![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেলারঃ নাম কি?
আসামীঃ ফয়সাল
জেলারঃ বয়স?
আসামীঃ ২৭
(কিছুক্ষণ ভাবনা চিন্তার পর)
জেলারঃ মার্ডার কেস?
আসামীঃ জী
জেলারঃ ডাবল মার্ডার?
আসামীঃ জী
(আরো কিছুক্ষণ ভাবনা চিন্তার পর)
জেলারঃ আগামীকাল তোমার ফাসি কার্যকর হবে। জীবনের শেষ ইচ্ছা বল?
আসামীঃ স্যার, ইচ্ছা আমার একটাই! ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে বাড়াবাড়ি করার মধ্যে কি আনন্দ লুকিয়ে আছে তা একবার জানতে চাই!!
জেলারঃ মানে?
আসামীঃ মানে প্রতি বছর ফুটবল বিশ্বকাপের সময় আমাদের দেশের ব্রাজিল এবং আর্জেন্টাইন ভক্তগন শুধুমাত্র সমর্থন বা ফুটবল কে উপভোগ না করে মাইলকে মাইল পতাকা বানিয়ে, বাড়ির ছাদে পায়খানার ট্যাংকিতে পতাকা টাঙিয়ে, এমনকি এক পক্ষ আরেক পক্ষের সাথে হাতাহাতি মারামারি খুনোখুনি করে কোন সুখের সন্ধানে তা একবার জানতে চাই স্যার!!
জেলারঃ জেলের ভেতরে তো তোমার এই আজব সখ পূরনের কোন ব্যবস্থা নেই! জেলে আসার আগেই সে সখ পূরন করে আসতে পারতে!!
আসামীঃ আজ্ঞে স্যার ওই সখ পূরন করতে গিয়েই তো আজ আমি ফাসির আসামী!!!
জেলারঃ কিভাবে??
আসামীঃ আমি স্যার এমন অনেক ছেলেকে দেখেছি যার ঘরে চাল নেই সে কিনা প্রতিপক্ষ দলের সাথে পাল্লা দিয়ে পতাকা উড়াচ্ছে!! এমন অনেক জ্ঞানী ও শিক্ষিত মানুষ দেখেছি যারা কিনা ঘরে বউ ছেলে মেয়ের চাহিদা না মিটিয়ে পতাকা মিছিল করে বেরাচ্ছে!! এমন অনেক মাস্তান দেখেছি যাদের মা, বোন রাস্তায় লাঞ্চিত হচ্ছে অথচ তারা প্রতিপক্ষ সমর্থক দলের বিরুদ্ধে রামদা মিছিল করছে, এমনকি কেউ কেউ খুনও করছে!!! যেমন…
জেলারঃ থামলে কেন? যেমন?
আসামীঃ যেমন স্যার… আমি!!! এসব অন্ধ সমর্থকেরা এসব করে কি মজা পায় তা জানার জন্য প্রথমে ইয়া বড় পতাকা বানালাম, তারপর বিভিন্ন দলের পতাকা বানিয়ে গাছে গাছে ডালে ডালে বাঁধতে শুরু করলাম! কিন্তু কোন মজা পেলাম না!! তারপর ব্রাজিল আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে একেক সময় একেক মিছিল মিটিং করে বেড়ালাম!! তাও কোন শান্তি পেলাম না!! এরপর একদিন দুই গ্রুপের মধ্যে বেধে গেল রিরাট সংঘর্ষ, আমিও ভাবলাম এইতো সুযোগ! হয়তো দুয়েকটা মাথা ফাটাতে পারলে শান্তি পাবো!! যেই কথা সেই কাজ!! একটা বড় বাশ নিয়ে একটা ব্রাজিল আর একটা আর্জেন্টিনার সমর্থকের মাথায় দিলাম বারি!! মাথা ফেটে তারা মারা গেল!! আর আমার ফাসি হল!! কিন্তু স্যার, আজো এই ফুটবল উন্মাদনার কারণ খুজেঁ পেলাম না!! …… আমার মা, আমার বোন ঘরে না খেয়ে আছে আর আমি রাস্তায় রাস্তায় আর্জেন্টিনা বা ব্রাজিল বলে চিল্লিয়ে বেড়াচ্ছি কোন সুখে তা জানতে পারলাম নাহ!!!
২| ২১ শে জুন, ২০১৮ রাত ১০:৫৮
ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল ।
৩| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:০১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভবুদ্ধির উদয় হউক।
৪| ২১ শে জুন, ২০১৮ রাত ১১:০৭
স্রাঞ্জি সে বলেছেন: হা হা, মন ভরে হাসলাম।
৫| ২২ শে জুন, ২০১৮ রাত ১২:২১
তারেক_মাহমুদ বলেছেন: বাহ বেশ লাগলো।
৬| ২২ শে জুন, ২০১৮ রাত ১২:৩৬
মোঃ জিদান খান (অয়ন) বলেছেন: বিশেষ ক্ষমার জন্য আবেদনের সুযোগ কি আছে এখনো?? ভালো লাগলো পড়ে।
সময় পেলে ব্লগটি ঘুরে আসবেন।
৭| ২২ শে জুন, ২০১৮ ভোর ৬:০২
সিগন্যাস বলেছেন: হে হে
এতো এক্সপিরিমেন্ট ভালো না
৮| ২২ শে জুন, ২০১৮ সকাল ১১:২৩
মোছাব্বিরুল হক বলেছেন:
ব্যাপক বিনোদন পেলাম।
সত্যি ভাই আমারো জানার খুব ইচ্ছে, কি আনন্দ ভিন দেশের জন্য গলাবাজি করে গলা ফাটিয়ে! কি আনন্দ আছে তাদের সমর্থনে নিজেদের মধ্যে মারামারি করে!
বিঃদ্রঃ আপনার গল্পের মত এমন উপায়ে অভিজ্ঞতা সঞ্চয়ের ইচ্ছা আমার নেই।
৯| ২২ শে জুন, ২০১৮ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: আমি মোটেও হতাশ হইনি। ২য় রাউন্ডে আমরা যাবোই। যদিও সমীকরনটা বেশ কঠিন।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৮ রাত ১০:৪৪
ঢাকার লোক বলেছেন: যে কারণে এ ও লাফায় !
https://www.youtube.com/watch?v=GpnsjJfoa5w