নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
শাপলা নেবেন শাপলা।
সকাল বেলা এই শব্দ শুনে বিরক্তির সাথে ঘুম ভাঙল। মিসেস কে বললাম, চিল্লাচিল্লি বন্ধ করতে বল তো।
লক্ষ্য করলাম চিল্লাচিল্লি বন্ধ হল। কিয়ৎক্ষন পরে ও এসে বলল, শাপলা কিনলাম দেখ। দেখতে কি সুন্দর! তাই না?
বললাম, তুমি তো শাপলা পছন্দ কর না। কিনলে কেন?
ওর কেন’র উত্তর শুনে আমার হৃদয়টা শুন্য হয়ে গেল।
‘দেখলাম একটা ছেলে এবং একটা মেয়ে শাপলা নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। ধমক দিলাম। কাতর চোখে তাকিয়ে বলল, আপু আমার বাবা অসুস্থ্য। আজ আমাদের ভাতের চাল নেই। যদি শাপলা কিনেন তাহলে আমরা চাল কিনতে পারব। মানুষ শাপলা কিনতে চায় না। এত বেলা হল অথচ খুব বেশি বিক্রি হয়নি। কিয়ে হবে আজ।’
আমি জিজ্ঞেস করলাম, বয়স কত ওদের?
স্কুলে যাবার বয়স।
স্কুলে যাবার বয়সের দুটো ভাইবোন সংসারের বোঝা মাথায় নিয়ে মানুষের দরজায় দরজায় জীবনের অপেক্ষা করছে। আর আমার মত কিছু লোক ঘুম ভাঙ্গানোর দায় ওদেরকে চাপিয়ে দিচ্ছি। হায়রে মানুষ..........
#
১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৬
নয়ন বিন বাহার বলেছেন: মানবতা আজ আস্তাকুঁড়ে। ধন্যবাদ সোহেল ভাই........
©somewhere in net ltd.
১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০
মোস্তফা সোহেল বলেছেন: আমাদের সমাজে এদের মত কত অসহায় মানুষ আছে তাদের খোঁজ কে রাখে?
সবাই ব্যস্ত নিজের স্বার্থ নিয়ে।