নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

শুভ্রবসনা রজনীগন্ধা

২৫ শে জুন, ২০১৬ সকাল ১১:০৩


আপনার নাম কি?
আমার নাম দিয়ে আপনি কি করবেন?
আমি আপনার একটা নাম দিয়েছি, মিলিয়ে নিতাম।
কি নাম দিয়েছেন?
-শুভ্রবসনা রজনীগন্ধা।
কোথায় পেলেন এ নাম?
নজরুলের একটা গান আছে।
ধার করেছেন বুঝি?
-ওনারা মহৎ অকৃপণ। তাই তাঁদের কাছ থেকে নিশ্চিন্তে ধার নেওয়া যায়।
আর কারও কাছে বুঝি কিছু চাওয়া যায় না?
তাতে ঠকতে হয়।
অনেক ঠকেছেন দেখছি।
অনেক কিনা জানিনা। তবে ঠকেছি।
- তা আমার এরকম নামের মানে কি?
শুভ্রবসনা রজনীগন্ধা?
হ্যাঁ !
আপনাকে দেখলে আমার শুধু একথাটা মনে পড়ে । শুভ্রবসনা রজনীগন্ধা। সত্যি বলতে কি রজনীগন্ধা আমার প্রিয় ফুল। প্রিয় রং সাদা। আপনি দেখি প্রায়ই সাদা পোষাক পরেন। সাদা পোষাক; রজনীগন্ধা.........
আর বেশি কিছু জানিনা।
আপনি অনেক কিছুই জানেন না।
তাতো সত্যিই। অনেকেই বলে। মেনে নিয়েছি।
কতজন থেকে এরকম সনদ নিয়েছেন?
আপনার মত সনদ কেউ দেয়নি।
আমার সত্যবাদী যুধিষ্ঠির।

এরকম কিছু সাদা মাটা আলোচনা দিয়ে নিখিলের সাথে পরিচয়। নিখিল নামটাও সেদিন জানা হয়নি। জানা হয়নি অনেক কিছুই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.