও দেখি তুমি নাই আজ,
ওপারেও দেখি তুমি নাই
তোমারে খুজিয়া, খুজিয়া ফিরিয়া
দেহ তরণী বয়ে যায়!
দেহখানি চাই সপিতে তোমারে
থাকিতে ইহার মর্ম
লাফিয়া উঠিবে দেখিলে তোমারে
ইহাই যে তার ধর্ম!
হতে যদি মোর ধনী শশুরের
একটি মাত্র মেয়ে গো ..
বাহিয়া যেতাম ভরা পাল তুলে
জীবন তরণী বেয়ে গো ..
ও গো তুমি আজ যেখানেই থাকো
চলে এসো এই ঠিকানায় -
যেখানে সপ্নে ভেলায় দুলেছি
বাতাস খেয়েছি দখিনায়।
২| ৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো হয়েছে।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম স্তবকটা দারুণ। শেষটা শুরুর মতো লাগেনি।
৩০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই। চেষ্টা চলবে আরো ভালো করার।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪
ওমেরা বলেছেন: ওমা গো ধনী শশুর চান তাও আবার একমাত্র মেয়ে !!
৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৬
নাঈম ফয়সাল নয়ন বলেছেন: হাহাহা। জী ভাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০
চাঁদগাজী বলেছেন:
সবাই ফিরে পেতে চায়