নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
কোথাও আকাশ দেখিনা
আমাকে এক চিলতে আকাশ দাও
আমি উড়াব একটা রঙিন ঘুড়ি।
কোথাও অরন্য দেখিনা
আমাকে এক টুকরো অরণ্য দাও
আমি দেখব একটা রঙিন প্রজাপতি।
কোথাও ভরা যৌবনা নদী দেখিনা
আমাকে একটা নদী দাও
আমি ভাসাব পালতোলা নৌকা।
কোথাও ঝোপের জঙ্গল দেখিনা
আমাকে একটা ঝোপের জঙ্গল দাও
আমি ডাহুকের সাথে খেলব লুকোচুরি।
কোথাও দেখিনা হাওড় বিলের ছড়াছড়ি
আমাকে একটা বিলের সন্ধান দাও
আমি দেখব ধবল বকের ওড়াওড়ি।
কোথাও দেখিনা প্রবীন গাছের সারি
আমাকে একটা কালোত্তীর্ন বাগান দাও
যার ছায়ায় তাড়াব প্রাণের আহাজারি।
কোথাও শান্তি দেখিনা
আমাকে একটা সুষ্ঠু পরিবার দাও
আমি দেব বাস্তবিক শান্তির সমাজ।
কোথাও মনুষ্যত্ব দেখিনা
আমাকে একটা মানুষ দাও
আমি তাড়িয়ে দেব অন্ধকারের হাতছানি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪
নয়ন বিন বাহার বলেছেন: রহমান ভাই, ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন নিরন্তর........
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রতিউত্তর করায় আপনাকেও ধন্যবাদ!
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৯
সিগনেচার নসিব বলেছেন: সাবলীল
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ নসিব ভাই। আপনার ভাললেগেছে বলে। ভাল থাকবেন নিরন্তর।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২১
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। আপনার ভাললেগেছে জেনে আমি অনুপ্রানিত। ভাল থাকবেন নিরন্তর.........
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আমাদের একটা মুক্ত আকাশ খুব দরকার, যে আকাশের নিচে নির্ভয়ে ঘুরবো .... একটা মনুষ্যত্বপূর্ণ বিবেকবান মানুষের দরকার সমাজের অন্ধকার দূর করার জন্য।
মানুষ সব মানুষ হয়ে ওঠুক, যে মানুষ আমাকে অভয় দিবে বেঁচে থাকার।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫
নয়ন বিন বাহার বলেছেন: বাহ! মিতা, দারুন মন্তব্য করেছেন। নিজকে স্বার্থক মনে হচ্ছে। ভাল থাকবেন।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতায় ভালোবাসা রইল, খুব সুন্দর একটা কবিতা পড়লাম।
এরকম আরো কবিতা পড়তে পারবো এমনটাই প্রত্যাশা থাকবে ভাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬
নয়ন বিন বাহার বলেছেন: দোয়া করবেন ভাই। আপনার জন্য ও ভালবাসা।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৫
বিলিয়ার রহমান বলেছেন: নয়ন বিন বাহার
কোথাও মনুষ্যত্ব দেখিনা
আমাকে একটা মানুষ দাও
আমি তাড়িয়ে দেব অন্ধকারের হাতছানি।
সুন্দর লিখেছেন!