নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
এসো দুঃখ জমাই।
একদিন শেষ হয়ে যাবে সকল দুঃখ।
সেদিন আর দুঃখ খুঁজে পাওয়া যাবে না।
তাই, এসো দুঃখ জমাই, দুঃখ।
একদিন অনেক দুঃখ ছিল।
দুঃখের রাজ্যে ছিলাম আমি রাজা।
দুঃখের প্রাচুর্য্যতায় দিশেহারা হয়ে
কোন দুঃখ জমাই নি।
মন্ত্রীকে বললাম, আমার রাজ্যে
কিসের অভাব? বল এক্ষুনি-
তাদের সে অভাব, বানাব কাবাব
চোখের পলক গুনি।
আপনার রাজ্যে অভাব আছে মহারাজ
বলেছে মহামুনি।
ফন্দিবাজের নতুন ফন্দি
বুঝেছি তখুনি।
ব্যাটা ধড়িবাজ,
থাকে সর্বদা নানা ধান্দায়
মহারাজের রাজ্যে অভাব আছে
বলিতে পারে কোন বান্দায়?
মন্ত্রী যত বলে পারিষদ তত নড়ে
এক হয়ে তোলে সুর সারিন্দায়
রাজাকে তেল মেরে, কথার আল ছেড়ে
বসে গেছে মহারাজ বন্দনায়।
মহারাজের মহাকাজ, ব্যাটা হয়েছে নারাজ
ধরে আনি, শুলে তুলে দিন
বেফাঁস কথা বলে সত্যের সাধু ছলে
গোলমাল পাকাবে কোন একদিন।
(অসমাপ্ত)
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১২
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০২
বিলিয়ার রহমান বলেছেন: ভালো!!!
লিখেছেন!!