নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

#ওয়েটিং_ফর_লাইফ_০১

১৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩২

বিশেষ প্রয়োজনে কিছুদিন আদালতে যাওয়া আসা করতে হয়েছে। একটা বিষয় খেয়াল করলাম, সেখানে উপস্থিতির(বাদী ও বিবাদী) প্রায় শতভাগ হল নিম্মবিত্ত শ্রেণির। যাদের শিক্ষার কোন বালাই নেই। আদালত সংশ্লিষ্ট একজনের ভাষায়, ‘এরা হল চন্ডাল। আর শিক্ষিত শ্রেণি নিতান্ত চক্করে না পড়লে এখানে আসেনা।’
কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, জাপানে উকিলেরা এ পেশা পরিত্যাগ করছে। কারন সেখানে নাকি আদালতে কোন মামলা নেই। অর্থাৎ জাপানীরা মামলা বিমুখ হয়ে গ্যাছে।কারন তারা শিক্ষার মাধ্যমে নিজেদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা শিখে গ্যাছে।
কবে যে আমারা নিজেদেরকে মানুষ ভাবতে পারব?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭

ভাললাগে না বলেছেন: আমরা মানুষ না, বাঙ্গালী।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১১

নয়ন বিন বাহার বলেছেন: দশ কথার এক কথা। :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.