নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি ঘটনায় ফোকাস নির্ধারন করুন।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৩৩

সবাই কমবেশি টর্চ ব্যবহার করি। টর্চের আলো চারদিকে গোল হয়ে ছড়িয়ে পড়ে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন ছড়িয়ে পড়া আলোর মাঝখানে স্বচ্ছ আলোর একটা বিন্দু। যা আলাদা করে বোঝা যায়। ওখানে আলো বেশি। এটাকে আমরা ফোকাস বলি।
অন্ধকারে কোন বস্তু দেখার জন্য এই ফোকাস ব্যবহার করা হয়। ফোকাস অন্যদিকে রাখলে বস্তু স্পষ্ট দেখা যায় না।
সমস্যা জর্জরিত এই মানব জীবনের প্রতিটি প্রতিকূল অবস্থায় ফোকাস ঠিক রাখাটা জরুরী। সঠিক জায়গায় ফোকাস ঠিক মত না রাখলে সমাধান খুঁজে পাওয়া যাবেনা। সবই অস্পষ্ট মনে হবে।
প্রতিটি সফল মানুষ প্রত্যেকটা সমস্যার মধ্যে সমাধান খুঁজে পায়; আর প্রতিটি ব্যর্থ মানুষ প্রত্যেকটা সমাধানের মাঝে একটা সমস্যা খুঁজে পায়। যার কারনে ঐ লোকটা ব্যর্থই থেকে যায়। কারন সে সঠিক জায়গায় ফোকাস রাখতে পারেনি।
ফোকাস বুঝতে নিচের গল্পটির বিকল্প কিছু হতে পারেনা-
হাঙ্গেরীয় আর্মি ফোর্সে ২৬ বছরের যুবক ক্যারোলী। সে ছিল ঐ দেশের বেস্ট পিস্তল শুটার। ঐ দেশের যতগুলো ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ছিল সবই তার জেতা। সালটা তখন ১৯৩৮। ক্যারোলী সহ সবারই স্বপ্ন ১৯৪০ সালের অলিম্পিক গোল্ড মেডেলটা হবে তারই।
সমস্ত প্রস্তুতি নেয়াই ছিল। যে কোন মূল্যে এই হাতটাকে পৃথিবীর এক নাম্বার শুটিং হ্যান্ড বানাতে হবে। লক্ষ্য একটাই; একটাই ফোকাস। ১৯৪০ এর অলিম্পিক।
কিন্তু বিধি বাম। একটা ভয়াবহ দুর্ঘটনায় গ্রেনেড বিষ্পোরনে উড়ে গেল তার ঐ হাত; যে হাতে ছিল অলিম্পিক জেতার স্বপ্ন। হাতের সাথে উড়ে গেল জীবনের সকল স্বপ্ন এবং ফোকাস সব কিছু।
আমরা হলে কি করতাম?
ভাগ্যকে দোষ দিয়ে সরে যেতাম? স্বপ্নগুলো চোখের পানিতে ভিজিয়ে সহানুভূতি আদায় করতাম? তাই নয় কি?
ক্যারোলী তার স্বপ্নে অটুট ছিল। ও সেটাতে ফোকাস করেনি যেটা ওর চলে গেছে। ও ফোকাস করেছে যেটা ওর এখনো আছে। তার বাম হাতটা। যে হাতে সে কোনদিন কলম পর্যন্ত ধরেনি।
হাসপাতাল থেকে ফিরেই সবাইকে অবাক করে দিয়ে আবার ট্রেনিং শুরু করে দিল।
