নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

আমাকে হারিয়ে দাও

১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬

হারবো বলেই দুহাত পেতেছি
এসো আমাকে হারিয়ে দাও।।

আমাকে হারিয়ে দাও
আমি হারতে চাই।।

পরাজয়ের বেদনাই আমাকে
জয়ের আকুতি শোনায়।।

চাইলেই কাউকে জিতিয়ে দেওয়া যায় না;
তবে চাইলেই হারানো যায়-
জেতানো অনেক কঠিন: হারানো সহজ
বলেই তোমাকে সহজের আমন্ত্রন।।

সবাই জিততে চায়,
জিততে জিততে ক্লান্ত হলেও
কেউ জয়কে হাতছাড়া করে না।।

আমি বরাবরের মতোই সংখ্যালঘু।
প্রতিযোগীতায় আমার চরম অনীহা।
তাই ঝামেলাহীনের দলেই আমার স্বস্তি।

এখন আর বুক ধড়পড় করে না;
গলা শুকিয়ে যায় না;
হঠাৎ মাথা ঘুরায় না;

কারন এখন আমি জানি-
কিভাবে হারতে হয়।।

নিশ্চিত পরাজয়ের জন্য কোন উদ্বেগের দরকার নেই।।
রাতের অন্ধকার কি দিনের আলোকে ঘৃণা করে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৯

আফসানা মিমি বলেছেন: হারানোর মাঝের আনন্দ :)

২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮

নয়ন বিন বাহার বলেছেন: হারানোর আনন্দ বুঝতে পারাটা সহজ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.