নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
বিশেষ প্রয়োজনে কিছুদিন আদালতে যাওয়া আসা করতে হয়েছে। একটা বিষয় খেয়াল করলাম, সেখানে উপস্থিতির(বাদী ও বিবাদী) প্রায় শতভাগ হল নিম্মবিত্ত শ্রেণির। যাদের শিক্ষার কোন বালাই নেই। আদালত সংশ্লিষ্ট একজনের ভাষায়, ‘এরা হল চন্ডাল। আর শিক্ষিত শ্রেণি নিতান্ত চক্করে না পড়লে এখানে আসেনা।’
কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, জাপানে উকিলেরা এ পেশা পরিত্যাগ করছে। কারন সেখানে নাকি আদালতে কোন মামলা নেই। অর্থাৎ জাপানীরা মামলা বিমুখ হয়ে গ্যাছে।কারন তারা শিক্ষার মাধ্যমে নিজেদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা শিখে গ্যাছে।
কবে যে আমারা নিজেদেরকে মানুষ ভাবতে পারব?
১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১১
নয়ন বিন বাহার বলেছেন: দশ কথার এক কথা।
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৭
ভাললাগে না বলেছেন: আমরা মানুষ না, বাঙ্গালী।