একটা পঙ্গু হাতের যন্ত্রনা; একটা দুর্বল হাতে ট্রেনিং করার যন্ত্রনা; সব কিছু আবার শুন্য হাতে শুরু করার যন্ত্রনা। কোন কিছুই থামাতে পারেনি তাকে। মাথায় শুধু একটাই ফোকাস এই বাম হাতটাই এখন পৃথিবীর বেস্ট শুটিং হ্যান্ড বানাতে হবে।
ট্রেনিংয়ের এক বছর পর। ১৯৩৯ সাল। হাঙ্গেরীতে ন্যাশনাল পিস্তল শুটিং। বাম হাতে উপস্থিত ক্যারোলী। সবাই ভাবল অন্যদের অনুপ্রেরণা দিতে আসল সে। আসলে তা নয়। সে এসেছে প্রতিযোগীতা করতে।
শুটিং শুরু হল। পুরো বিশ্বকে তাক লাগিয়ে চ্যাম্পিয়ন হল দ্যা ম্যান অব অনলি হ্যান্ড ক্যারোলী।
কি মনে হয় গল্প শেষ? না! ক্যারোলীর ফোকাস শেষ হবার নয়। চাইলে সে এই এক ইভেন্ট নিয়ে সারা জীবন সেলিব্রেটি হয়ে থাকতে পারত। কিন্তু তার ফোকাস যে ছিল ১৯৪০ এর অলিম্পিক!
বিশ্ব যুদ্ধের কারনে ১৯৪০ এর অলিম্পিক বাদ! কিন্তু বাদ হয়নি ক্যারোলী। ফোকাস এবার ১৯৪৪। কিন্তু এবারও হবে না অলিম্পিক।
এদিকে বয়স বাড়ছে ক্যারোলীর। বয়সের সাথ সাথে এ্যাথলেটদের স্ট্রেন্থ কমতে থাকে। কিন্তু ক্যারোলীর কাছে কোন বাঁধাই বাঁধা নয়।
১৯৪৮ সাল। বিশ্ব অলিম্পিক শুটিং ইভেন্ট। ভাবতে পারেন কে জিতেছিল গোল্ড মেডেল? ইয়েস এন্ড ইয়েস! দ্যা ম্যান ইন অনলি হ্যান্ড ক্যারোলী।
এখানেই শেষ না। ১৯৫২ এর অলিম্পিক কে জিতেছে? সেই ক্যারোলী। সে শুধু গোল্ড মেডেলই জেতেনি। সেই সাথে ১৯৫২ এর অলিম্পিক জিতে কোন এক পার্টিকুলার ইভেন্টে পর পর দুবার গোল্ড মেডেল জেতার ইতিহাস গড়ে দিয়েছিল। যা তার আগে কেউ কখনো করেনি।
হ্যাঁ ! গল্প শেষ।
বলতে পারেন ক্যারোলীর ফোকাসটা কোথায় ছিল?
ক্যারোলীর ফোকাসটা ছিল যা তার আছে; তার যা নেই সেটা নিয়ে সে এক মূহুর্তও ভাবেনি।
আর আমরা যারা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনা তারা ফোকাস কোথায় রাখি? যা আমাদের নেই।
যে কোন ব্যর্থ লোককে জিজ্ঞেস করেন, আপনি কোন ব্যর্থ?
দেখবেন একটা বিশাল লম্বা ফর্দ আপনাকে ধরিয়ে দিয়ে বলবে আমার এটা ছিল না ওটা ছিল না। তাই আমি ব্যর্থ হয়েছি।
তাই দেখা যায়, ব্যর্থদের ফোকাস থাকে সমস্যার দিকে;
আর সফলদের ফোকাস থাকে সমাধানের দিকে।
এখন দ্রুত ঠিক করুন আপনার ফোকাস কোন দিকে?
পরিশেষে আপনার সন্তানের যত্ন নিন।।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:

