নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাদের এ শহর ছেড়ে চলে যাচ্ছি। দূরে! বহু দূরে! ঈগল চোখের আড়াল খুঁজে নিচ্ছি- যেখানে সমস্ত পাপী স্বীকারোক্তি দেয় তাদের আকন্ঠ পাপের। অন্তত তারা সত্যের আড়ালে পাপ করে না; পাপ নিয়ে করে না কোন মিথ্যাচার!

নয়ন বিন বাহার

আমাদের একেক জনের জীবনের এক একটা নির্দিষ্ট বিন্দুতে এসে আমাদের আশপাশে যা হচ্ছে তার উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলি। তখন জীবনের নিয়ন্ত্রন নেয় ভাগ্য। এটাই দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা।

নয়ন বিন বাহার › বিস্তারিত পোস্টঃ

পলায়ন

১৩ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২০

আমি কি যাচ্ছি?
নাকি পালাচ্ছি?
আমি কি আসছি?
নাকি পালাচ্ছি?
আসলে
আমি যাচ্ছি ও না আসছি ও না।
পালাচ্ছি।

পালাতে পালাতে
অতিক্রম করেছি কত দিগ্বলয়
নতুন কিশলয়
কত বসন্ত
পাড়ি দিয়েছি অনন্ত
সময় ধরে।
পরিচিত রাস্তায়
নিয়ত তৈরী হয়েছে গোলকধাঁধা।

পালাতে পালাতে
উত্তাল হয়েছে কত সুনীল সমুদ্র।
ডিঙ্গি নৌকার পালে লেগেছে হাওয়া
অসীম শুন্যতায় দেখেছি
মহাশুন্যের পরিপূর্ণতা।

হরদম পালিয়েছি আমি
এই সকাল থেকে
দুপুর, সন্ধ্যা থেকে
কত শত রাত থেকে
পালিয়েছি আমি।
রাতের জোনাক থেকে পালিয়েছি
পালিয়েছি অন্ধকার আর আলো থেকে।

পালাতে পালাতে
আমি আটকে গেছি
সময়ের চোরাবালিতে।
চোরাবালির সকল স্তরে
খুঁজে পেলাম নিজকে।

পালিয়েছি অনু পরমানু থেকে শুরু করে
মহাজাগতিক জগতের আখ্যান থেকে।

নিজের কাছ থেকে পালাতে
পারিনি শুধু।

পালাতে পালাতে ঠিক পালাব একদিন।
তখন তোমরা বলবে তাকে
শাশ্বত পলায়ন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.