নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

মহাকালের সীমানা

০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:২৭

এখনো ঢের দিন বাকী।
সময় ফুরিয়ে আসছে, তবুও।
কোন এক দিন সকালে দেখেছিলাম
দোয়েল দম্পতির শিশির স্নান
হিজল পাতার কার্নিসে
সূর্যের দরাজ সালাম।

পালকহীন ডানা ঝাপটানো
সদ্যজাত মৌটুসী কন্যা
নরম উষ্ণতায়।
আর দিন বিকালে দেখেছিলাম
অবাক দৃষ্টির সীমানায়-
হলুদ মাঠ।
দখিনা বাতাসে দোলখায়
বিস্তৃত সর্ষের ক্ষেত।

আমের মুকুলে পাই জৈষ্ঠের ঘ্রান
কাঁঠাল গাছের সহস্র জরায়ু।
তার পর বিদায়ী সূর্যের শেষ উপহার
গৌধুলি লগন।
রাখালের ঘরে ফেরা।
নিথর পড়ে থাকা একেলা মাঠ
আকস্মিক শুন্যতায়।

এভাবেই ফুরায় আবর্তিত সময়।
দাঁড়িয়ে আছি মহাকালের সীমানায়।

তার পর ভুল ভাঙ্গে
দেখি সকালের শিশির
দোয়েল দম্পতি, মৌটুসী কন্যা
সময় ফুরায়।
তবু বাকী থাকে ঢের দিন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৫ বিকাল ৫:১২

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ! দারুণ লাগলো।

২| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৩৯

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ...

৩| ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:৪৬

নয়ন বিন বাহার বলেছেন: ভ্রমরের ডানা ভাই, আপনাকে স্বাগতম! আমার ব্লগে আপনি মন্তব্য করেছেন। আমি নতুন, একটু দৃষ্টি রাখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.