নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
সূর্যের উজ্জ্বলতা, আলোর বহিৃলতা, বাতাসের প্রলয়শিখা, ইচ্ছাশক্তির অদমনীয়তা আর তোমাকে ভালবাসার তীব্র বাসনা আমাকে বাঁচার প্রেরণা যোগায়।।
বাতাসের মৃদু ছন্দে দোলিত নীলাকাশাভিমুখে উম্মুখ শাদা কাশফুলের তুলতুল ছোঁয়া আমাকে মনে করিয়ে দেয় তোমাকে ভালবাসার ব্যকুলতা।।
গাাঁধা ফুলের সুবিন্যস্ত পাপড়ির অভ্যন্তর দেখার মত তোমাকে দেখতে ইচ্ছে করে।।
সহনশীল ব্রান্ডের পারফিউমের মত তোমাকে যদি গায়ে মাখতে পারতাম।।
ঘোর অমাবশ্যার বিজন রাতে, নিকষকালো অন্ধকারে চেয়ে দেখি আলোর ছড়াছড়ি। অবাক চোখে তাকিয়ে দেখি তুমি আমার আড়াআড়ি।।
মরীচিকার মত তোমার উপস্থিতি আমাকে কাঁদায়।।
©somewhere in net ltd.