নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সীমাহীন সমর

নয়ন_রংপুর

নিজের সম্পকে বলা খুব শক্ত

নয়ন_রংপুর › বিস্তারিত পোস্টঃ

জেনারেশন জেডকে খোলা চিঠি

১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৬

!!!! জেনারেশন জেড কে খোলা চিঠি!!!!

বিপ্লব এত সস্তা কোন শব্দ নয়! বিপ্লব অর্থ দীর্ঘ দিনের ঘুনে ধরা সমাজের আমূল পরিবর্তন। একটি দেশের সরকার উৎখাত গণঅভ্যুত্থান বা সশস্ত্র যুদ্ধ, যে কোন ভাবেই হতে পারে! তবে তা ওই পর্যন্তই, যদি না সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয়। অর্থাৎ, রাষ্ট্রক্ষমতার উৎপাটন+সাংস্কৃতিক পরিবর্তন = বিপ্লব। প্রথমটার জন্য প্রয়োজন শ্রেফ রক্তের, যা ইতিমধ্যে যথেষ্ট দেয়া হয়েছে; দ্বিতীয়টার জন্য প্রয়োজন মূলঃত অভ্যাসের বদল,,যা খুবই কঠিন। যে কারণে এ পৃথিবীর বহুত অভ্যুথান, বহুত বলিদান বিনষ্ট হয়েছে। যেমন এদেশেই হয়েছে ৭১'র পরে। ক'জন যানে ৭১ পরবর্তী শেখ মুজিব নামক উজ্জ্বল নক্ষত্রের ব্যর্থতা, পঁচণ ও নির্মম পতনের পিছনে ছিল তার সাংস্কৃতিক পরিবর্তনকে এগিয়ে নিতে পুরোপুরি ব্যর্থতা। এজন্য অভ্যুত্থান পরবর্তী রাস্ট্র পরিচালনায় প্রয়োজন হয় উচ্চশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানুষদের। সেখানে রাজপথে স্লোগান দেয়া জনগণের না থাকলেও চলে। বরং তাদের দরকার আবারো মাঠে, সেই রাস্ট্রশক্তির নির্দেশিত সাংস্কৃতিক পরিবর্তনকে সফল করতে।

আশা করি, ২৪'র অভ্যুত্থান পরবর্তী আপাতঃত সকল প্রতিঅভ্যুত্থান, বিচারিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, হওয়ার চেষ্টা হলেও মনে হয় লাভ নেই। তাই এটাই উপযুক্ত সময় সাংস্কৃতিক অভ্যুত্থানের। যে পরম মমতা এই যে ছোট ছোট স্কুল কলেজ পড়ুয়া বাচ্চারা দেখাচ্ছে, এই স্পিরিটটিকে তাদের মাঝে বিদ্যমান রেখে তাদের দিয়েই তা সম্ভব। পুরোনোরা বহুত আগেই পঁচে গিয়েছে। এই বাচ্চারাই নিজ ঘরে আগে জিজ্ঞেস করুক নিজ পিতাকে যে তার আয় কত; এই বাচ্চারাই রাস্তায় ট্রাফিক আইন শিক্ষা দিক তথাকথিত জনগণকে ও পরিবহণ শ্রমিককে; এই বাচ্চারাই আওয়াজ তুলুক আমাদের পরিধেয় বস্ত্র আমাদের আবহাওয়া উপযোগী কিনা; বিদেশী মানেই দেশীর চেয়ে বেটার কেন, তাহলে আমরা এতদিনে বেটার নই কেন; বেটার হতে হলে কি করা উচিৎ; অফিসে অফিসে কেরাণী ও অফিসারের মোড়কে যে কেরাণীরা বসে আছে জনগণকে হয়রান করার জন্য, তাদের দূর্নীতির বিরুদ্ধে ওরা অভিযান চালাক অফিসে অফিসে; সকল নিয়ম ভঙ্গের বিরুদ্ধে হোক আর্থিক জরিমানা; শিক্ষার আমূল পরিবর্তন হোক; স্বাস্থ্যখাত, পুলিশ ও বিচারবিভাগে হোক দৃশ্যমান পরিবর্তন; পুরোনো সকল অনাচারের বিরুদ্ধে আওয়াজ উঠুক কেন কেন কেন; সকল ক্ষেত্রে আওয়াজ উঠুক কি কেন কিভাবে!! নতুনদের এই কি কেন কিভাবের উত্তর দিবে আপনার আমার মত এতদিনের পুরোনো নষ্ট ও শয়তানরা!!

এই কি কেন আর কিভাবের সদুত্তর ও সফলভাবে পরিবর্তন ও বাস্তবায়নের ভিতরেই লুকিয়ে আছে প্রতিটি উন্নত রাষ্টের দার্শনিক ভিত্তি। এই ভিত্তি শক্তভাবে শিকড় স্হাপনের আগে জেনারেশন জেড তাই রাজপথ ছেড় না। কারণ ৪৭ এ বৃটিশ ও হিন্দু জমিদারী অত্যাচার ও শোষন থেকে তোমাদের কৃষক গ্রেট গ্রান্ড ফাদাররা যে আশায় ১ম স্বাধীনতা এনেছিল, তোমাদের গ্রান্ড ফাদাররা ২য় বার যে আশায় ৭১ এ বহু বলিদানে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছিল, তারা এবং গত ৫০ বছরে তোমাদের বাপ চাচারা নষ্ট সিস্টেমকে বহাল রেখেই পরতে পরতে যে ক্যানসার তৈরী করেছে, তা তারা নিরাময় করতে পারবে না, যদি না তোমরা এই সাংস্কৃতিক বিপ্লব সাধিত না হওয়া পর্যন্ত রাজপথের দখল অব্যাহত রাখ। আর হ্যাঁ, মনে রাখতে হবে, রাজপথ রক্ত চায়! বিকজ পিস নেভার কামছ্ ফলোয়িং টু দা ওয়ে অব পিছ এন্ড রিমেমবার দ্যাট এনি বার্থ ইজ পেইনফুল!!

আল্লাহ হাফেজ! বিপ্লব দীর্ঘজীবি হোক!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৩

সোনাগাজী বলেছেন:


আপনি নিজে কোন জেনারেশনে আছেন: Gen Z, Gen F ?

২| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৯

কামাল১৮ বলেছেন: যা দেখছি তাতে এটাকে বিপ্বব না বলে প্রতিবপ্লব বলা চলে।সমাজের কোন অগ্রগতি না হলে তাকে বিপ্লব বলে না।পরিবর্তন বলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.