নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

গাঢ় নীল খামের বেদনা

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

কোন দিন যদি তুমি এসে বল
হেসে
তোমাকে দেখেছি সেদিন রাস্তার
ওপাশে

ডেকেছি বহুবার তোমায় নামহীন
নামে
ভেবেছি চিঠি দিব গাঢ় নীল
খামে

শোননি, তুমি ছিলে জনতার
ভীড়ে
পিছু নিলাম। যাও কোন সন্ধার
নীড়ে

বহুবার কয়েছি কথা চপল
নয়নে
দেখেও দেখনি শুধু ধরেছি
স্বপনে

বিস্তৃত স্বপন সময় চলে গেছে
লাজে
হয়নি বলা; আজও জমা আছে হৃদয়ের
খাঁজে

কেটেছে কত সকাল-সন্ধা, স্বাক্ষী পক্ক
কেশে
তোমার আমার না বলা কথা কোন দিন উঠবে
হেসে।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:১২

শাহিন-৯৯ বলেছেন: শোনেনি, তুমি ছিলে জনতার
ভিড়ে।

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ। শাহিন।

২| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:২৬

আলসে হিমু বলেছেন: ভাল বলেছেন//////

২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬

নয়ন বিন বাহার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.