![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোডিয়ামের ওই লাইটে
দাড়িয়ে রোডের সাইডে
আজকে মধুর নাইটে
জিতবোই আমি ফাইটে!!
"মাস্তি হবে যে খুব"
মাত্র পাঁচশো টাকাতে
তেল আর জল মাখাতে
রাস্তার পাশে ফাকাতে
পাওয়া যায় এই ঢাকাতে।
"সস্তায় মেলে সুখ"
লোভাতুর চোখে তাকিয়ে
জ্বীব বের করে ঝাকিয়ে
পাঁচশত টাকা হাঁকিয়ে
এনেছি যে তাকে বাগিয়ে।
"মেটাতে দেহের ভুখ"
বিছানায় ফেলে হাপিয়ে
দুই পা তুলে লাফিয়ে
পরবো যখন ঝাপিয়ে
উঠবি রে তুই ককিয়ে।
"কম্পিত হবে মুখ"
তাতে কিবা মোর আসে যায়
পয়সা উশুল হওয়া চাই
জানোয়ার বেশে আমি তাই
তোদেরকে পায়ে পিষে যাই
"ভরাতে পিশাচি বুক"
বহুদিন পরে বিছানাই
অসুস্থ মনের আঙ্গিনাই
হাজারো অচেনা মুখ হায়
সারা গায়ে থুথু লেপে যায়।
"অভিশাপে আমি ডুব"
সত্তরে আজ পড়েছি
বুঝেছি যে পাপ করেছি
মরার আগেই মরেছি
পাপ দিয়ে পেট ভরেছি
"ভালো নেই আজ মুড"
ক্ষমা চাই আমি ক্ষমা চাই
তোমাদের কাছে ক্ষমা চাই
পা ধরে তোর ক্ষমা চাই
টান পরেছে কলিজায়
"কলিজায় বাধা হুক"
[ছবিঃগুগল]
২| ৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫২
আখেনাটেন বলেছেন: অপরাধ মন মাঝে মাঝে কঁকিয়ে উঠবেই।
ভালো লিখেছেন।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৮
কুঁড়ের_বাদশা বলেছেন: পতিতারা কারো সাথে সেক্স করার জন্য সেক্স করে না; ওরা সেক্স করে শুধুমাত্র পেটের দায়ে।ওরাও আমাদের বোন।
ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৪
আবু তালেব শেখ বলেছেন: ভাল লাগলো। এটাই ঘটছে এখন নিয়মিত।