নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
স্কুলের সবচেয়ে ভদ্র এবং ছাত্রদের সবার প্রিয় শিক্ষক আমানত উল্লাহর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এনেছে তাঁর এক ছাত্রের বাবা
অভিযোগ, ছেলে মারামারি করে মার খেয়ে এসেছে। তার ছেলে মার খাওয়ার পাত্র না। মার দেওয়ায় ওস্তাদ। তার উপর ছেলের বাবা ছেলেকে শিখিয়েছে কখনো মার খেয়ে আসবি না। মার দিয়ে আসবি। পরে যা হয় হবে।
কিন্তু ঘটনা ঘটল উল্টো।
ছেলেকে জিঙ্গেস করায় ছেলে বলল, আমানত উল্লাহ স্যার যা শিখিয়েছে তা মানতে গিয়েই সে মার খেয়েছে।
তাই আমানত উল্লাহ স্যারের বিচার আবশ্যক।
আমানত উল্লাহ স্যার কি শিখিয়েছেন?
#সমাজে বাস করতে গেলে একে অপরের উপকার করেবে। তুমি যদি কারও দ্বারা সামান্যতম উপকৃত হও তবে তাকে কৃতজ্ঞতা জানাবে।
#মানুষ মাত্রই ভুল করে। কেউ ভুলের উর্দ্ধে নয়। তুমি যদি কোন ভুল কর তবে ক্ষমা চাইবে। আর কেউ যদি ভুলের জন্য ক্ষমা চায় তাকে ক্ষমা করবে।
#কখনো কাউকে অন্যায়ভাবে আঘাত করবে না।
পুনশ্চ: সকল শিক্ষকরা যদি এভাবে শেখাতো তবে কি হত আমাদের সমাজের অবস্থা?
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৩
নয়ন বিন বাহার বলেছেন: শিক্ষা নিয়েই আজ সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে।
তো ব্যবসা ভাল হচ্ছে কিন্তু............
২| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: শিক্ষকেরা এভাবে শেখাবেন, এই প্রত্যাশা করতে দোষের কিছু নেই, বরং এটাই পজিটিভ থিংকিং।
ভাল লিখেছেন।
ভাল থাকবেন।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৪
নয়ন বিন বাহার বলেছেন: নীতিনির্ধারনি মহল যদি এভাবে ভাবত............
৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: লেখা সুন্দর হয়েছে। প্রত্যাশা করাই যায়।
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৫
নয়ন বিন বাহার বলেছেন: প্রত্যাশা করা ছাড়া আর কিইবা করার আছে?
ধন্যবাদ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৪
খাঁজা বাবা বলেছেন: মার দিয়ে আসবি। পরে যা হয় হবে
২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮
নয়ন বিন বাহার বলেছেন: ছেলে না হয় নেতা হবে কি করে?
৫| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১
অনিক_আহমেদ বলেছেন: লেখক বলেছেন: শিক্ষা নিয়েই আজ সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে।
তো ব্যবসা ভাল হচ্ছে কিন্তু............
হা হা হা। ভুল বলেন নি। তাই তো সবার নজর ঐ ব্যবসার দিকেই।
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৬
নয়ন বিন বাহার বলেছেন: ব্যবসা হলেই হল আর কি!!!!
৬| ২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৫
বিলিয়ার রহমান বলেছেন: সকল শিক্ষকরা যদি এভাবে শেখাতো তবে কি হত আমাদের সমাজের অবস্থা?
আপনার প্রশ্নের উত্তর আমরা সবাই জানি। আপনি নিজেও জানেন!
২২ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮
নয়ন বিন বাহার বলেছেন: ঠিক। আমরা সবাই জানি।
আসলেই কি জানি?
যদি সবাই জানিই তবে পরিবর্তন হচ্ছে না কেন?
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৬
অনিক_আহমেদ বলেছেন: সকল শিক্ষকরা যদি এভাবে শেখাতো তবে কি হত আমাদের সমাজের অবস্থা?
অবশ্যই আরো সভ্য হত। তবে এখনকার ব্যবসায়ী ধাঁচের শিক্ষকেরা এভাবে শেখাবেও না, সমাজ আমাদের স্বপ্নের মত হবেও না।