নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য

০৭ ই মে, ২০১৫ দুপুর ২:০৮

Dr. Stoven Kobbe সফল মানুষের জীবন পর্যালোচনা করে দেখতে পেলেন যে, প্রতিটি সফল মানুষের জীবনে Common কিছু বৈশিষ্ট্য বা গুন আছে। তিনি এ গুন গুলো নিয়ে একটি বই প্রকাশ করেন। বইয়ের নাম হল “Common Virtue In Seven"। বইটি পৃথিবীর ৩২ টি ভাষায় ৭২ টি দেশে প্রকাশিত হয়। আমেরিকাতে বিক্রি হয় ১ কোটি ২০ লক্ষ কপি।

কী সেই ৭ টি গুন? যার কারনে মানুষ পৌঁছে যায় সফলতার স্বর্ণ শিখরে-

Common Virtue In Seven

৭ নং গুন : নিজকে Recharge করা বা Shine করা;
৬ নং গুন : যা-ই করি না কেন যৌথভাবে করা;
৫ নং গুন : অন্যের কথা শোনার অভ্যাস;
৪ নং গুন : আমিও জিতব তুমিও জিতবে অর্থাৎ আমি জিতলেও তুমি পরাজিত হবে না;
৩ নং গুন : Priority ভিত্তিতে কাজ করা;
২ নং গুন : লক্ষ্যবস্তু নির্ধারন করতে পারার ক্ষমতা;
১ নং গুন : Pro-Active Attitude.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.