নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট থাকতে পছনদো করি

নাঈম ফয়সাল নয়ন

সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা বলার চেষ্টা করি

নাঈম ফয়সাল নয়ন › বিস্তারিত পোস্টঃ

হেল্প পোষ্ট (ব্লগার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি)

১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

আমরা একটি গল্প প্রতিযোগিতার আয়োজন করেছিলাম যার নিয়ম হল- ১০০ শব্দের মধ্যে গল্প লিখতে হবে, যার শেষে থাকবে সাসপেন্স। অসংখ্য লেখকের লেখাও জমা পরেছে। কিন্তু একজন লেখকের লেখার মৌলিকত্ব বা নিজস্বতা নিয়ে প্রশ্ন উঠেছে। লেখক দাবি করছেন, লেখাটি মৌলিক এবং সম্পূর্ণ তার নিজস্ব কল্পনাপ্রসূত। কিন্তু যারা প্রশ্ন তুলেছেন তারা কোন প্রমাণ দিতে পারছেন না।

আমি জানি ব্লগে দেশের সব থেকে বাঘা বাঘা, চৌকস ও জ্ঞানী লেখকদের সমাবেশ। তাই নিচে আমি ১০০ শব্দের ওই গল্পটি তুলে ধরলাম। আপনাদের জানা মতে গল্পটি মৌলিক কিনা বা কোন প্লট থেকে কপি করা হয়েছে কিনা, হয়ে থাকলে তার কোন তথ্য প্রমাণ আছে কিনা তা জানালে চরম উপকৃত হতাম। আপনাদের বিচক্ষণ মন্তব্যের জন্য অগ্রীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

উক্ত গল্পটিঃ

শতবর্ষ পুরানো বিশালাকার জরাজীর্ণ লাইব্রেরি।সমস্তকিছু ধুলির আবরণে আবৃত।গা ছমছমে পরিবেশ।আবছা আলোতে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে মরিস।

কাঠঘড়িটির দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে মরিস। ঘড়িটিতে সময় একঘণ্টা বেশি। অর্থাৎ বারোটার পরে তেরোটা। বর্ণনানুযায়ী তাকে ঘড়িটি থেকে পাঁচফিট বামে যেতে হবে।সে তাই করলো।

লাল মলাটে বইটি এখন মরিসের হাতে। এখানেই আছে চির অমর হওয়ার রহস্য। মৃত্যকে জয় করার শ্লোক। আনন্দে চিৎকার দিয়ে উঠলো মরিস। সহসা চারপাশের সমস্তকিছু কাঁপতে শুরু করল। আবারো জেগে উঠল ক্ষুধার্ত লাইব্রেরিটা।.....

টং টং টং। ঘড়িতে তেরোটার ঘণ্টা বাজছে।আগন্তুক সকলের ন্যায় সদ্য বইবন্দি হল আরেকটি চরিত্র, মরিস। যন্ত্রণাদায়ক দ্বিতীয় চিৎকারটি, আর শোনা যায়নি।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


এটা নিরুপণের জন্যও একটা প্রতিযোগীতার ব্যবস্হা করেন!

২| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

এম আর তালুকদার বলেছেন: গল্পটি পরিপূর্ন ভাবে মৌলিক বলা যাবেনা পূর্বে পড়েছি বা শুনেছি এমন গল্পের সাথে ৮০ শতাংস মিলে যায়।

৩| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩১

শায়মা বলেছেন: হা হা চাঁদগাজী ভাইয়ার কথা শুনে হাসছি।

এ দেখি আরও বড় জ্বালা হলো এখন।


গল্প নকল না আসল সেই বিচারে বসতে হবে ভাইয়া।

৪| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

আবু তালেব শেখ বলেছেন: বুঝিনা

৫| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৮:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মরিস নামটাই মৌলিকত্ব হারানোর সুযোগ করে দিয়েছে...

৬| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১২

আরজু পনি বলেছেন: গল্পটা ভালো লেগেছে।
হতে পারে কোন বিদেশী কাহিনি থেকে লেখক ধারণা পেয়েছেন। সেক্ষেত্রে মৌলিক হলেও হতে পারে। কেননা আমার এক বন্ধুকে চিনি যিনি মৌলিক লেখাই লেখেন অথচ পড়লে মনে হবে বিদেশী গল্পের অনুবাদ।

তবে, পোস্টের শিরোনাম দেখে ভাবলাম শুধুমাত্র 'ভাই' রা কী হেল্প করবে দেখে আসি একটু যা বোনরা করতে পারবে না!! :D

৭| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: গল্পটা ১০০% মৌলিক না। বিদেশি গল্প। তবে উনি নিজের মতো করে লিখেছেন। থিমটা তার না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.