![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘন বর্ষার সন্ধ্যা – কাদিছে ধরণী সন্ধ্যা অবধি ,
নিথর নিরব চারিদিকে যেন চাপিয়া ধরেছে বন্ধ্যা ।
ক্ষণকাল পরে দুরে সরে সরে গর্জে উঠিছে বাজ ।
তারি সাথে সাথে প্রেয়সীরে বড় মনে পরিতেছে আজ ।
এমন নিঝুম বর্ষার সাঁঝে কিংবা সারাটি বেলা ,
তোমার চোখ কি কখনো খেলেছে স্বপ্ন বোনার খেলা ?
তুমিও কি আজ আমার মত হয়েছ গো আনমনা ,
তুমিও কি আজ আমার অভাবে কাঁদছো সারাটি বেলা?
কাঁদো নাই কাঁদো ,ভাবো নাই ভাবো ;
নাই করো হাহুতাশ -
তোমার দু'চোখে দেখেছি প্রেয়সী আমার সর্বনাশ!!
২| ০২ রা মে, ২০১৮ রাত ৯:৩৮
আবু আফিয়া বলেছেন: ভাল লাগল
৩| ০২ রা মে, ২০১৮ রাত ১০:০৫
শামচুল হক বলেছেন: সুন্দর কবিতা
৪| ০৩ রা মে, ২০১৮ ভোর ৪:১৩
সোহানী বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৮ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: যদি দু'চোখে সর্বনাশই দেখে থাকেন। তাহলে বেশি কাছে যাবেন না।