নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
আমি একজন সুখী মানুষ|
এই কথাটি তুমি এবং আরও অনেকে
বিশ্বাস করতে পারনি।
হেসে উড়িয়ে দিলে।
তাকিয়েছিলে আষাঢ়ের বিশ্বাসঘাতক আকাশের মত।
সেখানে ছিল অবিশ্বাস, হিংসা, ক্রোধ আর করুনার আলো।
শৈশবের মামা বাড়িতে একদিন
এক সন্যাসী এসেছিল।
ইয়া বড় এক ঝুলি ঝুলানো ছিল কাঁধে।
বেশ হৃষ্টপুষ্ট, কৌতুহল জাগায় মনে।
সন্যাসী একেকজনকে একেকটি বর দিতে লাগল।
কাউকে ধনী বানিয়ে দিল, কাউকে সুখী,
কেউ হল প্রফেসর, কেউ ডাক্তার।
সবার শেষে আমি।
‘তুমি কি হবে বাবা?’ সন্যাসী বলেছিল।
আমি বলেছিলাম,‘আমি হব দুঃখী।’
তোমার কাছে যদি দুঃখ থাকে তবে
আমাকে দাও।
আমি না হয় দুঃখীই হলাম।।
সেদিন সন্যাসী আমাকে ঠিকই দুঃখ দিয়েছিল।
তার চোখে দেখেছিলাম কান্না;
শুনেছিলাম তার অপারগতা।
‘না বাবা, না!
তোমাকে আমি দুঃখ দিতে পারব না।
কারন দুঃখ ছাড়া যে আমার আর
কিছুই নেই। এতটুকুই আমার সম্বল।’
সেদিন সে সন্যাসী আমাকে
কোন দুঃখ না দিয়েই অনেক দুঃখ
দিয়ে চলে গেল।
আমি তার মত সন্যাসী হতে চেয়েছিলাম।।
২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৫
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ, আপু...........
২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৬
SwornoLota বলেছেন: মুগ্ধ!!
২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪১
নয়ন বিন বাহার বলেছেন: মুগ্ধতার জন্য একরাশ মুগ্ধতা ................
৩| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৫
সিগনেচার নসিব বলেছেন: বাহ !
চমৎকার ভাবে সাজিয়ে লিখেছেন
শুভেচ্ছা নিবেন অনিঃশ্বেস
২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৬
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ নিরন্তর.......
আপনার জন্য শরতের অগ্রিম স্নিগ্ধতা.........
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৩
আফসানা মিমি বলেছেন: বাহ!!!!