নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
মা-গো
এক জীবনে এত কষ্ট তোমাকে দিয়েছি
তবু কখনো করনি মুখ ভার,
তোমার দানে হয়েছি আমার আমি
চাওনি কিছু, দিয়েছি দুঃখ অপার।।
মা-গো,
যদি কোথাও স্থান নাহি পাই
জানি তোমার চরনে পাব ঠাঁই।।
মা-গো,
বাবা হারিয়ে বাবার গুরুত্ব বুঝেছি;
মাকে হারিয়ে মায়ের গুরুত্ব বুঝতে চাই না।।
সবসময় খুব ভাল থেকো মা, আমার প্রাণপ্রিয় মা।।
১১ ই মে, ২০১৭ দুপুর ১:২৩
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ, আপু।
২| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর হয়েছে মাকে নিয়ে কবিতা।
শুভকামনা রইল।
১১ ই মে, ২০১৭ দুপুর ১:৫১
নয়ন বিন বাহার বলেছেন: নাঈম ভাই, মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার জন্যও শুভ কামনা।
৩| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
১১ ই মে, ২০১৭ রাত ৮:৫৫
নয়ন বিন বাহার বলেছেন: অনেক ধন্যবাদ। ধ্রুবক আলো........
৪| ১২ ই মে, ২০১৭ রাত ১২:১৫
হয়ত তোমারই জন্য বলেছেন: ধন্যবাদ,নয়ন বিন বাহার ,বুকের কষ্ট বেড়ে গেল আপনার লেখাটা পরে,বাবা মারা গছেন ১মাস হল,হায়,বাবা জিবিতো থাকতে বুঝিনী তার কদোর,বাবার সাথে আমার মতের মিলত না তাই বেশীর ভাগ সময়েই তাকে এড়ীয়ে চলতাম ৷
বাবা, মারা জাবার পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয় বাবার ,কারন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন ৷পেশাগত জিবনে তিনি শিক্ষক ছিলেন৷ হাজার হাজার মানুষ তার জানাজায় অংশ নেন,অনেক অচেনা মানষের চোখেও পানি ঝরতে দেখছি সেদিন ৷বুঝেগেছি সেদিন যা হাড়ালাম তা অপুরনীয় তাই মাই এখন সব ৷
আমি আপনার পোষ্টটি শেয়ার করতে পারী ৷@নয়ন বিন বাহার
১২ ই মে, ২০১৭ রাত ১২:২৪
নয়ন বিন বাহার বলেছেন: আল্লাহ আপনাকে শোক সামলানোর সামর্থ্য দিক।
অবশ্যই ভাই। শেয়ার করেন।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:২১
ওমেরা বলেছেন: আল্লাহ আপনার মাকে ভাল রাখুন ।