"হ্যাঁ ! গল্প শেষ।
বলতে পারেন ক্যারোলীর ফোকাসটা কোথায় ছিল? "

-টর্চ-লাইটের আলোর মধ্যভাগে, যেখানে আলো বেশী, ঠিক?

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৩

নয়ন বিন বাহার বলেছেন: এক দমে ঠিক।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০১

ধানক্ষেতের ইঁদুর বলেছেন: মেলাদিন পরে আইয়াই আপনের উপ্রে নজর পড়লো। হাছা কতা, কিন্তু সমস্যায় পড়লে এসব মাথায় থাকে না।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১০

নয়ন বিন বাহার বলেছেন: সিজন ছাড়া তো ইঁদুর বের হয়না। =p~
হাছা কতা, কিন্তু সমস্যায় পড়লে এসব মাথায় থাকে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।।।

৩| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:০৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল লাইট অব দ্যা ফোকাস।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১২

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।

৪| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৯

কানিজ রিনা বলেছেন: আমাদের বাঙালীরা ব্যার্থ হলে অপরের ঘারে
দোশ চাপিয়ে নিজের দোশ থেকে পার পেতে
চায়। রাজনীতিবিদ আর চরিত্রহীন গুল
নিজের দোশ অপরের ঘারে চাপাতে পারদর্শী।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৫

নয়ন বিন বাহার বলেছেন: ভাল বলেছেন, কানিজ আপু।
এগুলো আছেই তার উপর আমরা মহাসমারোহে চর্চা করে যাচ্ছি আরও ভাল করে কি করে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপানো যায়।
মন্তব্যে জন্য ধন্যবাদ।।

৫| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এত সুন্দরভাবে বোঝানোর পরও আমরা অনেক সময় বুঝিই না। আসলে কি বুঝি না? নাকি বোঝতে চাই না!!

আমাদের লক্ষ্য স্থির থাকা আবশ্যক।

গল্পে লাইক ভাই। খুব সুন্দর শিক্ষনীয় একটা পোষ্ট।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৭

নয়ন বিন বাহার বলেছেন: ও মিতা।
দারুন বলেছেন তো।
আসলে কি বুঝি না? নাকি বোঝতে চাই না!!
হাঁ সত্যি, আমাদের লক্ষ্য স্থির থাকা আবশ্যক।
লাইকের অন্য আলাদা ধন্যবাদ।

৬| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৮

নয়ন বিন বাহার বলেছেন: বাবু ভাই আপনাকেও ধন্যবাদ।

৭| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৬

মন থেকে বলি বলেছেন: দারুন

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৯

নয়ন বিন বাহার বলেছেন: মন থেকে বলেছেন? =p~
তাহলে ধন্যবাদ.........

৮| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিউত্তরে মুগ্ধ হইলাম 'ও মিতা'।

ভালোবাসা রেখে গেলাম।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: এত দূর থেকেও মুগ্ধতা টের পাইলাম।
ও মিতা। ;)

৯| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১২:২৫

সুমন কর বলেছেন: ক্যারোলী'র কাহিনী শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫১

নয়ন বিন বাহার বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ।

১০| ০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮

টারজান০০০০৭ বলেছেন: সফল হইলেই কেবল গল্প থাকে, ব্যর্থদের কোনো গল্প থাকে না।

০৮ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৪১

নয়ন বিন বাহার বলেছেন: গল্প সবারই থাকে।
সফলদের টা সবাই শোনে.........
অন্যদের টা শোনে না।
তবুও অনুপ্রেরনার দরকার থাকে...................

১১| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৩

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: প্রিয়তে দিলাম :)

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫০

নয়ন বিন বাহার বলেছেন: আপনার প্রিয়তে স্থান পাওয়ায় নিজকে একটা ধন্যবাদ দিলাম। সাথে আপনাকেও।
অনেক অনেক ভাললাগা।

১২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৫০

ওমেরা বলেছেন: যা হারিয়ে গিয়েছে তা নিয়ে আফসোস করে লাভ নেই যা আছে তা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে । অনুপ্রেরনামূলক গল্প শেয়ারের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫১

নয়ন বিন বাহার বলেছেন: ঠিক বলেছেন, আপুনি।
আপনাকেও ধন্যবাদ।।।

১৩| ১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর পোস্ট!:)


প্লাস!!


আর একটা কথা বলে যাই আমার ফোকাসটা কিন্তু একেবারেই জায়গা মতো থাকে না !!

হা হা হা !:)

১৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১১

নয়ন বিন বাহার বলেছেন: প্লাস পাইলাম ভাল কথা।
কিন্তু ফোকাস তাইলে থাকে কই ??????
ম্যালা চিন্তায় ফালাইলেন বিলিয়ার ভাই।
:-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.