নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।
আমাকে যদি ভালবাস
তবে
সকাল বেলার চায়ের সাথে
একটা বই দিও।
আর দিও একটু নির্জনতা
সাথে এক তোড়া ফুল দিতে পার
নতুবা একটা বাগান বানিয়ে দিও।
বাগানে থাকবে অনেক প্রজাপতি
রঙ বেরঙের ফুল।
পুরো পরিবেশ হয়ে যাবে আরন্যক।
আমাকে যদি ভালবাস
তবে
শীতের উষ্ণতার সাথে
একটা বই দিও।
বইয়ের মলাটের ভাঁজে
আমি খুঁজে নেব বসন্তের ঘ্রাণ।
আমাকে যদি ভালবাস
তবে
বাঁধতে হবে না
বুনো ষাঁড়ের চোখে লাল কাপড়
হতে হবে না গ্লাডিয়েটর
পাড়ি দিতে হবে না সাত সমুদ্র তেরো নদী
বিশ্ব সংসার তন্ন তন্ন করে
খুঁজে আনতে হবে না একশ আটটি নীল পদ্ম।
শুধু
খুঁজে দিও
একটি বই
বইয়ের প্রতিটি পাতায় খুঁজে নেব আমি
অগ্রানের ঘ্রাণ।
আর যদি ভাল না বাস
তবুও শুধু
একটা বই দিও
আমি দূরে থাকব তোমার কাছ থেকে।।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বোঝা গেল বই আপনার কতটা প্রিয়।
কবিতা ভাল লাগল।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
নয়ন বিন বাহার বলেছেন: সত্যিই বই আমার খুব প্রিয়।
ধন্যবাদ
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: আমিও খুব বই পড়ি।
সুন্দর হইছে কবিতাখানি।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭
নয়ন বিন বাহার বলেছেন: একজন বই পড়ুয়ার জন্য শুভকামনা।
ধন্যবাদ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭
রাজীব নুর বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে। দশে দশ দিলাম।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮
নয়ন বিন বাহার বলেছেন: দশে দশ!
বিশ্বাস হয় না রাজীব ভাই।
আপনার ভাল লাগায় আমার ভাললাগা।
ধন্যবাদ।
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লেগেছে ।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
নয়ন বিন বাহার বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
শাহিন বিন রফিক বলেছেন: বই হল সত্যিকারের প্রকৃত বন্ধু।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
নয়ন বিন বাহার বলেছেন: বই কখনো কাউকে আঘাত করে না।
ধন্যবাদ।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: অনেক ভাল লাগলো।সত্যি বলতে আমি ও বই পড়তে খুব ভালবাসি।তাই আপনার মত বই পোকা দেখে উৎফুল্ল হলাম।
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪
নয়ন বিন বাহার বলেছেন: আপনার উৎফুল্লতায় ফুলেল শুভেচ্ছা।
যারা বই পড়তে ভালবাসে তাদেরকে এককথায় ফুলের মত স্নিগ্ধ লাগে।
ফুল আর প্রজাপতি; কেমন এক মোহময় মোহময়।
পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩০
নীল মনি বলেছেন: অনেক সুন্দর
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪
নয়ন বিন বাহার বলেছেন: সকল সুন্দরের জন্য শুভকামনা।
ধন্যবাদ।
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৪০
নীল মনি বলেছেন: শুকরিয়া
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: বই প্রীতি ভাল লাগলো! সেই সাথে কবিতাও!