নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

কেউ আমাকে ভালবাসলেই দুঃখ পেতাম

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩০

আমাকে কি একটু দুঃখ দিবে?
যদি পার আমাকে একটু কষ্ট দাও।
আমি কোন দিন দুঃখ পাইনি
আমি কোন দিন কষ্ট পাইনি।।

কোন একদিন এক মানষীকে বলেছিলাম ভালবাসি।
মানষী ভালবাসেনি।
আমি দুঃখ পাইনি।
যদি ভালবাসত হয়ত কষ্ট পেতাম।
ভালবাসার কষ্ট।।

ফাগুনের গৌধুলী বেলায় শুনেছিলাম রাখালিয়া সুর।
সে সুর প্রাণে তুলেছিল ঝড়।
রাখালের কাছে সুর চেয়েছিলাম।
রাখাল কোন সুর দেয়নি।
আমি দুঃখ পাইনি।
যদি সুর দিত হয়ত কষ্ট পেতাম।
কেটে যাওয়া সুরের কষ্ট।।

শুনেছিলাম কৃষ্ণ চতুর্দশীর রাতে
প্রত্যুষের নিকটতম প্রহরে
যদি একাকী দক্ষিনমুখো অন্ধকারের সাথী হওয়া যায়
তবে দুঃখ আসবে অনায়াসে।

আমি কৃষ্ণরাতের সঙ্গী হলাম।
আর অবাক হলাম; পেলাম উষ্ণ আলিঙ্গন।
সেখানে খেলা করে স্বপ্ন আর মায়া।

আমি মায়াবী হয়ে গেলাম।
কোন দুঃখ পেলাম না।

এক বন্ধুর পাল্লায় পড়ে বিজ্ঞাপন দিলাম।
'দুঃখ চাই দুঃখ; আমাকে যে দুঃখ দিতে পারবে
সে পাবে ইনাম; আরও কত কি........'

অবাক হলাম।
এত লোক আমাকে দুঃখ দিতে চায়।
মজাও পেলাম।
দুর্ভাগ্য আমার।
তাদের দুঃখ দেওয়ার স্টাইল দেখে আমি নিজকে ভাবলাম মহাসুখী।
কেউ আমাকে দুঃখ দিতে পারল না।।

অবশেষে মঘা সন্যাসী রহস্যটা ভাঙ্গল।
বলেছিলো,'তুমি কোনদিন দুঃখ পাওনি;
কোনদিন দুঃখ পাবেও না। কারন যতক্ষন না কেউ
তোমাকে ভালবাসবে ততক্ষন তুমি দুঃখ পাবে না।'

আমি এবার বুঝলাম।
কেন এতদিন দুঃখ পাইনি।
'আমাকে কেউ ভালবাসেনি।
কেউ আমাকে ভালবাসলেই
আমি দুঃখ পেতাম।
ভালবাসার দুঃখ।।'

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: সমস্ত দুঃখ-কষ্ট নিপাত যাক ;) ;)
সুন্দর হয়েছে।

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৬

নয়ন বিন বাহার বলেছেন: কবির ভাই অাপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।

২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫

নয়ন বিন বাহার বলেছেন: স্বাগত রাজপুত্র ভাই। ভাল থাকবেন নিরন্তর....

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪৭

মঈনউদ্দিন বলেছেন: দারুন লেখছেন! ভাল লাগছে

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬

নয়ন বিন বাহার বলেছেন: ভাললেগেছে শুেন খুিশ হলাম। শুভকামনা......

৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৩

সিগনেচার নসিব বলেছেন: বেশ ভাল লেগেছে +++

১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ নিবেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.