নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

যাপিত দিনের দিনলিপি_০২

০৩ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

রাতের ঘুম কেন হারাম হয়ে যাবে
দিনের চঞ্চলতা কেন স্থবির হয়ে যাবে
ভাবনাগুলো কেন কেন্দ্রীভূত হয়ে থাকবে
কাক যখন তারস্বরে ডেকে ওঠে
তখন কেন পিলে চমকে উঠে?

বিপুলা এ পৃথিবীর এত কিছু দেখার পরও
কেন শুধু একটি মুখচ্ছবি এ চোখে ভেসে ওঠে।
দুপুরের নির্জনতায় তোমার অস্তিত্ব কেন
আমার সাথে লুকোচুরি খেলে।

সকাল শিশির শবনমে
ঝিলিক মারে তোমার প্রতিচ্ছবি
তোমার বিরহ আমাকে নিয়ে যায় বেদনার পৌত্তলিকতায়।
ধান শালিকের ধূসর পালকে খচিত দেখি কার মুখ
রবি ঠাকুরের গানে খুঁজে পাই জীবনের বাস্তবতা--

সংকীর্ণ মনের মানুষ যারা, তারাই তো
ভালোবাসে একবার
যার মন যত বড় দেখে ভাল অবিরত,
তারাই তো ভালবাসে বার বার।।'

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১:০১

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো।
ভাল থাকুন সকালের সতেজতায়।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৭

বিলিয়ার রহমান বলেছেন: অনেক গুলো কেন ধরে এনেছেন কবিতায়!:)


বারবার ভালোবাসা!! উহাতো উদারতার লক্ষণ!:)

০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৮

নয়ন বিন বাহার বলেছেন: বারবার ভালোবাসা!! উহাতো উদারতার লক্ষণ!:)[/sb

কিন্তু ভাই সেখানে বিপদ কম নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.