নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
পূর্ব প্রকাশের পর.....
আমাকে প্রিয়জনের মত আশ্বস্ত করে সে শুরু করল সঙ্গীত সুর -
রাজ কন্যার জানালার পাশে থাকত একটা দোয়েল। একদিন, দুদিন, সবদিন দোয়েলটি প্রেমে পড়ল রাজকন্যার। একদিন সাহস করে দোয়েলটি রাজকন্যাকে জানাল তার নিভৃত ভালবাসার কথা।
রাজকন্যাতো হেসে কুটি কুটি। গড়াগড়ি। রাজকন্যার সেকি মাতামাতি। থামতে চায় না। দোয়েল ভয় পেয়ে গেল। না জানি কি বলতে কি বলে ফেলল। ভেবেই আকুল।
অবশেষে রাজকন্যা গম্ভীর হয়ে তাকাল দোয়েলের দিকে।
বলল- সত্যিই কি তুমি আমাকে ভালবাস?
একটু ভরসা পেল দোয়েল। সাহস করে আত্মবিশ্বাসের সাথে বলল, হ্যাঁ ভালবাসি।
প্রমান করো।
চারপাশে সমুদ্রের ঢেউ তুলে রাজকন্যা বলল।
কলজে শুকিয়ে গেল দোয়েলের। কিভাবে প্রমান করবে তার ভালবাসা। ভালবাসা কি প্রমান করা যায়। দুচোখে অসীম শূন্যতা তৈরী করে সে তাকিয়ে রইল রাজকন্যার দিকে। রাজকন্যার দুচোখে তখন নিশ্চল চঞ্চলতা।
রাজকন্যা বলল, ঠিক আছে তুমি আমাকে একটা গোলাপ এনে দাও। তবেই বুঝব তোমার ভালবাসা। তোমার সাথে আমি নাচব, গাইব, বেড়াবো।
বেলি ফুলের গন্ধ মেশানো স্নিগ্ধ বাতাস ছুঁয়ে গেল দোয়েলের মনে।
সূর্যের সোনালী রথে চড়ে বাতাসের ঢেউয়ের তালে গা ভাসিয়ে দিল দোয়েল।
একটি গোলাপের জন্য।
কিন্তু দোয়েলের বাগানে কোন গোলাপ নেই। কোথাও নেই। চারদিকে গোলাপের হাহাকার। গোলাপ শুন্য প্রতিটি বাগান।
গোলাপ কোথায় পাবে দোয়েল।
হাওয়ায় নাচতে নাচতে দোয়েল গেল একটি গোলাপ গাছের কাছে। তার কাছে চাইল একটি গোলাপ।
আমার গোলাপ তো সাদা। তোমার লাগবে হৃদয় রঙের গোলাপ। তুমি বরং আমার ভাইয়ের কাছে যাও। ও হয়তো তোমাকে সাহায্য করতে পারবে।
দেয়েল আবার উড়ে উড়ে এল অন্য গোলাপ গাছের কাছে। চাইল একটি গোলাপ।
-আমার গোলাপতো হলুদ রঙের। সূর্যমুখীর পাপড়ী যেমন হলুদ, ঝরা পাতা যেমন হলুদ তার চাইতেও বেশী হলুদ আমার গোলাপ। এই গোলাপ দিয়ে তো তোমার হবে না। তুমি বরং আমার ভাইয়ের কাছে যাও। যে থাকে রাজকন্যার জানালার নিচে।
চাঁদের মুক্তোর রথে চড়ে দোয়েল এল রাজকন্যার জানালার নিচের গোলাপ গাছের কাছে।
প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে দোয়েল তার নিবেদন জানাল গোলাপের জনকের কাছে।
শরতের আকাশে টুকরো টুকরো মেঘ জমে যেমন ঘটায় অঝোর বরিষন তেমনি সময়ের সমসাময়িকতা আমার হৃদয়ে জাগিয়েছে রাজকন্যার প্রতি অজস্র ভালবাসা। আমার এ প্রণয় প্রমান করতে হবে। লাগবে একটি রক্তিম গোলাপ। বিশ্বসংসার তন্নতন্ন করে খুঁজে এসেছি। পাইনি। যদি গোলাপ না পাই তবে রাজকন্যাকে আমি হারাব। রাজকন্যা বলেছে গোলাপ নিয়ে গেলে সে আমার সাথে নাচবে, গাইবে।গোলাপ না পেলে রাজকন্যা হাসবে না।
আমার একটা গোলাপ চাই। ভালবাসার গোলাপ।
হরিনের মত কান খাড়া করে সকল কথা শুনল গোলাপ গাছ। ঈষৎ অস্থির মনে হল তাকে কিংবা অস্বস্থি।
ভাই দোয়েল। নির্লিপ্তভাবে শুরু করল গোলাপ গাছ।
আমার একটিই ছিল রক্ত গোলাপ। কিন্তু দেখ তুষার পড়ে কেমন বিবর্ন হয়ে গেছে। এই গোলাপ দিয়ে তো তোমার হবেনা।
ফাটা বেলুনের মত চুপসে গেল দোয়েল। মাথাটা দুলে উঠল যেন। কোন রকমে আকড়ে ধরল একটি নড়বড়ে ডাল। ফ্যাকাশে গলায় বলল, যে করেই হোক আমার একটি গোলাপ লাগবে। তুমি ছাড়া আর কোন ভরসা নেই। ভাই একটি গোলাপ।
একটা উপায় আছে দোয়েল ভাই। কিন্তু সেটা বড়ই কঠিন হবে। তুমি বরং বাদ দাও।
যে গোলাপ না পেলে ভালবাসবে না সে তোমাকে গোলাপ পেলেও ভালবাসবে না। তুমি বুঝছ না কেন?
-না ভাই, তুমি যেভাবে ভাবছ তা ঠিক নয়। বল না কি করলে একটি গোলাপ পাই? আমি সব করতে রাজি আছি। তুমি শুধু বল।
-তুমি গোলাপ পাবে ঠিকই তবে তখন হয়তো তোমার জীবন থাকবে না।
-জীবনের বিনিময়ে গোলাপ? বড্ড বেশি দাম। হ্যাঁ ভালবাসার জন্য তো দামী জিনিসই উৎসর্গ করতে হয়। কি বল। তবেই না ভালবাসা। There is no risk in selling the head to the heart. ভালবাসার কাছে মাথা বিক্রিতে কোন ঝুঁকি নেই। তুমি বল কি করতে হবে আমাকে। আমি রাজি।
গভীর এক দীর্ঘশ্বাস গোপন করে গোলাপ গাছ বলল, তুমি সারারাত আমার কাঁটায় বুক পেতে বসে আমাকে গান শুনাবে। গান থামতে পারবে না। সারারাত রুপালী জোছনায় তুমি গান গাইবে। আমার শিরাগুলো তোমার হৃদপিন্ড থেকে রক্ত নিয়ে গোলাপের গায়ে রঙ মাখাবে। নিরবিচ্ছিন্ন গানের তালে নিরন্তর গতিতে তোমার রক্তকনিকা আমার শিরা উপশিরায় প্লাবিত হয়ে তৈরী হবে একটি ভালবাসার রক্ত গোলাপ।........চলবে
©somewhere in net ltd.